in

অনলাইন শপিংয়ের জন্য পাঁচটি টিপস

5 online shopping tips

শপিং করার ধারণাকে আমূল বদলে দিয়েছে অনলাইন শপিং। যা হয়তো দুই দশক আগেও আমরা কল্পনা করিনি, আজ সেটাই করে চলেছি হরহামেশা। অনলাইনে কোনো শপিং সাইটে ক্লিক করে পণ্য কার্টে যোগ করছি, আর দুদিনের ভেতরেই আমাদের বাসায় পৌঁছে যাচ্ছে সেসব পণ্য। হাতে টাকা পেয়ে বিল পরিশোধ করছি। কেনাকাটার অনেক ঝুটঝামেলা ও সময় অপচয় থেকে আমাদের বাঁচিয়েছে অনলাইন শপিং, সে ব্যাপারে তর্কের কোনো অবকাশ নেই। আমরা যা ইচ্ছা তা-ই কিনতে পারছি। তবে এখানে সতর্কতাও কাম্য। যদি সঠিকভাবে পণ্য কেনা না হয়, তাহলে খুব সহজেই অনেক বেশী খরচ হয়ে যেতে পারে। আবার যেসব পণ্য কেনা হবে সেগুলোর গুণগত মানও খারাপ হতে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো অনলাইন মার্কেটপ্লেসগুলোতে এটা অনেক বেশী সত্য। দেশের শীর্ষ ইকমার্স সাইটগুলোতেও সব বিক্রেতারা সমান কোয়ালিটি মেইনটেইন করেন না। ফলে কেউ কেউ ভালো প্রোডাক্ট দিলেও অনেকে ত্রুটিপূর্ণ প্রোডাক্টও সেল করে থাকেন। আপনি যেন সুন্দরভাবে অনলাইনে শপিং করতে পারেন, এ জন্য আমরা আপনার জন্য নিয়ে এসেছি পাঁচটি গুরত্বপূর্ণ অনলাইন শপিং টিপস যা নিশ্চিত করবে আপনার ওয়ালেট যেন ফাঁকা না হয়ে যায়, আবার আপনিও নিম্নমানের পণ্য না কেনেন।

১. সবসময় রিভিউ চেক করবেন

কোনো একটা প্রোডাক্টের ভাল-মন্দ সম্পর্কে প্রাথমিক আইডিয়া পাওয়ার উপায়ই হচ্ছে সেটার রিভিউ পড়া – অর্থাৎ অন্যান্য ক্রেতারা পণ্যটির ব্যাপারে কি মতামত দিচ্ছে। একই পণ্যে পজিটিভ – নেগেটিভ দুই ধরনের রিভিউ-ই থাকতে পারে। আপনি উভয় ধরণের রিভিউ পড়ে পণ্য সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে যাবেন। শুধুমাত্র ফাইভ স্টার রিভিউ না পড়ে ফোর স্টার, থ্রি স্টার, টু স্টার এগুলোও পড়ুন। এই ভারসাম্যপূর্ণ অ্যাপ্রোচ আপনাকে পণ্যের শক্তিশালী ও দুর্বল দিক বুঝতে সাহায্য করবে।

২. পণ্যের দামের তুলনা করুন

কখনো কখনো একই পণ্যের দাম একেক বিক্রেতার কাছে একেক রকম হয়ে থাকে। সাধারণত এটাই বেশী ঘটে। নির্দিষ্ট কোনো পণ্য কেনার আগে আপনি দেখে নিন অন্যান্য শপিং সাইটগুলোতে পণ্যটির দাম কত। এভাবে খুঁজলে আপনি হয়তো পণ্যটি আরো কমেও পেয়ে যেতে পারেন।

৩. নিরাপদ ওয়েবসাইট থেকে অর্ডার করুন

আপনি অনলাইন থেকে যা-ই কিনেন না কেন, অবশ্যই একটি সিকিউরড বা নিরাপদ ওয়েবসাইট থেকেই কিনুন। আপনি ওয়েব অ্যাড্রেসে খেয়াল করে দেখুন সেখানে কি HTTPS না HTTP লেখা। যদি বাড়তি S থাকে তাহলে বুঝে নেবেন, ওয়েবসাইটটি নিরাপদ এবং এনক্রিপ্টেড। অপরিচিত ওয়েবসাইট থেকে কেনার বদলে যেসব অনলাইন রিটেইলারদের আপনি চেনেন এবং বিশ্বাস করেন তাদের থেকে কিনুন। পছন্দের অনলাইন শপিং সাইটগুলো বুকমার্ক করে রাখুন যেন দ্রুত ঢুকতে পারেন।

৪. ডেলিভারি চার্জের দিকে খেয়াল রাখুন

কিছু কিছু অনলাইন শপে একটি নির্ধারিত পরিমাণ টাকার অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়া হয়। আবার কিছু অনলাইন শপ মাত্রাতিরিক্ত ডেলিভারি চার্জ নিয়ে থাকে। অর্ডার দেওয়ার আগে দেখে নিন অর্ডার ট্র্যাক করার সুবিধা আছে কী না। এ ছাড়া পণ্যটি কবে নাগাদ ডেলিভারি হতে পারে সেটাও দেখে নিন।

এ ছাড়া তাদের রিফান্ড পলিসি চেক করুন। অনলাইন শপিং অনেকগুলো জিনিস একসাথে দেখে সেখান থেকে পণ্য কেনার সুবিধা দেয়। কিন্তু এটা অনেক সময় কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। পণ্যে অনেক সময় ত্রুটি পাওয়া গেলে রিফান্ড হবে কী না, কীভাবে রিফান্ড হবে এই বিষয়গুলো আগেই রিফান্ড পলিসি থেকে জেনে নিন যেন পরবর্তীতে সমস্যা হলে ঘাবড়ে যেতে না হয়। কাস্টোমাররা সাধারণত প্রত্যাশা করে ফ্রি-তে তাদের ত্রুটিযুক্ত পণ্য ফেরত নিয়ে নতুন পণ্য দিয়ে যাওয়া হবে। কিন্তু কিছু কিছু সাইট এটার জন্য টাকা চার্জ করে। তাই আগে থেকেই বিষয়টা ক্লিয়ার করে রাখা ভাল। 

৫. নিউজলেটারে সাবস্ক্রাইব করে রাখুন

আপনার প্রিয় অনলাইন শপের নিউজলেটারে সাবস্ক্রাইব করে রাখুন। এসব নিউজলেটারে নতুন কি কি পণ্য আসতে যাচ্ছে, কোন পণ্যে ডিসকাউন্ট চলছে এবং এক্সক্লুসিভ নানা অফার লেখা থাকে। আপনি প্রথমেই যদি অন্যদের আগে কোনো ডিল সম্পর্কে জেনে যান, তাহলে সেটা ব্যাপকভাবে প্রচারিত হওয়ার আগেই আপনি নিজের জন্য কিনে ফেলার ফায়দা পাবেন। এতে অন্যদের চেয়ে তুলনামূলক কম দামেও পণ্যটি পেয়ে যেতে পারেন।

অর্ডার কনফার্ম করার আগে কুপন কোড খুঁজুন। অনেক সময় কুপন কোড ব্যবহার করে বেশ ভালো ডিসকাউন্ট পাওয়া যায়।

What do you think?

Written by শাহেদ হাসান

আমি লেখালেখি করতে বরাবরই ভালোবেসেছি। বর্তমানে গ্রন্থ অনুবাদ ও মৌলিক লেখার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ব্লগেও লেখালেখি করছি। পড়াশোনা করছি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Fresh water crisis and desalination

সুপেয় পানির সংকট এবং সমস্যা সমাধানে ডিস্যালিনেশন

Muslims Can Never be Depressed

কষ্ট ও দুশ্চিন্তা কমানোর উপায়