শপিং আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো অনুষ্ঠান বা কোনো বিশেষ দিনে আমরা অনেক তাড়াহুড়ার সাথে শপিং করে থাকি। তাই অনেক সময় খুবই প্রয়োজনীয় জিনিসগুলো বাদ পড়ে যায়। আমাদের উচিত শপিং এর আগে থেকেই একটি লিস্ট করে রাখা। যাতে কোনো প্রয়োজনীয় জিনিস শপিং থেকে বাদ পড়ে না যায় এবং আমাদের শপিংয়ে গিয়ে ছোটাছুটি করতে না হয়। শপিংয়ের লিস্ট করার আগে অবশ্যই নিজের বাজেটটি দেখতে হবে। সবকিছুতে যাতে বাজেটের মধ্যে হয়।
আপনি চাইলে শপিং এর আগে গুগল করে নিতে পারেন। সবার পছন্দ অপছন্দ জেনে নিবেন। সেই অনুযায়ী তাদের রুচিসম্মত সকল জিনিস লিস্টে রাখবেন। এবং লিস্টটি যাতে নিজের সামর্থের মধ্যেই হয় এ বিষয়ে খেয়াল রাখবেন। কোনো জিনিস কি পরিমানে কিনতে হবে এবং কার কার জন্য কিনতে হবে তা আগে থেকে ঠিক করে রাখা উচিত।
আগে থেকে যদি ঠিক করে না রাখা হয় তাহলে পরে মান অভিমান ও জটিলতার সৃষ্টি হবে। তাই সব দিক বিচার বিশ্লেষণ করে শপিং করতে হবে। লিস্ট যদি সম্পূর্ণ হয়ে যায়, তখন লিস্ট অনুযায়ী বাজেট নিশ্চিত করতে হবে। শপিংয়ে যাওয়ার আগে লিস্ট অনুযায়ী বাজেট থেকে একটু বেশি টাকা নিজের কাছে রাখার চেষ্টা করবেন। কারণ শপিংয়ে গেলে অনেক সময় এক্সট্রা খরচ হয়ে যায়। শপিং এর সময় অনেক কিছু মাথার মধ্যে রাখতে হয়। ঠিকমতো সবকিছু কেনাকাটা হল কিনা, সবার মন মত হলো কিনা, বাজেট নিয়ন্ত্রণ আছে কিনা ইত্যাদি।
লিস্ট করার আগে বিবেচনার বিষয়
যেকোনো কিছু লিস্ট করার আগে প্রথমেই দেখতে হয় বাজেট। নিজের বাজেট অনুযায়ী লিস্ট তৈরি করতে হয়। বাজেটটি যাতে নিজের সামর্থের মধ্যে হয় সেদিকে খেয়াল রাখা জরুরী। শপিং করার ক্ষেত্রে যে বিষয়গুলো আগে থেকেই বিবেচনা করে রাখতে হবে সেগুলোর একটা লিস্ট করার চেষ্টা করা হয়েছে নিচে।
- প্রথমত সবকিছু যাতে নিজের সামর্থের মধ্যে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
- লিস্ট তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোন কিছু বাদ পড়ে না যায়।
- কোথায় শপিং করলে আমাদের সব থেকে ভালো হবে।
- কোন শপিংমলে গেলে আমাদের প্রয়োজনীয় সবকিছু পাবো সেটাও গুরুত্বপূর্ণ।
- সবার সাথে আলোচনার মাধ্যমে সবার পছন্দ অনুযায়ী, রুচি সম্মত এবং সামর্থের মধ্যে লিস্ট রাখতে হবে।
- শপিং এর ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসগুলো লিস্টের প্রথমে রাখতে হবে।
- শপিং করার সময় পর্যাপ্ত পরিমাণ সময় হাতে নিয়ে যাওয়া জরুরী। কারণ শপিং করতে অনেক সময়ের প্রয়োজন হয়।
- কিভাবে শপিংএ যাবো এবং কিভাবে আসবো তা আগে থেকেই ঠিক করে রাখতে হবে।
- শপিং এর মাঝে একটু বিরতি দিয়ে হালকা কিছু খেয়ে নিলে রিলাক্সের সাথে শপিং করা যায়।
- সবশেষে, লিস্ট চেক করে নিতে হবে, যাতে সবকিছু কেনাকাটা হয়েছে কিনা।
উৎসাহ উদ্দীপনার মধ্যে শপিং করলেও অভিজ্ঞ একজনকে সাথে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যাতে আপনি সকল মানসম্মত জিনিস কিনতে পারেন। এবং সকল পণ্য বা শপিং এর জিনিস আপনি ন্যায্য দামে কিনতে পারেন।
লিস্ট অনুযায়ী শপিং করার সুবিধা
লিস্ট অনুযায়ী শপিং করার অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন-
- আগে থেকে লিস্ট করে রাখার ক্ষেত্রে কোন কিছু বাদ পড়ে যাওয়ার চিন্তা থাকেনা।
- নিজের সামর্থের মধ্যে শপিংটা শেষ করা যায়।
- কোন কোন শপিংমলে গেলে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো পাবো তা আমাদের জানা থাকে বলে, অযথা সময় নষ্ট হয় না।
- সবার পছন্দ অপছন্দ জানা তাকে বলে সেই ব্যাপারে কোনো মাথা ব্যাথা থাকে না।
- কোন জিনিস কিনা হয়েছে এবং কোন জিনিস বাদ পড়ে গেছে এরকম কোন চিন্তা থাকে না।
- লিস্ট করা থাকে বলে আমরা খুব সহজেই দ্রুত আমাদের শপিং শেষ করতে পারি।
- আমাদের যেগুলো সবথেকে বেশি প্রয়োজন সেগুলো আমরা প্রথমে কিনে ফেলি।
- আমাদের বাজেটের মধ্যে সবগুলো প্রয়োজনীয় জিনিস কেনা হয়ে যায়।
- আগে থেকে চিন্তাভাবনা করার ফলে আমরা সব পণ্যগুলো অনেক মানসম্মত পেয়ে থাকি।
এক কথায় আগে থেকে লিস্ট করে রেখে শপিং করার গুরুত্ব অপরিসীম। অনেক সুবিধা সাথে সুন্দরভাবে আমাদের শেষ করা যায়।
GIPHY App Key not set. Please check settings