স্মার্টফোন দিয়ে শাওমি বেশি পরিচিত হলেও এয়ার পিউরিফায়ার বাজারেও অন্যতম জনপ্রিয় এই শাওমি এমআই। স্মার্টফোন, স্মার্ট টেলিভিশনসহ প্রযুক্তির বিভিন্ন সেক্টরে শাওমি পণ্যগুলো সুনাম কুড়িয়ে নিয়েছে। তারা ধীরে ধীরে প্রোডাক্টের সংখ্যাও বাড়িয়েছে। আর এই তালিকার অন্যতম সংযোজন হল স্মার্ট এয়ার পিউরিফায়ার। বাংলাদেশের বাজারেও এখন পাওয়া হচ্ছে স্মার্ট এই ডিভাইসটি।
কিছুদিন আগে শাওমি স্মার্ট এয়ার পিউরিফায়ার ফোর লঞ্চ করেছে। বর্তমানে এটি দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড স্মার্ট এয়ার পিউরিফায়ার ফোর (Xiaomi Air Purifier 4)। আর যাদের বাজেট একটু কম তাদের জন্য স্মার্ট এয়ার পিউরিফায়ার ফোর লাইট (Xiaomi Air Purifier 4 Lite)। আসুন আমরা শাওমির এই লেটেস্ট অ্যাপ্লায়েন্স সম্পর্কে কিছুটা জেনে আসি।
শাওমি এয়ার পিউরিফায়ার ফোর ডিজাইন
শাওমি স্মার্ট এয়ার পিউরিফায়ার ফোর -এর ডিজাইন আগের সংস্করণগুলোর মতোই। উলম্ব একটি ঘনকের আকৃতি। কোণাগুলো স্মুথ করে দেওয়া হয়েছে।
প্রোডাক্টের ওপরে যে ফ্যানটা আছে তা গ্রিল দিয়ে সুরক্ষিত করা হয়েছে। যেন বিনা বাধায় কার্যকরভাবে ফ্রেশ বাতাস ছড়িয়ে দেওয়া যায় পুরো ঘরে। পিউরিফায়ারের উচ্চতা হাঁটুর চেয়ে কিছুটা বেশী হবে। পিউরিফায়ারের সাইডেও ফ্যানের সামনে গ্রিল দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। এতে বাচ্চাদের ফ্যানের ভেতর হাত ঢুকিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে না।
এ ছাড়া পেছন দিকে চাইল্ড লক দেওয়া আছে। এতে কোনো যন্ত্রাংশ সহজে খুলে আসবে না।
সামনের দিকে আছে একটি এলইডি ডিসপ্লে, সাথে টাচ-সেনসিটিভ কন্ট্রোল। অর্থাৎ ডিসপ্লেতে স্পর্শ করেই নানা কমান্ড দিতে পাড়বেন। এ ছাড়া আছে কালার কোডেড ইন্ডিকেটর, যা দেখে বুঝতে পারবেন ঘরের এয়ার কোয়ালিটি বা বায়ুমান কেমন। চাইল্ড লক অন করে টাচ সেন্সর অফও রাখতে পারবেন।
পিউরিফায়ারের হার্ডওয়্যার
এয়ার পিউরিফায়ার মডিউলটি আবহাওয়া-নিরোধী এবিএস পলিমার ম্যাটেরিয়াল থেকে তৈরি। ব্লকের চারপাশে খুব সুন্দর করে ডিজাইন করা অনেকগুলো ফাঁক আছে। এই ডিজাইনের কারণে একদিকে এয়ার পিউরিফায়ারের সৌন্দর্য বেড়েছে, পাশাপাশি সব দিক থেকে বায়ু শোষণের কার্যকারিতাও বেড়েছে।
ফিল্টার মডিউলের ভেতরে দেওয়া হয়েছে একটি True HEPA filter ((অ্যান্ট-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল আবরণ সমৃদ্ধ))। এ ছাড়া আছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, নেগেটিভ এয়ার আয়োনাইজার। এসব উপাদান গন্ধ কমাতে এবং বাড়ির বাতাসকে ফ্রেশ করতে সাহায্য করে৷ এটি প্রতি মিনিটে ৬০০০ লিটার ফ্রেশ বাতাস ডেলিভার দিতে পারে। যে কোনো ঘরে আপনি এই এয়ার পিউরিফায়ার রাখতে পারবেন, পুরো রুমই কাভার করার সক্ষমতা আছে এটার।
এর বডিটা বেশ হালকা। ওজন ৪.৮ কেজি। তাই নড়াচড়া করতেও সমস্যা হবে না। দিনের বেলায় এটা বসার ঘরে রাখতে পারেন, রাতে শোবার ঘরে নিয়ে যাবেন।
ইউজার ইন্টারফেস
শাওমি স্মার্ট এয়ার পিউরফায়ার ফোর সেটাপ করা খুবই সহজ।
ব্যবহারকারীদের শুধু প্যাকেজিং থেকে এয়ার পিউরিফায়ার বের করতে হবে, নিশ্চিত করতে হবে যে ফিল্টারের কভার খোলা হয়েছে। এরপর কাভারটাকে আবার আগের জায়গায় লাগিয়ে রাখতে হবে। এরপর পিউরিফায়ারে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে।
এরপর স্মার্টফোন বের করে শাওমি হোম অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর অ্যাপে ডিভাইসটি কানেক্ট করুন। এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো ফলো করুন। পুরো সেট-আপের কাজটা ১০ মিনিটেই করা সম্ভব।
এলইডি ডিসপ্লের টাচ কন্ট্রোল দিয়ে যেমন পিউরিফায়ারকে কন্ট্রোল করা যাবে, তেমনি শাওমি হোম অ্যাপ থেকেও কাজটা করা যাবে। অ্যাপ থেকে ফিল্টারের অবস্থা জানা যাবে। কখন ফিল্টার পরিবর্তন করতে হবে তা-ও বলে দিবে অ্যাপটি নোটিফিকেশনের মাধ্যমে।
কেন কিনবেন এয়ার পিউরিফায়ার?
এয়ার পিউরিফায়ার কেন কেনা উচিত বা এর আদৌ কোন প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়ে কিছু বলা উচিত। এজন্য পিউরিফায়ার ব্যবহারের স্বাস্থ্যগত এবং সামগ্রিক নানা উপকারিতা সম্পর্কে ধারনা পেলেই চলবে।
প্রথম ও গুরুত্বপূর্ণ উপকারিতা হলো আপনার ঘরের বাতাসের কোয়ালিটি ভালো হবে। এয়ার পিউরিফায়ারগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন সেগুলো বাতাস থেকে বিভিন্ন অপদ্রব্য যেমন ময়লা, পরাগ, ঘরে পোষ্যপ্রাণীর খুশকি, ধোঁয়া ইত্যাদি শোষণ করতে পারে। এতে আপনার বাড়ির ভেতরের বায়ুর গুণমান সামগ্রিকভাবে ভালো হয়। যারা অ্যালার্জি বা হাঁপানির মতো শ্বাসকষ্টে ভোগেন তাদের জন্য পিউরিফায়ার বিশেষভাবে উপকারী।
শাওমি পিউরিফায়ারে আছে HEPA ফিল্টার। এই পিউরিফায়ারগুলো বাতাস থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকারক অণুজীব ধরে অপসারণ করতে পারে। ফ্লু প্রাদুর্ভাবের মতো পরিস্থিতি বা পরিবারের কেউ অসুস্থ হলে এই পিউরিফায়ার বিশেষ কাজে দেবে।
বাসায় অনেক সময় অপ্রীতিকর গন্ধের সৃষ্টি হয়। অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার সমৃদ্ধ এয়ার পিউরিফায়ারগুলো রান্না ধোঁয়া এবং অন্যান্য উৎস থেকে আসা অপ্রীতিকর গন্ধ ভালোভাবে দূর করতে পারে। এতে আপনার ঘরের পরিবেশ হবে আরো মনোরোম।
পরিষ্কার বাতাস মানে ঘুম হবে আরো ভালো। পরিষ্কার বাতাসে শ্বাস নিলে আপনি থাকবেন রিল্যাক্সে, ঘুমাতে পারবেন আরো সহজে। রাতে হবে স্বস্তির ঘুম।
বাতাস ভালো হলে সেটার ইতিবাচক প্রভাব পড়ে মস্তিষ্কের কর্মক্ষমতা ও প্রোডাক্টিভিটির ওপর। পরিষ্কার বাতাস আপনাকে আরো ফোকাসড থাকতে, অ্যালার্ট থাকতে সহযোগিতা করবে। আপনি যদি বাসায় বসে কাজ বা পড়াশোনা করেন তাহলে আপনার জন্য পিউরিফায়ার আরো আবশ্যক।
এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে আপনি নিজেই নিজের স্বাস্থ্যে খেয়াল করার মতো পরিবর্তন দেখতে পাবেন। রান্নাঘরের ধোঁয়াও শোষণ করে নেবে এটি। আজ আমরা যে দূষিত শহরে বাস করছি, ফুসফুসের বারোটা বাজাচ্ছি, তাতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতেই পারি এয়ার পিউরিফায়ারের সাহায্যে।
GIPHY App Key not set. Please check settings