শপিং সেবা প্লাটফর্মে স্বাগত। এটি একটি বিষয়ভিত্তিক ইন্টারঅ্যাকটিভ ব্লগিং প্লাটফরম। এখানে শপিং, কনজিউমারিজম এবং লাইফস্টাইল সংক্রান্ত লেখা, বিশ্লেষণ, রিভিউ ইত্যাদি বিষয় এবং সৃজনশীলতাকে প্রাধান্য দেয়া হয়।
নীতিমালার ও ব্যবহারবিধির তালিকা:
১. বাংলাদেশে প্রচলিত গণমাধ্যম সম্পর্কিত সংবিধানের বিধান, আইন, ও বিধি লঙ্ঘন করে কোনো লেখা, ছবি, ভিডিও প্রকাশ করা যাবে না।
২. গনমাধ্যম বা ওনলাইন মিডিয়া সম্পর্কিত আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন-কানুন লঙ্ঘিত হতে পারে এমন কিছু প্রকাশ করা যাবে না।
৩. অশ্লিল বা নগ্ন ছবি/ভিডিও প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোনো ক্ষুদ্র জাতিসত্তা বা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি, আচার, ভাষা, জীবনযাত্রা ইত্যাদি বিষয়ে অবমাননা করা যাবে না। কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত হতে পারে এমন কিছু প্রকাশ করা যাবে না। অসৎ উদ্দেশ্যে গোপনে তোলা ছবি/ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।
৪. ধর্মীয় ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ অনুসারে কাউকে হেয় করে কোনো মন্তব্য করা যাবে না।
৫. লিঙ্গপরিচয়, বয়স, শ্রেণীপরিচয়, শারীরিক ও মানসিক অক্ষমতা নিয়ে ঘৃণা বা অবমাননামূলক কোনো মন্তব্য প্রকাশ করা যাবে না।
৬. যে কারো প্রতি ব্যক্তিগত অবমাননা, আক্রমণ, নির্যাতন বা বৈষম্যমূলক আচরণ করা থেকে বিরত থাকা।
৮. স্নায়ুবিক চাপ তৈরি করতে পারে এমন কোনো বীভৎস, ভয়ংকর বা অরুচিকর কিছু প্রকাশ করা যাবে না।
১০. অসৎ উদ্দেশ্যে কারো জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর ইত্যাদি প্রকাশ করা যাবে না।
১১. বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইতিহাস, ঐতিহ্য নিয়ে অবমাননা ও কটাক্ষমূলক কিছু প্রকাশ করা যাবে না।
১২. বিতর্কিত বিষয়ে কিছু প্রকাশের জন্য অবশ্যয় উপযুক্ত তথ্য-প্রমাণ উল্লেখ করতে হবে।
১৩. রাজনৈতিক নেতাদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ প্রচার করা যাবে না এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না।
১৪. প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনো কাজের সমর্থনে প্রচারণা চালানো যাবে না।
১৫. কোনো ভাইরাস, স্পাইওয়্যার বা ম্যালওয়ারের লিংক দেয়া যাবে না। হ্যাকিং এবং ক্র্যাকিং করার কোনো সূত্র বা এ সম্পর্কিত কোনো সফটওয়্যারের লিঙ্ক ব্লগে প্রকাশ করা যাবে না। হ্যাকিং বা ক্র্যাকিংয়ে উৎসাহ দিয়ে কোনো লেখা প্রকাশ করা যাবে না।
১৭. কোনো ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক লেখা দেওয়া যাবে না
১৮. ধূমপান, মাদক ও নেশাকে উৎসাহিত করে কোনো বিজ্ঞাপনমূলক লেখা, ছবি বা ভিডিও প্রকাশ করা যাবে না।
১৯. অন্য উৎস থেকে সরাসরি লেখা বা লেখার অংশবিশেষ প্রকাশ করতে হলে লেখার উৎস ও লেখকের নাম উল্লেখ করতে হবে। স্বত্ব সংরক্ষিত লেখার ক্ষেত্রে ব্লগে প্রকাশের আগেই প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।
২০. কপিরাইট আইন ভঙ্গ করে কোনো ছবি, তথ্য, ভিডিও, লেখা প্রকাশ করা যাবে না। শপিং সেবা কর্তৃপক্ষ ব্লগে প্রকাশিত কোন কিছুর স্বত্ব দাবি করে না। তবে প্রকাশিত পোস্ট প্রয়োজনে অনুমতি সাপেক্ষে ব্যবহৃত হতে পারে।
২১. ব্লগে প্রকাশিত পোস্ট ও মন্তব্যে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে তার দায় ব্লগারকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। আইন লঙ্ঘনের পরবর্তী দায়দায়িত্বও তার ওপরই বর্তাবে।
নীতিমালা লঙ্ঘিত হলে:
১. ব্লগ সম্পর্কিত যেকোন অসংলগ্নতা লক্ষ্য করলে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। এ বিষয়ে কোনো পোস্ট না দিয়ে ব্লগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাই উত্তম। ব্লগ কর্তৃপক্ষ অভিযোগ পর্যালোচনা করে নীতিমালা অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করবে।
২. বার বার ব্যবহারবিধি ও নীতিমালা ভঙ্গ করলে বা ব্লগ সংশ্লিষ্ট যেকোন অপরাধের পুনরাবৃত্তি ঘটালে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে।
৩. কর্তৃপক্ষ যে কোনো ব্লগ ও ব্লগারকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল করার অধিকার রাখে।
শপিং সেবা কর্তৃপক্ষ যে কোনো সময় নীতিমালা ও ব্যবহারবিধি পরিবর্তনের অধিকার রাখে