in

শপিং করতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার

শপিং টিপস শপিং সেবা

শপিং করতে আমরা প্রায় সবাই-ই পছন্দ করি। তবে এটা আপনার পছন্দের হোক বা না হোক, প্রয়োজনীয় সময়ে শপিং করতে গেলে, কিছু কিছু সময়ে বিপাকে পড়তে হয়। এমন অনেক বিষয় আছে, যেসব ক্ষেত্রে আমরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হই। তো, এ কারণে শপিং করতে গেলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আজ আমরা এমন কিছু শপিং টিপস নিয়ে আলোচনা করব।

১. ক্রেডিট কার্ডকে না বলুন

সবসময়ের জন্য নয়, কিছু কিছু সময় শপিং করার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করতে সম্পূর্ণ নিরুৎসাহিত করছি। কারণ, আপনি যদি শপিং করার সময় টাকা নিয়ে যান, তাহলে এটা আপনি দেখতে পারছেন যে- কতটা খরচা করা হচ্ছে, কতটা টাকা অবশিষ্ট থাকছে। তাই আপনি মিতব্যয়ী থাকতে পারবেন।

অন্যদিকে যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি টাকাটা দেখতে পারছেন না। একটা কার্ডের মাঝেই তা সীমাবদ্ধ। তাই, আপনি হয়তো বা প্রচুর পরিমাণে টাকা খরচ করে ফেলছেন, অথচ তখন টেরও পাচ্ছেন না! কারণ, টাকাটা দেখাই যাচ্ছে না।

তাই মিতব্যয়ী হতে চাইলে শপিং করার সময় অবশ্যই ক্রেডিট কার্ড এর বদলে টাকার কাগুজে নোট নিয়ে যান।

২. যেটা কিনছেন, এটা কী আসলেই দরকার?

দোকানে কোনো একটা জিনিস আপনার পছন্দ হয়েছে। ভাবছেন, এটা কিনে নিয়ে যাবেন। একটা বাটির উদাহরণ দিই। আপনি একটা বাটি দেখে কিনতে চাইছেন, কারণ সেটি সুন্দর। তবে এটা কী আসলেই আপনার দরকার?

আপনার বাড়িতে যদি আরো অনেক সুন্দর বাটি থাকে, তাহলে তো এটার দরকার নেই। আর যদি না থাকে, সেটা ভিন্ন কথা। তাই কোনো কিছু কেনার সময় অবশ্যই ভেবে নেবেন, জিনিসটা কী আপনার সত্যিই প্রয়োজন কিনা।

এটা যেমন আপনাকে অহেতুক খরচ থেকে বাঁচাবে, তেমনি শপিং করার ক্ষেত্রে আপনার চিন্তাশক্তিকে উন্নত করে তুলবে।

৩. খালি পেটে শপিং এ যাবেন না

এই পয়েন্টটা খাওয়া দাওয়া সম্পর্কিত। দেখা গেছে অনেক সময় শপিং এ হুটহাট করে খালি পেটেই চলে যাই আমরা। তবে, এতে করে দেখা দেয় অন্যরকম সমস্যা।

ধরুন, আপনি কোনো একটি খাবার দেখলেন, যেটা দেখে আপনার ভালো লেগেছে। এটা খেতে ইচ্ছে করছে। কারণ, আপনি এখন ক্ষুধার্ত। এরকম করে অনেকগুলো খাবারই হয়তো আপনি কিনে ফেলতে পারেন। যেহেতু, আপনার ক্ষিদে আছে, তাই দেখে যেকোনো কিছুই আপনার খেতে ইচ্ছে হতে পারে।

তবে পরে দেখা যায়, দুই একটি জিনিস খাওয়ার পর, অন্যগুলো খাওয়া যায় না। তাই, অবশ্যই কখনো খালি পেটে শপিং এ যাবেন না। এটা আপনার খাদ্য কেনার প্রবনতা বাড়িয়ে দেয়।

৪. নির্দিষ্ট কিছু পণ্য শোরুম থেকে কেনাই ভালো

কোনো একটি ইলেকট্রনিকসের পণ্য বা এজাতীয় কিছু কিনতে চাইলে, আপনার উচিত হবে, সরাসরি শোরুম থেকে কেনা। কেনো? কারণ, অনেক সময় বড় শপিং মল, দোকানগুলোতে ঠিকঠাক পণ্য পাবেন না।

আবার পছন্মমতো রঙ-ও হয়তো পাওয়া যায় না। এজন্য সম্ভব হলে, সরাসরি শোরুমে যান। ফলে, আপনি কোনো সন্দেহ ছাড়াই পেয়ে যাবেন প্রকৃত পণ্যটি। তাও বিভিন্ন রঙের কালেকশন সহ। তাছাড়া শোরুম থেকে কিনলে গ্যারান্টি বা ওয়ারেন্টি জনিত সমস্যা হলে পরে আবার পণ্যটি নিয়ে যেতে পারবেন।

৫. শপিং করতে যাওয়ার সময় লিস্ট করে নিন

বাড়ি থেকে শপিং এ যাওয়ার সময় এটা ওটার কথা মাথায় আসে ঠিকই, তবে শপিং করার সময় ৯৯ ভাগ মানুষ পণ্যগুলোর কথা ভুলে যান। তাই শপিং এ যেতে হলে বাড়ি থেকে ছোট এক টুকরা কাগজে লিস্ট করে নিন।

একই সাথে কোনো জিনিস কয়টা বা কী পরিমাণে লাগবে, তাও পাশে লিখে নিতে পারেন। এতে আপনি সহজেই সব জিনিসগুলো কিনে আনতে পারবেন।

৬. চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্টের

শপিং এ গেলে এক দোকানের পর আরেক দোকান ঘুরে ঘুরে অনেকটা সময় নষ্ট হয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার জন্যও দরকার লিস্ট।

আপনি যখন শপিং এ যাবেন, কোন দোকানটি আগে পড়বে, সেখান থেকে আপনার কিছু কেনার আছে কিনা, সবটা গুছিয়ে নিন। কোন দোকানে কোন জিনিস কিনতে পাবে, সেটা লিখে ফেলুন। এরপর দোকানে গিয়ে শুধু বলুন, ক্রয় করুন এবং বিল পরিশোধ করে দিন। আপনার অনেকটা সময় বেঁচে যাবে।

৭. কিছু পণ্যের জন্য সাধারণ দোকানেই যান

আমরা হয়তোবা সুপারশপ গুলো থেকে পণ্য ক্রয় করি। এমনকি, কিছু পণ্যে অনেক সময় ছাড়ও পাওয়া যায়। তবে প্যাকেট জাতীয় কোনো জিনিস (চিনি, চা পাতা, গুঁড়া দুধ, চাল), নিত্য প্রয়োজনীয় পণ্য এসব জিনিস গুলোকে সুপারশপ থেকে না কেনাই ভালো।

কারণ, সেখানে দরকষকষির কোন সুযোগ নেই। কিন্তু সাধারণ দোকান থেকে এসব কিনলে পণ্যের কোনো তারতম্য হয় না বরং কিছু কম মূল্যে কিনতে পারার সুযোগ থাকে।

তবে, যদি মনে করেন, এটাতে আপনার সময় নষ্ট হবে, সেক্ষেত্রে সুপারশপই সমাধান হতে পারে।

সবশেষে, আশা করি এই ৭ টি বিষয় থেকে আপনারা বুঝতে পেরেছেন যে, শপিং করতে গেলে কী কী মানা দরকার। আপাতত এগুলো মেনে চললে, আপনি হয়ে উঠবেন শপিং জিনিয়াস। তাই যদি আপনার কাছে লেখাটি ভালো লাগে, অবশ্যই শপিং সেবা সাইটটি ফলো করে রাখবেন।

What do you think?

Written by বিবি মরিয়ম লাবণ্য

আসসালামু আলাইকুম। আমি বর্তমানে বিজ্ঞান বিভাগ থেকে ভোলা সরকারি কলেজে পড়াশোনা করছি। এর পাশাপাশি অনলাইনে একজন কনটেন্ট রাইটার ও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

car-care-in-winter-in-Bangladesh

শীতে গাড়ির বাড়তি সতর্কতা

islamic-guidelines-for-baby-naming

শিশুর নামকরনের ইসলামিক গাইডলাইন