in ,

CuteCute LoveLove

শাওমি পোর্টেবল মনোকুলার টেলিস্কোপ

দূরকে কাছে দেখার শাওমি সমাধান

Xiaomi Monocular Telescope Review

সময় যত যাচ্ছে ততই মানুষ দূরকে কাছে দেখার চেষ্টা বাড়াতে প্রযুক্তির ব্যবহার করছে। রাতে তারাভরা আকাশ দেখা না গেলেও টেলিস্কোপের সাহায্যে সহজেই তা দেখা যায়। তবে মনোকুলার বা মনোকিউলার টেলিস্কোপের মূল কাজ আকাশের তারা দেখা নয়। আকাশের স্বচ্ছ ছবি দেখতে হলে মনোকুলার টেলিস্কোপ অত কাজের নয়। কিন্তু যারা ভ্রমণ করতে পছন্দ করেন, দূরের কোনো বড় দৃশ্যের ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য মনোকুলার টেলিস্কোপ অনেক কাজের। একবার ভেবে দেখুন, আপনি পাহাড়ে ঘুরতে গিয়েছেন। পাহাড়ের কোণের একটা ছবি তুলতে চান। অথবা আপনি পাহাড়ের কোনো নির্দিষ্ট এলাকা পর্যবেক্ষণ করতে চান। কাজটি সহজ নয়। সাধারন বাইনোকুলার ব্যবহার করে আপনি জুম করতে পারবেন। কিন্তু ভালো ডিটেইল পাবেন না। আর ঠিক এখানেই মনোকুলার বাইনোকুলার সবচেয়ে কার্যকর।

মনোকুলার টেলিস্কোপ

নামটি থেকেই বুঝে নেয়া যায়, মনোকুলার মানে যে টেলিস্কোপ আপনি এক হাতে ব্যবহার করতে পারবেন। ভ্রমণের সময় দুহাত দিয়ে টেলিস্কোপ ধরে রাখার সুযোগ থাকে না। এক্ষেত্রে মনোকিউলার টেলিস্কোপ কাজের। মনোকুলার টেলিস্কোপ ব্যবহার করা সহজ এবং সহজেই বহন করা যায়। তবে মনোকিউলার টেলিস্কোপের কিছু অসুবিধাও রয়েছে। আপনি যখন মনোকিউলার টেলিস্কোপ ব্যবহার করবেন তখন আপনার দুই চোখ আলাদাভাবে ব্যবহার করতে হয়। তাই দীর্ঘক্ষণ ব্যবহারে চোখে ক্লান্তি কাজ করতেই পারে।

Xiaomi Celestron SCDT-1042 Portable Monocular Telescope, Xiaomi

BDT 4,550.00
Buy Now
cellsii.com

Description

Xiaomi Monocular Telescope

Buy Xiaomi Celestron SCDT-1042 Portable Monocular Telescope online in Bangladesh from Cellsii.com. Xiaomi Celestron is a geometric monocular telescope 10x high magnification and a 42mm lens help you see the smallest details from a long distance. The...

তারপরও মনোকুলার টেলিস্কোপের সুবিধা অনেক। সেগুলোর মধ্যে অন্যতম হলো:

  • এ ধরনের টেলিস্কোপ হালকা ওজনের, সাইজে ছোট এবং বহন করা সহজ। আপনি ব্যাগের পকেটেই রাখতে পারবেন।
  • ছোট আকার তাদের একটু বেশি টেকসই এবং নিরাপদে সংরক্ষণ করা সহজ করে তোলে।
  • মনোকুলারের দাম প্রায়ই একই মানের দূরবীনের চেয়ে কম। যেহেতু এটি শুধুমাত্র একটি লেন্স সিস্টেম, সেগুলি তৈরি করতে কম খরচ হয়।
  • মনোকুলারগুলি লক্ষ্যে চোখ পেতে এবং কোন কারণে সামঞ্জস্য করতে কিছুটা দ্রুত diopter সেটিংস, এবং ব্যবহার শুধুমাত্র একটি লেন্স সেটিং সম্পর্কে চিন্তা করতে হবে।

যদিও নাম দেখে অনেকে সেলেস্ট্রিয়াল বা মহাকাশের তারার নিঁখুত ছবি পাওয়ার প্রত্যাশা করতে পারেন, তবে আমরা সে ভুল ধারণা ভেঙে দিচ্ছি। বাজেট অনুপাতে এই মনোকুলার টেলিস্কোপে যে তিনটি বিষয় অর্থাৎ ভালো ম্যাগনিফিকেশনের সুবিধা, লেন্স কোয়ালিটি এবং ওয়াটারপ্রুফ বিষয়ে শাওমি যে গুরুত্ব দিয়েছে সেদিক বিবেচনায় এটিকে সেরা বলা যেতেই পারে।

শাওমির সেলেস্ট্রন পোর্টেবল মনোকুলার টেলিস্কোপ রিভিউ

দেশের বাজারে মনোকুলার টেলিস্কোপ তুলনামূলক নতুন। যদিও শৌখিন অনেকেই দেশের বাহিরে থেকে অর্ডার দিয়ে এনে এমন টেলিস্কোপ ব্যবহার করে থাকেন। কিন্তু সম্প্রতি টেলিস্কোপ জাতীয় পণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে। বাজারেও একাধিক মনোকুলার টেলিস্কোপ কিনতে পাওয়া যাচ্ছে। সমস্যা হলো, সব মনোকুলার টেলিস্কোপ প্রযুক্তিগত দিক থেকে ভালো না। অনেক ব্র্যান্ড মনোকুলার টেলিস্কোপ বললেও মনোকুলারের সম্পূর্ণ সুবিধা তারা সরবরাহ করতে পারে না। সেদিক থেকে চিন্তা করলে শাওমির সেলেস্ট্রন পোর্টেবল মনোকুলার টেলিস্কোপটি এক কথায় বেশ ভালো।

এই টেলিস্কোপটি ভালো বলার কারণ হলো, শাওমি শুধু ফোন নয় লাইফস্টাইল অন্য অনেক গ্যাজেটের ক্ষেত্রেও বেশ প্রশংসনীয়ভাবে সব পণ্যের উৎপাদন করে চলেছে। হয়তো আপনি হাই-এন্ড বা ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরম্যান্স পাবেন না। কিন্তু শাওমি তুলনামূলক এতো কম বাজেটে যে টেলিস্কোপটি বাজারে সরবরাহ করছে তার ফিচার এবং ব্যবহারযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই।

১০ গুণ ম্যাগনিফিকেশনের সুবিধা

প্রথমেই এই টেলিস্কোপের লেন্স নিয়ে কথা বলতে হয়। শাওমি এই পণ্যে ৪২ মি.মি–এর একটি লেন্স ব্যবহার করেছে। সচরাচর ফ্ল্যাগশিপ গ্রেডের টেলিস্কোপে আমরা ৫০০ মিমি এর লেন্স দেখি। অনেক দামি ব্র্যান্ডেও ৪২ মিমি এর লেন্স দেখতে পাবেন। তবে শাওমি অল্প দামে একটি ভালো লেন্স দিয়েছে। শুধু তাই নয় ৫ দশমিক ৬ ডিগ্রি ওয়াইড এঙ্গেল ফিল্ড অব ভিউ থাকায় আপনি জুম করার সময়েও চারপাশের দৃশ্যের একটি ভালো ধারণা পাবেন। কমদামি মনোকুলার টেলিস্কোপে সচরাচর ভালো ফিল্ড অব ভিউ না থাকায় জুম করার পর আপনার কাঙ্খিত দৃশ্যে সেট হওয়াটা কঠিন হয়।

লেন্সের কোয়ালিটিই মূল আকর্ষণ

৪২ হোক কিংবা ৫০ মিলিমিটার হোক, যদি ভালো মানের কাঁচ ব্যবহার না করা হয় তাহলে আপনি কোনোভাবেই ভালো ছবি পাবেন না। গ্লাসের কোয়ালিটি ভালো হলে তা আলো ধরতে পারে এবং আপনি আরও নিঁখুত ডিটেইল পাবেন। এই দুটোর সমন্বয় এই পণ্যে শাওমি ভালোভাবেই করতে পেরেছে। ফলে ১০ গুণ জুম করে ভালো ডিটেইল পাবেন। প্যাকেজের সঙ্গে ৪ পিস ৪ গ্রুপের লেন্স গ্রুপ দেয়া হবে।

লেন্সটি ভালো হওয়ার পেছনে এফএমসি ফুল ব্রডব্যান্ড মাল্টি লেয়ার গ্রিন ফিল্ম কোটিং দিয়েছে। ফলে লেন্সগুলোতে দাগ পড়ে না সহজে এবং আলো ভালোভাবে শনাক্ত করতে পারে। এই কোটিং দেয়ার কারণে আশপাশে আলোর ঝকমকিতেও জুম করা বস্তুকে প্রায় নিঁখুতভাবে শনাক্ত করতে পারে। যেসব লেন্সে এফএমসি ফুল ব্রডব্যান্ড মাল্টি লেয়ার গ্রিন ফিল্ম কোটিং দেয়া হয় সেসব লেন্সে আলো ৯৯ দশমিক ৮ শতাংশ হারে ট্রান্সমিট হতে পারে। ফলে আপনি যখন কোনো ভিউ দেখবেন তখন তা স্পষ্ট ও নিয়ার ন্যাচারাল হবে। বিশেষত আপনি যদি এই মনোকুলার টেলিস্কোপ দিয়ে মোবাইল ফটোগ্রাফি করার চেষ্টা করেন তাহলে ডিসটরশন আর ডিসপারশনের শঙ্কা থাকবে না। আপনি জুম করেও ভালো ছবি তুলতে পারবেন।

ওয়াটারপ্রুফ আইপিএক্স৭ রেটিং

মনোকুলার টেলিস্কোপ কেনা হয় বহন করার সুবিধা বেশি থাকায়। তবে বহন করার সময় ওয়াটারপ্রুফ ফিচার থাকাটা জরুরি। ওয়াটারপ্রুফ মানে পানিতে ভিজবে না বিষয়টি এমন নয়। ওয়াটারপ্রুফ মানে ভেজা কিংবা স্যাতস্যাতে অবস্থাতেও লেন্স কিংবা টেলিস্কোপের অবস্থা খারাপ হবে না। অনেক সময় ভেজা কিংবা স্যাতস্যাতে পরিবেশে লেন্সে কুয়াশা জমে। তখন লেন্সে দাগ পড়ে। আবার অনেক সময় বৃষ্টির সময় পানির ফোটা পড়ে লেন্সের ওপর দাগ পড়ে যায়।

কিন্তু এমন কোনো সমস্যা এই টেলিস্কোপে নেই। শাওমি দাবি করছে তাদের এই টেলিস্কোপ নাইট্রোজেনভর্তি পানিতে ১ মিটার গভীরে ১৫ মিনিট টিকে ছিল। অর্থাৎ ওয়াটারপ্রুফ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

শাওমি অন্যান্য পণ্যের মতো এই টেলিস্কোপও সাদামাটা কিন্তু ভালো লাগার মতো প্যাকেজিংয়ে পাওয়া যাবে।

পরিশেষে, শাওমির সেলেস্ট্রন পোর্টেবল মনোকুলার টেলিস্কোপের এই মডেলটির দাম প্রথম আকর্ষণ বিধায় আমরা এটি নিয়ে আলাদা করে কিছু বলিনি। মূলত উপরোক্ত তিনটি ফিচারই এই মনোকিউলার টেলিস্কোপকে কেনার লিস্টে আনার জন্য যথেষ্ট। আজকাল ভ্রমণের সময় দূর–দূরান্ত দেখার পাশাপাশি মোবাইল ফটোগ্রাফিতেও মনোকুলার টেলিস্কোপ কাজে আসে। সেক্ষেত্রে এই টেলিস্কোপটি আপনার ক্রয়তালিকার শীর্ষে রাখতেই পারেন। যদিও নাম দেখে অনেকে সেলেস্ট্রিয়াল বা মহাকাশের তারার নিঁখুত ছবি পাওয়ার প্রত্যাশা করতে পারেন, তবে আমরা সে ভুল ধারণা ভেঙে দিচ্ছি। বাজেট অনুপাতে এই মনোকুলার টেলিস্কোপে যে তিনটি বিষয় অর্থাৎ ভালো ম্যাগনিফিকেশনের সুবিধা, লেন্স কোয়ালিটি এবং ওয়াটারপ্রুফ বিষয়ে শাওমি যে গুরুত্ব দিয়েছে সেদিক বিবেচনায় এটিকে সেরা বলা যেতেই পারে।

What do you think?

Written by আমিরুল আবেদিন আকাশ

পেশাগত জীবনে আমি একজন সাংবাদিক। শিক্ষাজীবন এখনও শেষ করিনি। এরইমধ্যে একটি পত্রিকায় চাকরি এবং বই অনুবাদ করছি। ইংরেজি কন্টেন্ট লেখার অভিজ্ঞতা থাকায় বাংলায় তথ্যবহুল লেখা প্রচার-প্রসারের আগ্রহ থেকেই বিভিন্ন বিষয়ে লেখালেখি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Foods for Natural Sunscreen

৫টি খাবার যা প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে

drinking-raisin-water-to-remove-acne

ব্রণ দূর করতে কিসমিস ভেজানো পানি