in

LoveLove CuteCute OMGOMG AngryAngry LOLLOL CryCry

কম দামে উপহার দেয়ার মতো দারুণ কিছু পণ্য

কম দামে সেরা উপহার

বর্তমানে বেশিরভাগ সময় আমাদের বাসা বাড়ি, সমাজ কিংবা বিভিন্ন জায়গায় উৎসব অনুষ্ঠান লেগেই থাকে। বিশেষ করে, জন্মদিনের অনুষ্ঠান যেন এখন নিত্যদিনের ঘটনা। জন্মদিন নামটার সাথে উপহার শব্দটা একেবারেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 

আবার বর্তমানে আরো একটি শব্দ হলো ‘ট্রিট’। কোনো ভালো কিছু ঘটলে, বন্ধুদেরকে ট্রিট দেয়া, এ বিষয়টাও একদম নিত্যদিনের ঘটনা। কিন্তু সমস্যাটা বাধে উপহার বাছাই করতে গেলে। স্বল্প মূল্যের ভেতরে ভালো উপহার খুঁজে পাওয়া বেশ কষ্টকর। 

যা-ই হোক, কাউকে খুশি করতে উপহার দেয়া কিংবা গ্রহন করা সুন্নাহ্-র অন্তর্ভুক্ত। তো, চলুন দেখো নেয়া স্বল্প মূল্যের মধ্যেই কাউকে খুশি করার মতো কিছু উপহারের নাম। 

১. ফুল

ফুল পৃথিবীর সবচেয়ে পবিত্র একটি জিনিস। ফুল পছন্দ করেন না, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কষ্টকর। বিশেষ করে, মেয়েদের কাছে ফুল এক অপার আনন্দের নাম। তাই, কাউকে ছোটোখাটো কোনো উপহার বা ট্রিট দিতে চাইলে ফুল-ই সেরা।

২. চকলেট

চকলেট পছন্দ করেন না, এমন কাউকে আপনি চেনেন? আপনার উত্তর হয়তো হবে, অবশ্যই না। তাই, কাউকে ট্রিট দিতে চাইলে চকলেট বেস্ট। আবার জন্মদিনের উপহার হিসেবে অনেক ব্রান্ডের চকলেট একত্র করে, তা উপহার হিসেবে দিতে পারেন। 

৩. কলমদানি

স্টুডেন্ট কিংবা চাকরিজীবী সকলেই কলম ব্যবহার করেন। এমনকি ছোট শিশুও খেলার ছলে কলম ব্যবহার করে। ঘরের কোনো কিছুর হিসাব রাখতে একজন গৃহিণীরও দরকার হয় কলমের। 

তাই, উপহার হিসেবে কলমদানিটা কিন্তু বেশ সুন্দর। এতে কলম ছাড়াও আরও বিভিন্ন কিছু রাখা যায়। আর বর্তমানে ভালো কলমদানি গুলো বেশ স্বল্প মূল্যেই পাওয়া যাবে। 

৪. ডায়েরি

ডায়েরি লিখতে অনেকেই পছন্দ করেন। দিনলিপি কিংবা অন্য কিছু লিখতে যারা পছন্দ করেন, তাদেরকে উপহার হিসেবে দিতে পারেন ডায়েরি। ছোট বা মাঝারি ডায়েরিগুলো ১৫০-২০০ টাকার মধ্যেই কিনতে পাওয়া যায়। 

৫. চশমার ফ্রেম বক্স

আপনার কী চশমা ব্যবহার করে এমন কোনো বন্ধু আছে? অর্থাৎ যে চশমা পড়ে? থাকলে, তার জন্য দারুণ একটি উপহার হতে পারে চশমার ফ্রেম বক্স। তার পছন্দের রঙের মধ্যে একটি সুন্দর বক্স, তার জন্য সেরা উপহার হবে।

৬. সুন্নাহ আইটেম বক্স

আপনার যদি ইসলামিক মাইন্ডেড কোনো বন্ধু থাকে, তাহলে তাকে উপহার হিসেবে দিতে পারেন, সুন্নাহ আইটেম বক্স। এতে মূলত, একটি জালি টুপি, তাসবীহ্, মিসওয়াক এবং মিনি সইজের আতর থাকে। ধর্মপ্রাণ ব্যাক্তি এই উপহার পেয়ে যে প্রচুর সন্তুষ্ট হবে, তাতে বিন্দু  পরিমাণ সন্দেহ নেই।

৭. কিউব

এই আধুনিকতার যুগে কিউব পছব্দ করেনা, এমন লোক কমই আছে। ছোট কিংবা মধ্যবয়স্ক সকলকেই উপহার হিসেবে কিউব দেয়া যেতে পারে। মার্কেটে রুবিকস কিউব, পিরামিড কিউব কিংবা মিরর কিউব পেয়ে যাবেন স্বল্প মূল্যেই।

৮. ফুলের টব

ফুল দিলে হয়তো একসময় তা শুকিয়েই যাবে। তাই ফুলের পরিবর্তে কাউকে দিতে পারেন ফুলের টব। এটি যেমন বাড়ির সৌন্দর্য বাড়াবে, তেমনি গাছে ফুল ফুটলে, তা মনে এনে দেবে প্রশান্তি। 

৯. চাবির রিং

সবাই-ই চাবি ব্যহার করেন। তার বাসাবাড়ি, ব্যক্তিত আলমারি, ড্রয়ার বা টেবিলসহ যেকোনো কিছুর জন্য তার চাবি থাকে। কাউকে খুশি করতে এক বা একাধিক চাবিও গিফট করা যেতে পারে। এখন স্বল্প মূল্যেই একটি চাবির সেট কিনতে পাওয়া যায়। 

১০. চায়ের কাপ কিংবা কফির মগ

চা প্রেমী কেউ থাকলে, তার জন্য চায়ের কাপ একটি দারুণ উপহার হতে পারে।  চা পান করতে গেলেই তিনি আপনার কথা মনে করবেন।

আবার, কেউ কফি পাগল হলে, তাকে একটি বা একসেট কফির মগ দেয়া-ই যায়। সৌখিন মানুষেরা এধরনের উপহারে প্রচুর খুশি হন।

১১. মিনি হট ওয়াটার ব্যাগ

মিনি হট ওয়াটার ব্যাগ কোনো প্রাপ্তবয়স্কের জন্য ভাল উপহার। যাদের হাঁটু কিংবা পায়ে ব্যথা আছে তারা এটা ব্যবহার করতে পারবেন। যেকোনো বয়সী কারো পেটের ব্যথায়ও এটি দারুণ সহায়ক উপহার। 

১২. মিনি ফুলদানি

পড়ার টেবিলে বা মিনি ওয়ার্ডরোব এর উপর সাজিয়ে রাখার জন্য কাউকে মিনি ফুলদানি উপহার দেয়া যায়। ফুল তাজা না হলেও সৌখিন মানুষদের কাছে ভীষণ প্রিয় হয় ফুলদানি।

১৩. রং তুলি

আঁকিয়ে মানুষ যারা, তাদের কাছে রং তুলির মতো সেরা উপহার আর হয়না। রং, তুলি, ক্যানভাস কিংবা  ড্রয়িং বুক এসব পাওয়া তাদের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার সমান। 

১৪. শোপিস

এখন মার্কেটে অল্প দামের মাঝেই ভালো ভালো এবং সুন্দর শোপিস পাওয়া যায়। ফুলের টব, গাছের টব এজাতীয় শোপিসগুলো কাউকে উপহার দিলে তিনি অবশ্যই খুশি হবেন।

১৫. ফাউন্টেন পেন

কাউকে কলম উপহার দিলেও তিনি খুশি হবেন। বইয়ের দোকান গুলোতে অনায়াসেই বিভিন্ন সুন্দর ডিজাইনের কলম পাওয়া যায়। আর ফাউন্টেন পেন গুলোর দামও হাতের নাগালে। 

What do you think?

Written by বিবি মরিয়ম লাবণ্য

আসসালামু আলাইকুম। আমি বর্তমানে বিজ্ঞান বিভাগ থেকে ভোলা সরকারি কলেজে পড়াশোনা করছি। এর পাশাপাশি অনলাইনে একজন কনটেন্ট রাইটার ও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

আয়-বুঝে-ব্যয়

অল্প বাজেটে প্রয়োজনীয় পণ্য কেনার দুর্দান্ত কিছু টিপস

ডেঙ্গু জ্বরের লক্ষণ

ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং করণীয় সম্পর্কে যা জানা জরুরী