in

অনলাইনে প্রসাধনী ক্রয়ের সতর্কতা

Online Beauty Cosmetics Store Bangladesh

বর্তমান দুনিয়ায় সকল প্রান্তের মানুষজনই অনলাইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে শখ পূরণের সকল জিনিসপত্র এখন সবাই অনলাইন থেকেই কেনাকাটা করে থাকে। বিশেষ করে অনলাইনে প্রসাধনী কেনার হিড়িক দিনে দিনে বেড়েই চলেছে।

প্রসাধনী সামগ্রী ক্রয়ের সতর্কতা

অনলাইনে যেমন সুফল আছে এর পাশাপাশি কিছু কুফলও আছে যা সম্পর্কে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রসাধনী সামগ্রী ক্রয়ের সতর্কতা সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো:-

১. প্রসাধনীর উৎপাদনের মেয়াদ

অনলাইন থেকে যেকোনো পণ্য ক্রয়ের আগে আমাদের অবশ্যই উৎপাদনের মেয়াদ দেখে নিতে হবে। কারণ প্রসাধনী আমাদের শরীরের সাথে সরাসরি সম্পর্কিত। সেহেতু আমাদের অবশ্যই এ সম্বন্ধে পর্যবেক্ষণ করতে হবে। বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ীরা প্রসাধনী উৎপাদনের মেয়াদ মুছে ফেলে এতে করে প্রসাধনীর মেয়াদ উত্তীর্ণের তারিখের পরও সেটা বিক্রি করা হয়। এইসব প্রসাধনীর সংস্পর্শে এলে শরীরের বিভিন্ন রকম রোগের দেখা দেয়। অনেকের আবার চামড়াও পুড়ে যায় এসব সামগ্রী ব্যবহার করার ফলে।

তবে বিশেষ করে ইউরোপ আমেরিকার অনেক পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করে না পণ্য উৎপাদনকারীরা। ইমপোর্টারদের কাছে যে কাটনে পণ্য আসে সেখানে দেয়া থাকে যার ফলে ভোক্তাদের নির্ভর করতে হয় ইমপোর্টারদের দেয়া স্টিকারে।

২. প্রসাধনীর ব্যবহারবিধি

প্রসাধনী বলতে বোঝায়- সাবান, শ্যাম্পু, মেকআপ, লিপস্টিক, ক্রিম, লোশন ইত্যাদি যা প্রত্যেকটি মানুষের নিত্য দিনের সঙ্গী। আমাদের দেশে দুই ধরনের প্রসাধনী ক্রয় বিক্রয় করা হয় একটি দেশীয় এবং অন্যটি বিদেশী। প্রসাধনীর ওপর অবশ্যই ব্যবহারবিধি দেখে নিতে হবে। অনেক ব্যবসায়ী প্রসাধনী ব্যবহার বিধি উঠিয়ে দিয়ে অনলাইনে বিক্রি করে তাই কিছু কেনার আগে এটা দেখে নিতে হবে অবশ্যই।

৩. প্রসাধনীর উপাদান সামগ্রী

একটি পন্য কেনার আগে তার গুনগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে। এতে করে বোঝা যাবে এটি কি কি দ্বারা তৈরি। প্রসাধনীর প্যাকেট বা সিল থেকে এ সম্বন্ধে জানতে হবে। কোনভাবে এটি না থাকলে তেমন ধরনের প্রসাধনী না ক্রয় করাই ভালো কারণ এতে ক্ষতিকারক এসিড থাকতে পারে যা মানুষের শরীরে অতিরিক্ত মাত্রায় ক্ষতি সাধন করে। সমাজের কিছু নিকৃষ্ট মানুষ রয়েছে যারা বাচ্চাদের প্রসাধনীতেও ভেজাল মিশিয়ে দেয় তাই আমাদের এইসব বিষয়গুলো সতর্কতার সাথে মাথায় রাখা উচিত।

৪. প্রসাধনীর বৈধতা

অনলাইনে প্রসাধনী কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি করনীয় বিষয় হলো প্রসাধনীর বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া। আসল এবং নকলের ফারাকটা তখনই বোঝা যায় যখন প্যাকেটের গায়ে বৈধতার সিল দেওয়া না থাকে। একটি কোম্পানির প্রসাধনী যখন তৈরি করা হয় তখন কোম্পানি কৃত বৈধতা সম্পর্কে নিশ্চিত করার জন্য একটি বৈধতা সিল দেয়া থাকে। এবং যেকোনো প্রসাধনী সামগ্রীর ভিন্ন ভিন্ন লোগো রয়েছে সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে নকল আসলের পার্থক্য বোঝা যাবে।

৫. রিভিউ দেখে কেনা

বর্তমানে অনলাইনে হাজার হাজার মানুষ নানান ধরনের জিনিস ক্রয়-বিক্রয় করছে। কিছু অসাধু ব্যবসায়ীরা নতুন নতুন পেজ খুলে ভালো প্রসাধনী দেখিয়ে নকল এবং ভেজাল মিশ্রিত জিনিস বিক্রয় করে। তাই অনলাইন থেকে যেকোনো পণ্য কেনার আগে রিভিউ দেখতে হবে। রিভিউ যত ভালো আসবে ততই ভালো প্রসাধনী পাওয়ার সম্ভাবনা বাড়বে। তবে প্রসাধনী কেনার সময় শুধু ফেসবুক পেজ আছে এমন জায়গা থেকে না কিনে তাদের একটি ভালো মানের ওয়েবসাইট আছে এবং অফিস বা একটা ঠিকানা আছে এমন প্লাটফরম থেকে কেনাকাটা করা উচিত।

৬. প্রোডাক্টের গুণগতমান

বর্তমানে ডিজিটাল যুগ আমাদের জীবনে যতটা সহজলভ্য করেছে ততটাই ক্ষতি করছে। অনলাইনে কেনাকাটার ফলে আমাদের জীবনের সেই আগের দেখেশুনে কেনার আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে। এদিকে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে অনেক অসাধু ব্যবসায়ী তার প্রোডাক্টকে এডিটের মাধ্যমে অল্প মূল্যের জিনিস অধিক মুনাফায় বিক্রি করে। অর্থাৎ আপনাকে যেমনটি দেখাবে তেমনটি নাও  দিতে পারে। এইভাবেই আপনার সাথে ধোঁকা দেবে অনলাইনের কিছু ব্যবসায়ী। আবার অনেকেই আপনার থেকে আগে পেমেন্ট নিয়ে প্রোডাক্ট সেল করবেনা এবং আপনাকে ব্লক করবে।

প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার উপায়

অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারিত হয় অনেকেই তার বেশিরভাগই হয় ফেক আইডির দ্বারা। অনেক ছেলেরা মেয়ে আইডি খুলে অন্যান্য মেয়েদের উদ্বুদ্ধ করে যেকোনো পোশাক বা প্রসাধনী সামগ্রিক কিনতে বলে। আপনি বুঝতেই পারবেন না আপনাকে অনেক ভালো কথা বলে অর্ডার করাবে এবং পেমেন্ট নেওয়ার পর পরই দেখা যাবে আপনাকে পন্য দিচ্ছে না। তাই অবশ্যই অর্ডার করার আগে তার সঙ্গে একবার ফোনে কথা বলতে হবে এবং চুক্তি করে নিবেন প্রোডাক্ট হাতে নেওয়ার পরে পেমেন্ট করবেন। এভাবেই আপনি অনলাইনের অসাধু ব্যবসায়ীদের ফাঁদ থেকে মুক্তি পেতে পারেন।

আমাদের সকলের অনলাইনে প্রসাধনী কেনার আগে একবার হলেও এইসব সবকিছু সম্পর্কে জেনে শুনে তারপর কেনা উচিত। অল্প টাকায় প্রসাধনী কেনার লোভে আমাদের এমন কোনো কিছু কেনা উচিত নয় যার ফলে আমাদের ত্বকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার দেখা দেয়। আধুনিক যুগের সাথে তাল মিলাতে গিয়ে নিজের ক্ষতি করার থেকে নিজেকে বিরত রাখুন।

What do you think?

Written by নুসরাত জাহান

পেশায় একজন নার্স হলেও ইসলামিক বিষয় নিয়ে পড়তে ও লিখতে ভালো লাগে। আমার লেখা থেকে যদি কেউ বিন্দুমাত্র উপকৃত হয় তবেই আমার প্রশান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ডেঙ্গু জ্বরের লক্ষণ

ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং করণীয় সম্পর্কে যা জানা জরুরী

ছোটদের পণ্য কেনার আগে সতর্কতা

ছোটদের পণ্য কেনার সময় লক্ষনীয় বিষয়