গুগলের কাজের পরিধি সম্পর্কে অনেকেরই ভালো ধারণা আছে। না থাকলে এখনই জেনে নিন। সাধারণ সার্চের বাহিরেও গুগলে যে আরো কত কিছু করার সুযোগ আছে তা অবশ্য এই পোস্ট থেকে কিছুটা ধারনা পেতে পারেন। অভ্যস্ত হতে পারলে গুগলের এই টুলসগুলো আপনার বাস্ত জীবনকে অনেকখানি সহজ করে দিতে পারে। ফেসবুক যেমন বলতে পারে আমি সবাইকে চিনি! উইকিপিডিয়া যেমন সব জানে! গুগল তেমনই সব বের করে দিতে পারে! ইন্টারনেট বিশ্বের এই তিন বিষ্ময় বাস্তবে দুনিয়ার অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারে। এদের কাজের বৈচিত্র দেখে প্রতিনিয়তই অবাক হতে হয়। বিগ ডাটা শব্দটি হয়ত অনেকেই শুনেছেন। কিন্তু এদের ডাটা এবং কাজের ভলিউম এতটাই বিগ বা বড় যা আমাদের কাছে একটা বিষ্ময়ই বটে। এই পোস্টে গুগল সার্চের বাড়তি কিছু কাজ সম্পর্কে আলোচনা করা হবে যা হয়ত অনেকেরই আগে জানা ছিলনা।
দৃশ্যকল্প: ধরুন আপনি
সেলসি.কম -এ ফুড সাপ্লিমেনটারি জাতীয় কোন পণ্য কিনতে গিয়ে পানাসিয়া (panacea) নামে একটি শব্দ পেলেন কিন্তু তার অর্থ আপনার জানা নেই। ভাবছেন পানাসিয়া কি একটা শব্দ! কি করবেন?
গুগল সমাধান: গুগল সার্চে গিয়ে লিখুন (define: panacea)। বাস হয়ে গেল। পানাসিয়া শব্দের অর্থ চলে আসবে। এভাবে যেকোন শব্দের আগে define লিখে কোলন দিয়ে এন্টার দিলেই ঐ শব্দের অর্থ পাওয়া যাবে। এছাড়া নিচে সেই শব্দের আরো অর্থ এবং বিস্তারিত তথ্যের লিংকও চলে আসবে।
দৃশ্যকল্প: আপনি একটি উদ্ধৃতি বা কোট হুবুহু জানতে চান এবং উদ্ধৃতিটি কার তা জানতে চান কিন্তু সাধারণ উপায়ে গুগলে সার্চ দিলে তা নাও দেখাতে পারে।
গুগল সমাধান: তার জন্য সহজ উপায় হলো যে উদ্ধৃতিটি দেখতে চান সেটি বা কাছাকাছি কোন বাক্য লিখতে শুরু করুন। আশা করা যায় বাকি অর্ধেক গুগলই লিখে দিবে। এরপর সেই বাক্যটি ইনভাইটেড কোমা দিয়ে এন্টার চাপুন। যেমন নিচে লেখা হয়েছে “Happiness is not in money, but in shopping”। এটি লেখার সাথে সাথে মেরিলিন মনরোর নামসহ উদ্ধৃতিটির উৎস চলে এসেছে।
দৃশ্যকল্প: আপনি ত্বক ফর্সাকারী ক্রিম অনুসন্ধার করছেন। কিন্তু কোন কারণে মেড ইন থাইল্যান্ডের রং ফর্সাকারী ক্রিমগুলো হয়ত আপনার পছন্দ না। তাই সেটা বাদ দিতে চাচ্ছেন। কি করবেন?
গুগল সমাধান: সার্চ বক্সে লিখুন Brightening cream in Bangladesh -Thailand. তাহলেই মেড ইন থাইল্যান্ড পণ্যগুলো আর আসবে না।
দৃশ্যকল্প: ডিএসএলআর ক্যামেরা কেনার আগে এর দাম নিয়ে রীতিমতো গবেষণা করছেন। কোন ব্র্যাণ্ডের কিনবেন, কত রেসুলোশনের, কত দামেরটা কিনবেন ইত্যাদি ইত্যাদি।
গুগল সমাধান: ক্যামেরা কেনার আগেই গুগলে এক দফা গবেষণা সেরে নিতে পারেন। প্রথমে ক্যামেরার নামটি লিখুন। তারপর দাম কত থেকে কত তা দিয়ে দিন। যেমন Canon DSLR Camera $500–$1000. উল্লেখ্য যদি অ্যামাজন বা ইবে থেকে কিনতে চান তাহলে এভাবে ডলার সাইন ব্যবহার করুন। কিন্তু বাংলাদেশে ডিএসএলআর ক্যামেরার দাম উল্লেখ করার সময় এভাবে লিখতে পারেন Canon DSLR tk.30000–tk.60000. তাহলেই ৩০০০০ হাজার থেকে ৬০০০০ হাজার টাকার মধ্যে যেসব ডিএসএলআর ক্যামেরা রয়েছে সেগুলো চলে আসবে।
দৃশ্যকল্প: ব্যাস্ত সময়ে আপনি হয়ত শাওমী ব্র্যান্ডের একটি স্মার্টওয়াচের পোস্ট দেখেছেন ফেসবুকে এবং ঘড়িটি আপনার ভালো লেগেছিল। কিন্তু পরবর্তীতে আর কোনভাবেই শাওমী ব্র্যান্ডের সেই স্মার্টওয়াচটির মডেল আর খুজে পাচ্ছেন না। উপায় কি??
গুগল সমাধান: সার্চ বক্সে লিখুন Site: Cellsii.com Xiaomi Smart Watch. এভাবে যেকোন নির্দিষ্ট ওয়েবসাইটের পণ্য অথবা লেখা খুব সহজেই খুজে বের করা যায়।
দৃশ্যকল্প: শপিং করতে খুব পছন্দ করেন। কিন্তু হিসাব-নিকাশ খুব কাঁচা। সাধারণ কোন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে গেলেও ক্যালকুলেটর লাগে। কি করণীয়?
গুগল সমাধান: সাধারণ হিসাব-নিকাশ থেকে শুরু করে জটিল অংকের কাজও করা যায় গুগলে। Google Calculator টাইপ করে এন্টার দিন।
দৃশ্যকল্প: আপনি হয়ত বিদেশী কোন ওয়েবসাইটে অর্ডার করতে চাচ্ছেন। পণ্য নির্বাচনের পর কার্টে যোগ করে রেখেছেন কিন্তু সেখানে মুদ্রা হিসেবে ডলার দেয়া আছে। কিন্তু নির্দিষ্ট পরিমাণ ডলারের বিপরীতে ঐ সময়ে বাংলাদেশী টাকার হিসাবটা জানা প্রয়োজন। যদিও আমেরিকান ডলারের হিসেব আমাদের প্রায় জানা আছে। কিন্তু এক হাজার ইউএস ডলারে ঠিক ঐ সময় কত বিডিটি হতে পারে সে সম্পর্কে আপনার জানা প্রয়োজন।
গুগল সমাধান: মুদ্রা রুপান্তর বা ক্যারেন্সি কনভার্সনের কাজও করা যায় গুগলে। এর জন্য কোন সাইটে যেতে হবে না। সার্চ বক্সেই লিখে দিন “USD to BDT”. বাস, মুদ্রা রুপান্তরের উপায় এসে হাজির হবে।
দৃশ্যকল্প: এত লম্বা লেখা পড়তে পড়তে ক্লান্ত হয়ে পরেছেন? মুড ফিরিয়ে আনার জন্য বন্ধুদের একটু চমকে দেয়া দরকার। কিভাবে!
গুগল সমাধান: বন্ধুদের চমকে দেয়ার জন্য এটি দারুন একটা জিনিস। শুধু লিখুন “do a barrel roll”. বাকিটা আর লিখলাম না, ছবিও দিলাম না। নিজে পরিক্ষা করে দেখুন গুগল পেজে কি হয়।
GIPHY App Key not set. Please check settings