শপিং সেবা প্লাটফর্মে প্রথমবারের মতো লেখা জমা দিতে যাচ্ছেন? তবে লেখা জমা দেয়ার আগে নিচের কিছু প্রশ্নের উত্তরসহ আমাদের কাছে ই-মেইলে ([email protected]) পাঠিয়ে দিন।
১. আপনি কি লেখালেখির জগতে নতুন? অথবা পুরনো হলে ঠিক কি ধরনের বিষয় নিয়ে লিখতে ভালো লাগে। কোন রেফারেন্স লিংক থাকলে শেয়ার করুন।
২. আমাদের আগ্রহের বিষয় আদর্শ লাইফস্টাইল, স্বাস্থ্য, স্মার্ট গ্যাজেট, ইলেকট্রনিক্স, ধর্মীয় মূল্যবোধ, অর্গানিক ও হারবাল উপকরন এবং এগুলোর প্রয়োগ ও প্রাকৃতিক সমাধান ইত্যাদি। এগুলোর কোনটার বিষয়ে আপনি বেশি আগ্রহী?
৩. লেখালেখি কি শুধুই পেশা নাকি ভালো লাগা বা এটা এক ধরনের নেশা বলেও মনে করেন?