in ,

AngryAngry CryCry

২০ হাজার টাকায় বাজেট পিসি বিল্ড

বাসা ও অফিসের জন্য সেরা বাজেট পিসি

বাজেট পিসি

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হেভি ইউজার নন। স্বল্প বাজেটের মধ্যে নানা অফিশিয়াল ও টুকিটাকি ব্রাউজিংয়ের কাজ করার জন্য তারা কম্পিউটার খোঁজেন। তাদের বাজেট থাকে ১৫-২০ হাজার টাকা। তবে এই বাজেটে মিড রেঞ্জের পিসি বিল্ড করা প্রায় অসম্ভব কাজই বটে। ফলে যারা এই রেঞ্জে পিসি বিল্ড করতে চান, তাদের অনেকে প্রোসেসরের দামটা কাট করার জন্য পুরোনো জেনারেশনের প্রসেসর দিয়েই পিসি বিল্ড করেন। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ জেনারেশনের সিপিইউগুলোই সাধারণত তারা ব্যবহার করেন। বড় বড় কম্পিউটারের দোকানগুলোতে এই বাজেট রেঞ্জে নতুন কম্পিউটারের দেখা মেলে না অনেক সময়। তবুও যারা এই দামের মধ্যেই চলনসই নতুন পিসি কিনতে চান তাদের জন্যই এই লেখাটা। তাহলে চলুন শুরু করা যাক।

১. সিপিইউ

AMD Athlon 200GE AM4 Socket Desktop Processor with Radeon Vega 3 Graphics – 7000TK

এটি একটি ১৪ ন্যানোমিটারের প্রসেসর, যার আছে ২টি কোর এবং ৪টি থ্রেড। এর টিডিপি মাত্র ৩৫ ওয়াট। এতে আছে ৪ মেগাবাইটের L3 ক্যাশ মেমোরি। এতে সর্বোচ্চ ২৬৬৬ MHz-এর DDR4 র‌্যাম ব্যবহার করা যাবে। এতে ইন্টিগ্রেটেড জিপিইউ হিসেবে Vega3 iGPU রয়েছে। ফলে টুকিটাকি ভিডিও এডিটিংসহ গ্রাফিক্সের অন্যান্য কাজ স্বাচ্ছন্দ্যে করা যাবে। এই প্রসেসরের জন্য লাগবে AM4 সকেটযুক্ত মাদারবোর্ড। এখানে A520, B450 ইত্যাদি মাদারবোর্ড ব্যবহার করা যাবে।

২. মাদারবোর্ড

Gigabyte GA-A320M-S2H – 5000TK

২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড করতে চাইলে সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই মাদারবোর্ডটি। এটি নবম জেনারেশনের প্রসেসরগুলোও সাপোর্ট করে, ফলে এই মাদারবোর্ডটা হবে ফিউচার প্রুফ। কেন আমরা এই মাদারবোর্ডটাই ব্যবহার করছি?

  • ৯ম জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে
  • ডুয়াল চ্যানেল নন-ইসিসি আনবাফারড DDR4
  • 8-Channel এইচডি অডিও ক্যাপাসিটার
  • অ্যান্টি-সালফার প্রতিরোধক ডিজাইন

মাদারবোর্ডটির দাম বাজারে ৫০০০ টাকা।

৩. র‌্যাম

Corsair 8GB Vengeance LPX DDR4 – 2500TK

র‌্যামের জগতে Corsair Vengeance সিরিজের র‌্যাম বেশ প্রশংসিত। অনেক ইউটিউবার এবং পিসি বিল্ডার এই র‌্যাম ব্যবহার করে থাকেন। এই র‌্যামের ক্ষেত্রে প্রায় শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায়, আপনি ব্লু স্ক্রিন ডেথ সমস্যায় পড়বেন না। র‌্যামটির দাম ২৫০০ টাকা।

৪. কুলার

Ultra ux100 argb cpu cooler – 900TK

এই কুলারটা দেখতে বেশ সুন্দর, RGB লাইটিংও পেয়ে যাচ্ছেন মাত্র ৯০০ টাকার ভেতর। এ ছাড়া আপনার বাজেট বেশী থাকলে ১৫০০-১৭০০ টাকার ভেতর থার্মালটেকের সিপিইউ কুলারগুলো পেয়ে যাবেন।

৫. কেসিং

Value-Top VT-V100CW Mid Tower Micro-ATX Casing – 2700TK

ভ্যালু টপের এই কেসিংটা বেশ স্লিক এবং মিনিমাল ডিজাইনের দিক দিয়ে। যারা লাইট ইউজার আছেন তাদের কাছে কেসিংটা বেশ পছন্দ হবে ইনশাআল্লাহ। এই কেসিংয়ে MicroATX মাদারবোর্ডগুলো সাপোর্ট করে। এতে বিল্ট-ইন হিসেবে ২০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকছে। আর থাকছে পেছনে একটা ৮ সেমি ফ্যান, একটা টাইপ সি পোর্ট, একটা ইউএসবি থ্রি পোর্ট, আরেকটা ইউএসবি টু পোর্ট।

৬. এসএসডি

Gigabyte 120GB Solid State Drive (SSD) – 1500TK

এটা একটা SATA এসএসড্রাইভ। এর ইন্টারফেস SATA III, ট্রান্সফার স্পিড ৬.০ জিবি/স, ফর্ম ফ্যাক্টর ২.৫ ইঞ্চি। রিডিং স্পিড ৫০০ মেগাবাইট/সে, রাইটিং স্পিড ৪০০ মেগাবাইট/সে।

ব্যস, আমাদের পিসি বিল্ড শেষ। এই পিসিটা মূলত কাদের জন্য? যারা কম্পিউটারে বেসিক ধরণের কাজ করতে চান, অফিসের টুকিটাকি কাজ করতে চান, হালকা ছবি এডিট করতে চান ফটোশপে, নেট ব্রাউজিং করতে চান, দোকানের হিসাবনিকাশের কাজ সহ মোটামোটি সবার জন্যই বাজেটের ভেতর বেশ আদর্শ একটা পিসি বলা যায় একে। সব মিলিয়ে পিসিটির দাম পড়ছে ১৯৬০০ টাকা। আপনারা দোকানে কিনতে গেলে মোটামোটি এই দামের আশেপাশে পেয়ে যাবেন। GIGABYTE GA-A320M-S2H মাদারবোর্ডটি সব জায়গায় এই মূহুর্তে এভেইলেবল না, সে ক্ষেত্রে আপনি BIOSTAR A520MH DDR4 AMD AM4 Micro ATX Motherboard-টাও নিতে পারবেন। র‍্যামের ক্ষেত্রে ৮ জিবি না নিয়ে 2666MHz এর দুটো 4GB Stick নিলে বেশ ভালো পারফর্মেন্স পাবেন ডুয়াল চ্যানেল সুবিধার জন্য ইনশাআল্লাহ।

What do you think?

Written by শাহেদ হাসান

আমি লেখালেখি করতে বরাবরই ভালোবেসেছি। বর্তমানে গ্রন্থ অনুবাদ ও মৌলিক লেখার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ব্লগেও লেখালেখি করছি। পড়াশোনা করছি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

PCOS Natural Treatment

৫টি খাবার যা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রন করবে পিসিওএস এর উপসর্গ

সুপার-ফুড

সুপার ফুড কী? সুপার ফুডের উপকারিতা