in

ছোটদের পণ্য কেনার সময় লক্ষনীয় বিষয়

ছোটদের পণ্য কেনার আগে সতর্কতা

ছোট সোনামনিদের আমরা কে না ভালোবাসি! তাই ছোটদের আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপহার বা দরকারি জিনিসপত্র কিনে দিয়ে তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। বাচ্চারা যেটা পছন্দ করে সবাই চায় সেটাই বাচ্চাকে উপহার দিতে। কিন্তু ছোটদের জিনিষপত্র কেনার ক্ষেত্রে আমাদের কি কি লক্ষ্য রাখতে হবে তা জানা উচিত সকলেরই।

পণ্যটির গুনগত মান

ছোটদের জিনিষপত্র কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জিনিসটির গুনগত মানের দিকে বিশেষ নজর রাখতে হবে। ছোট বাচ্চাদের খাবার কিংবা প্রশাধন সামগ্রী যেমন, লোশন, সাবান, শ্যাম্পু, তেল,পাউডার এধরনের জিনিস হলে অবশ্যই আপনাকে মেয়াদের তারিখ লক্ষ্য রাখতে হবে। পণ্যটি ব্যবহারে আপনার বাচ্চার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে কিনা বিশেষ নজর রাখতে হবে সেদিকে। ছোট সোনামনিদের শরীর অসুস্থ হতে পারে এমন খাবার জিনিস কেনা থেকে বিরত থাকুন। অনেক সময় বাচ্চাদের আবদার মেটানোর জন্য আমরা অজান্তেই বাচ্চার হাতে তুলে দেই রং বেরঙের খাবার। কিন্তু রং যুক্ত খাবার বাচ্চাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলে। মুখরোচক খাবার হোক বা প্রশাধন সামগ্রী আপনার ছোট বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে ক্রয় করতে হবে।

খেলার ছলে বার্বি ডল নিয়ে খেলতে থাকা একজন মেয়ে শিশুর মনে তার বিরূপ প্রভাব পরে। কারন, এক ধরনের বিকৃত মানসিকতাকে পুঁজি করে বার্বি ডলের দৈহিক আকৃতি দেয়া হয় যা যৌন আবেদনময়ী। অধিকাংশ বার্বি ডল অর্ধনগ্ন কাপড়ে থাকে যার মাধ্যমে একজন মেয়ে শিশুকে অবচেতন মনে বার্তা দেয়া হয়, বার্বির মতো যৌন আবেদনময়ী হতে। সামাজিক মূল্যবোধ ধ্বংসে বার্বি ডল সম্পর্কে রাহিমা নামে এক ইরানি নারী বলেন – I think every Barbie doll is more harmful than an American missile – BBC, March-2002।

ছোটদের পোষাকের ব্যাপারে সতর্কতা

দোকানে হরেক রকমের ছোটদের কাপড় দেখলেই মন চায় নিজের বাচ্চার জন্য কিনে নিতে। কিন্তু কাপড় কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।

  • আপনার কেনা কাপড় আপনার ছোট বাচ্চার জন্য কতটা উপযোগী।
  • বিশেষ করে ছোটদের কাপড় কেনার ক্ষেত্রে বাচ্চার জন্য আরামদায়ক এবং স্বাচ্ছন্দ বোধ করবে সেদিকে লক্ষ্য রাখুন।
  • আবহাওয়া উপযোগী কাপড় কিনতে হবে।
  • কাপড়ের থেকে রং উঠে আপনার বাচ্চার শরীরে কোনো চর্ম রোগের কারণ হবে কিনা সেদিকে লক্ষ্য রাখুন।
  • ছোটদের চাকচিক্য ধরণের পোশাক কেনা থেকে বিরত থাকুন।

ছোটদের জন্য নিরাপদ পণ্য ক্রয়

ছোট সোনামনিদের জন্য আপনি যে জিনিস কিনছেন তা কতটুকু টেকশই বা আপনার বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা অবশ্যই যাচাই করতে হবে। ছোট বাচ্চারা খেলনা প্রচুর পছন্দ করে, তাই আপনার বাচ্চার আঘাত লাগতে পারে এমন কোনো খেলনা না কেনা। খেলনার গায়ে আঁচড় লেগে আপনার বাচ্চার শরীরে কেটে যেতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

ছোটদের মনে বিরূপ প্রভাব পরে এমন পণ্য না কেনা

অনেক সময় খেলনা হিসেবে ছোটদের বন্দুক, ছুরি, তলোয়ার, দা, বটি এসব জিনিস আমরা বাচ্চাদের খেলার জন্য কিনে থাকি। এসব পণ্যগুলো আমাদের অজান্তেই বাচ্চাদের মনে বিরূপ প্রভাব ফেলে। কাজেই এমন কোনো খেলনা কিনে দেয়া উচিত না যা আপনার বাচ্চার অবচেতন মনে ছোটবেলা থেকেই নেতিবাচক প্রভাব বিস্তার করা শুরু করে। ছোটদের মনের দিক বিবেচনা করে আপনার ক্রয়কৃত পণ্যটি নির্বাচন করুন।

বার্বি ডল সম্পর্কে সচেতন হোন

শিশুদের অবচেতন মনে ছোট থেকেই নানা স্বপ্নের জ্বাল বুনা শুরু হয়। বড় হয়েও যার প্রভাব থেকে যায়। ধর্মীয়, সামাজিক এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিটাও তৈরি হয়ে ছোটবেলা থেকেই। খেলার ছলে বার্বি ডল নিয়ে খেলতে থাকা একজন মেয়ে শিশুর মনে তার বিরূপ প্রভাব পরে। কারন, এক ধরনের বিকৃত মানসিকতাকে পুঁজি করে বার্বি ডলের দৈহিক আকৃতি দেয়া হয় যা যৌন আবেদনময়ী। অধিকাংশ বার্বি ডল অর্ধনগ্ন কাপড়ে থাকে যার মাধ্যমে একজন মেয়ে শিশুকে অবচেতন মনে বার্তা দেয়া হয়, বার্বির মতো যৌন আবেদনময়ী হতে।

সামাজিক মূল্যবোধ ধ্বংসে বার্বি ডল সম্পর্কে রাহিমা নামে এক ইরানি নারী বলেন – I think every Barbie doll is more harmful than an American missile – BBC, March-2002।

ছোটদের বয়স অনুযায়ী পণ্য নির্ধারণ

ছোটদের জিনিসপত্র কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার বাচ্চার বয়সের দিকটা। কারণ সব বয়সী বাচ্চারা একই খাবার খায় না কিংবা সব বয়সী বাচ্চারা একই কাপড় পরে না। আপনার কেনা পণ্যটি আপনার বাচ্চার জন্য কতটা উপকারী সেটা নির্বাচন করুন। ছোটদের জিনিসপত্র কেনাকাটার জন্য আজকাল বিভিন্ন ধরনের বেবি কর্ণার বা কিডস সপ শহরের মাঝে দেখতে পাবেন। শপগুলোতে সকল বয়সী বাচ্চার বয়সের দিকটা খেয়াল রেখে পন্য সাজিয়ে রেখেছে। আর অনলাইনে অনেক শপ আছে যাদের ওয়েবসাইটে বয়স অনুযায়ী বিভিন্ন পণ্যের ফিল্টার করার সুবিধা আছে। তাদের উপযোগী জিনিসটি এখান থেকেও ক্রয় করতে পারেন। কোন বয়সের বাচ্চার জন্য কোন পণ্যটি পারফেক্ট হবে সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে।

সাধ্যের মধ্যেই জিনিস ক্রয়

আপনার যতটুকু সামর্থ্য তার মধ্যেই আপনার বাচ্চার জন্য যেকোনো জিনিস কেনার চেষ্টা করবেন। প্রতিযোগিতার এই যুগে অনেকেই আছেন যারা অন্যের বাচ্চার দেখাদেখি দামী কোনো পণ্য কিনতে গিয়ে সাধ্যের অতিরিক্ত খরচ করে ফেলেন। ব্যয়বহুল জিনিস ক্রয় করে অনেক সময় আপনার বাচ্চার উপকারের চেয়ে ক্ষতির কারণ তৈরি করে ফেলছেন নিজের অজান্তেই। সাধ্যের বাইরে জিনিস কিনে দিতে দিতে বাচ্চাদের কম দামী জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এর ফলে বাচ্চা জেদি বা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই সাধ্য অনুযায়ী বাচ্চাকে জিনিসপত্র কিনে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

ছোটদের মেধা বিকাশে সহায়ক পণ্য

ছোটদের মেধা বিকাশের জন্য পুষ্টিকর খাবার ক্রয়ের পাশাপাশি বই কিনে উপহার দিতে পারেন। বাচ্চাদের খেলার ছলে পড়ানোর জন্য কিংবা উপহার সামগ্রীর মধ্যে মেধা বিকাশের সহায়তা করে এমন উপকরণ থাকা উচিত। ছোটদের গল্পের বই, সাধারণ জ্ঞানের বই, নিয়মাবর্তীতা শেখানোর কৌশল জনক বই উপহার দিতে পারেন। এতে ছোট থেকে বাচ্চাদের পড়ার উপর আগ্রহ তৈরি হবে যা ভবিষ্যত প্রজন্মের জন্য কল্যাণকর। ছোটদের মেধা বিকাশের সহায়তা করতে বাজারে সহযোগী মূলক যে কোনো পণ্য কিনতে বিশেষ খেয়াল রাখুন। মনে রাখবেন আপনার ছোট বাচ্চা আগামীর ভবিষ্যৎ তাই পণ্য কেনার আগে যাচাই করে কিনুন।

ছোটদের উপহার দিতে কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। ছোটদের জিনিসপত্র কেনাকাটার জন্য আপনাকে সকল দিক বিবেচনা করতে এই আর্টিকেলটি সাহায্য করবে। ছোটদের পণ্য ক্রয় করার আগে সম্পূর্ণ এই আর্টিকেলটা আপনি একবার হলেও পড়ে নিতে পারেন।

একজন সচেতন মানুষ হিসেবে বাচ্চাদের সকল জিনিসের প্রতি আপনাকে অবশ্যই গভীর বিবেচনা করে কেনাকাটা করা উচিত। তাই আজ থেকেই আপনার সোনামণির জন্য সকল ক্ষতিকর জিনিস থেকে বিরত রাখুন এবং দেখে শুনে ভালো জিনিসটাই কিনুন।

What do you think?

Written by নুসরাত জাহান

পেশায় একজন নার্স হলেও ইসলামিক বিষয় নিয়ে পড়তে ও লিখতে ভালো লাগে। আমার লেখা থেকে যদি কেউ বিন্দুমাত্র উপকৃত হয় তবেই আমার প্রশান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Online Beauty Cosmetics Store Bangladesh

অনলাইনে প্রসাধনী ক্রয়ের সতর্কতা

Xiaomi Smart Bulb

স্মার্ট বাল্ব কি? স্মার্ট বাল্বের সুবিধা ও অসুবিধা