শপিং সেবা সেলসি.কম -এর একটি উদ্যোগ। আমরা বিশ্বাস করি, লেখালেখি, গবেষণা, ইন্টারএ্যাক্টিভ কন্টেন্ট তৈরি করে নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে কনজিউমার বিহ্যাভিয়রের উপর ইতিবাচক প্রভাব ফেলা যায়, যার মাধ্যমে লাইফস্টাইল বদলে ফেলা সম্ভব। লাইফস্টাইলে ইতিবাচক এই পরিবর্তনগুলো আসে ধীরে ধীরে। যারা বিভিন্ন সেক্টরে পজিটিভ চেইঞ্জ নিয়ে কাজ করছেন তাদের কাতারে অংশ নিতে আমাদের এই সামান্য প্রয়াস।