in

CuteCute LoveLove LOLLOL OMGOMG

অনলাইন শপিং এর সুবিধা এবং কিছু সতর্কতা

অনলাইন-শপিং

প্রযুক্তির উন্নয়নে আজ মানুষের জীবন মানেরও অনেক উন্নতি হয়েছে। তাই আজ প্রচণ্ড ভিড় ঠেলে কেনাকাটার অসুবিধা নাই বললেও চলে। ই-কমার্স এর সুবিধা এখন সবাই পেতে আগ্রহী। অনলাইন শপিং এর কথা এখন কেনা জানে!

ই-কমার্সের প্রতিষ্ঠান গুলোতে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিস পাওয়া যায়। যেমন কাপড়-চোপড়, কসমেটিক, জুয়েলারি, সোনা বা ডায়মন্ড গহনাগাঁটি, ইলেকট্রনিক্স ও স্মার্ট গ্যাজেট, সাংসারিক সকল জিনিস এমনকি কাঁচাবাজার, মাছ, মাংসসহ সব কিছু। এতে করে একজন মানুষ এখন ঘর থেকে বের না হয়েই তার প্রয়োজনীয় সকল জিনিস হাতে পেয়ে যাচ্ছেন।

এখন তো প্রায় শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে এই অনলাইনে কেনাকাটা ধুম। বিভিন্ন কারণে মানুষ অনলাইনে কেনাকাটা করে থাকে। আজকে আমি এই পোষ্টের মাধ্যমে তুলে ধরবো অনলাইনে কেনাকাটার কি কি সুবিধা রয়েছে। যার কারনে এটি এতো জনপ্রিয় হয়ে উঠেছে।

১/ স্বল্প সময়ে শপিং সুবিধা

কর্মব্যস্ত জীবনে আমরা খুব কম সময় পাই কেনাকাটা করার জন্য। যদিও বা সময় ম্যানেজ হয় তবুও, বিভিন্ন পরিস্থিতির কারনে, এই সময়ের মধ্যে তালিকায় থাকা সকল কেনাকাটা করা সম্ভব হয় না।

অথচ ঘরে বসেই আপনার তালিকার জিনিসগুলো ওয়েবসাইট ভিজিট করে বা বিভিন্ন পেজ থেকে কয়েকটা ক্লিক করে অর্ডার করতে পারেন। এতে করে আপনার সময় লাগবে মাত্র কয়েক মিনিট। অনলাইনে আপনার সারা মাস বা সারা বছরের সকল কেনাকাটা আপনি অল্প সময়েই করে ফেলতে পারেন।

২/ গাড়ি ভাড়া এবং যানযট এড়ানোর সুবিধা

বিভিন্ন উৎসব, যেমন ঈদের সময় কেনাকাটার জন্য বাহিরে বের হলে এক দিকে গাড়ি ভাড়া দ্বিগুণ গুনতে হয়। আবার অন্যদিকে, রাস্তাঘাটে যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়। সেই সাথে মার্কেটে লোকজনের ভিড়ে সঠিক পন্য কেনা সম্ভব হয় না।

আপনি এই সময়ে ঘড়ে বসে আরামের সাথে আপনার ঈদের সকল কেনাকাটা করতে পারেন অনলাইনে। এতে দ্বিগুন গাড়ি ভাড়াও গুনতে হয় না আবার যানযটের ভোগান্তিও পোহাতে হয় না।

৩/ পণ্যের মূল্য যাচাই সুবিধা

বাজারে পণ্য কিনতে গিয়ে অনেক সময় দামাদামি করতে না পারার কারণে অথবা সঠিক দাম না জানার কারনে, নির্ধারিত মূল্যের বেশি দিয়ে পণ্য কিনতে হয়। কেননা, অল্প সময়ে সব দোকানে গিয়ে দাম জানার উপায় থাকে না।

অনলাইনে কোন পণ্য কেনার সময় পণ্যের মূল্য যাচাই করার বিশাল সুবিধা রয়েছে। এতে করে দামাদামির ঝামেলা ছাড়াই, মাত্র কয়েকটি ওয়েবসাইট ভিজিট করলেই আপনি পণ্যের দামের তুলনামূলক চিত্র পেয়ে যাবেন এবং তুলনামূলক কম দামে কিনতে পারবেন। তাছাড়া অনলাইনে অফার মূল্যে কেনাকাটা করার সুবিধা অফলাইনের থেকে বেশি থাকে।

৪/ রিভিউ দেখে পণ্যের মান যাচায়ের সুবিধা

যেকোন পণ্য কেনার আগে সেই পণ্য লিখে গুগলে সার্চ করলেই অনেক রিভিউ পাওয়া যায় যার মাধ্যমে কেনার আগেই পণ্যের ভালোমন্দ বুঝে নেয়া সম্ভব। এছাড়া যে ওয়েবসাইট থেকে কিনবেন সেখানে পূর্বের ক্রেতার রিভিউ দেখে পণ্যের মান সম্পর্কে ধারনা পাওয়া যায়।

৫/ ২৪ ঘন্টা কেনাকাটার সুবিধা

আমরা বেশিরভাগ মানুষই দিনের বেলা কর্মব্যস্ত থাকি। ক্লান্ত হয়ে বাসায় ফিরে আবার শপিংয়ের উদ্দেশ্যে বের হওয়া আজকাল একরকম অসম্ভবই হয়ে দারিয়েছে। তাই অফিস থেকে ফিরে ঠাণ্ডা মাথায় অনলাইনে অর্ডার প্লেস করে দিন। ঠিক পরের দিন অথবা সর্বোচ্চ ১ থেকে ৩ দিনের মধ্যে পণ্য আপনার ঠিকানায় পৌছে যাবে। কাঁচা বাজার বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে হয়ত ৩০ মিনিট থেকে ২ ঘন্টার মধ্যে পণ্য হাতে পাওয়া সম্ভব।

৬/ ডেলিভারি সুবিধা

বাজার করা যেমন কষ্টকর তার চেয়েও বেশি কষ্টকর হলো বাজার গুলো বয়ে বাসা পর্যন্ত নিয়ে আসা। অন্যদিকে এখন দেশের যে-কোনো প্রান্ত থেকে অনলাইনে কেনাকাটা করলে আপনি হোম ডেলিভারির সুবিধা পাবেন। এখন বেশিরভাগ ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ ঘন্টায় সারা দেশ পণ্য হোম ডেলিভারি করে থাকে। এতে করে আপনার ক্রয় করা পন্য অল্প সময়ে হাতে পেয়ে যাচ্ছেন।

পরিশেষে বলা যায়, আপনি যদি লেখাটি মনযোগী হয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন অনলাইনে কেনাকাটার করার সুবিধা গুলো কি। তাই সবাই যখন অনলাইনে কেনাকাটার আনন্দে মেতে উঠেছে, তখন আপনি কেন নন? সকল ঝামেলা মুক্তি দিয়ে আজ থেকেই আপনার সকল কেনাকাটা অনলাইনে করতে পারেন।

কিছু সতর্কতা

প্রথমত যাচাই করা প্রয়োজন যে ওয়েবসাইট থেকে পণ্য কিনছেন তাদের গ্রহণযোগ্যতা কতটুকু। ক্রেতা যদি শুধুমাত্র একটি ফেসবুক পেজ খুজে বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করে, তবে তাদের বিষয়ে অধিক সতর্ক হওয়া প্রয়োজন। ওয়েবসাইট বা পেজে অফিসের ঠিকানা আছে কিনা, ফেসবুক ও গুগলে রিভিউ কেমন ইত্যাদিও গুরুত্বপূর্ণ। আর অপরিচিত বা কম জনপ্রিয় সাইটে এ্যাডভান্স পেমেন্ট দেয়ার ক্ষেত্রে অবশ্যয় বেশি সচেতন থাকতে হবে।

আরেকটি বিষয় হলো কিছু ই-কমার্স ওয়েবসাইটে একই পণ্যের অনেক এন্ট্রি দেখতে পাবেন যেখানে দামের পার্থক্য দেখেও আকাশ থেকে পরতে পারেন। এক্ষেত্রে অতিরিক্ত কম দাম দেখে ফাঁদে না পড়াই ভালো। বেশিরভাগ ক্ষেত্রেই এসব পণ্য ক্রেতারা ডেলিভারি দিতে পারেনা অথবা মানসম্মত পণ্যটি না পাওয়ার সম্ভাবনা বেশি। অতিরিক্ত ডিসকাউন্টের বিষয়েও একই রকম সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

বাজারে যেমন অসাধু ব্যবসায়ী রয়েছে, তেমনি ই-কমার্স সেক্টরেও কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে। তাই অনলাইন কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইট/পেজ টি যাচাই করা আপনার দায়িত্ব।

What do you think?

Written by নুসরাত জাহান

পেশায় একজন নার্স হলেও ইসলামিক বিষয় নিয়ে পড়তে ও লিখতে ভালো লাগে। আমার লেখা থেকে যদি কেউ বিন্দুমাত্র উপকৃত হয় তবেই আমার প্রশান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Third Party iPhone Charger

থার্ড পার্টি আইফোন চার্জারঃ কেনার আগে জানা দরকার

ডিপ্রেশন

ডিপ্রেশন রোগ নির্ণয় করার কিছু সহজ উপায়