in

CuteCute LoveLove

শাওমি ২০ ইঞ্চি ট্রাভেল সুটকেস ট্রলি ব্যাগ

Xiaomi 20-inch Travel Suitcase luggage bag

আমরা কোনো পশ্চিমা বিশ্বে বাস করি না। তাই বিজনেস ট্রাভেল বোর্ডিং লাগেজ, ট্রলি ব্যাগ, সুটকেস নামক পণ্যগুলো নিয়ে আমাদের মাথাব্যথা কম। সে না থাকতে পারে। তবে আজকাল ট্রাভেল হোক বা উৎসবে ঘুরতে যাওয়া হোক, একটা সুটকেস থাকা ভালো।

আগের দিনেও সুটকেস পাওয়া যেতো। ঢাউস আকারের কেস। অনেক কিছুই ঠেসে ভরা যেতো। সমস্যা হতো ঠেসে রাখা জিনিস বের করার ক্ষেত্রে। সময় পাল্টেছে এবং কেসেরও ডিজাইনে বদল এসেছে।

এখনকার কেস আকারে ছোট এবং ভেতরে দারুণ কিছু কারিগরি দেখতে পাওয়া যায়। তবে দেশের অধিকাংশই কেসই ভেতরে অনেক কিছু রাখলেও কোয়ালিটির দিক থেকে অত ভালো না। আর ভালো একটি ব্র্যান্ড খুঁজে পাওয়া একটু কঠিনই।

সেখানে বাড়তি সুবিধা আবারও শাওমির। শাওমি ডেইলি  গ্যাজেটের বহু পণ্য তৈরি করে। এই ২০-ইঞ্চি ট্রাভেল বোর্ডিং সেগুলোরই একটি। কিন্তু কেন এই কেস নিয়ে আমাদের মাথাব্যথা? বিক্রির কথা তো মাথায় রয়েছেই, একই সঙ্গে আপনাদেরও বোঝানো কেন এই পণ্যটি আপনার জন্য।

শাওমি ২০-ইঞ্চি ট্রাভেল সুটকেস রিভিউ

চীন বা জাপানে ট্রাভেল বোর্ডিং কেসের ব্যাপক ব্যবহার রয়েছে। সেখানে ব্যস্ততার অভাব নেই। আচমকা কোথাও অফিসের কাজে যেতে হবে অথবা ব্যবসার কাজে যেতে হবে। ব্যাস! কেস গুছাও আর দৌড় দাও।

আমাদের সংস্কৃতিতে প্রয়োজন, জীবনযাপনের ধরনও পণ্যের উদ্ভাবক হয়ে ওঠে। জাপান, কোরিয়া, ভিয়েতনাম, চীন–এসব অঞ্চলে আমরা ট্রাভেল বোর্ডিং কেস দেখতে পারবো।

প্রশ্ন হচ্ছে, যেহেতু এটি ওই অঞ্চলের  জন্য স্যুটেবল পণ্য, আমাদের কি কাজে আসতে পারে? এখনও বুঝতে পারেন নি? করোনা মহামারির পর আপনার জীবনের পরিবর্তনটুকু একবার বুঝে দেখুন। ভার্সিটির ফাঁকে একবার কয়েকদিনের ট্যুর দিতে হবে, উদ্যোক্তা হলে প্রায়ই কাঁচামালের জন্য বাইরে যেতে হয়–অর্থাৎ এখন আমাদের ভ্রমণ বেড়েছে।

ভ্রমণে গেলে আপনার কি কি বেশি প্রয়োজন? ল্যাপটপ, চার্জার, সামান্য কাপড়, পানির বোত্ল, জরুরি কাগজপত্র আরও অনেক কিছু। যা-ই নিবেন না কেন, আপনার হাতে সময় থাকবে কম। চেপেচুপে ভরলে ভেতরে যা নিচ্ছেন নষ্ট হতে পারে। আর যদি কেস ভালো না হয় তাহলে বাইরের কোনোকিছু থেকে প্রটেকশন পাওয়াও কঠিন হবে। এসবকিছুই একসঙ্গে দিচ্ছে শাওমির ২০-ইঞ্চি বিজনেস ট্রাভেল বোর্ডিং কেসে। আমরা আজ এখানে সেটাই বোঝাবো, কেন এই পণ্যটি কিনবেন।

বিল্ড কোয়ালিটি ও ওজন

কেসের বিল্ড কোয়ালিটি সবার প্রথমেই মনোযোগ কাড়ে। দোকানে গেলে যে কেসটাকে শক্তপোক্ত মনে হয় সেটার দিকেই আমরা আগে হাত বাড়াই। তবে ভালো ম্যাটারিয়াল হলেও ওজন বেশি হলে অন্তত কেনার ইচ্ছে থাকে না।

শাওমির এই কেসটি এ দুটোরই সমন্বয় করেছে। ২০ ইঞ্চি সাইজের স্যুটকেসটি সম্পূর্ণভাবে পলিকার্বনেট দিয়ে তৈরি। আর পলিকার্বনেটের সুবিধা তো জানাই। পলিকার্বনেট দেখতে সুন্দর এবং শক্তপোক্ত। স্ক্র্যাচ পড়ে না সহজে এবং বিবর্ণও হয় দেরিতে।

তাছাড়া পলিকার্বনেট হওয়ার ভেজা কিংবা বাদলা দিনে স্যুটকেসের ভেতরে পানি চুপসে ঢুকে যাবে সে সুযোগ নেই। এগুলো তো আন্দাজ করেই নিতে পারছেন।

টিএসএ লকের নিরাপত্তা

স্যুটকেসের নিরাপত্তার ক্ষেত্রে একদম ক্লাসিক পথেই হেটেছে শাওমি। আর এই ক্লাসিক পথে হাটাটাকে আমার স্মার্ট সিদ্ধান্তই মনে হয়েছে। কারণ টিএসএ লক বেশ নিরাপদ। আর স্যুটকেসে বাড়তি তালা ঝুলোনোর বিষয়টা কেমন অদ্ভুত লাগে। সামান্য একটা ডিটেইল কিন্তু শাওমি এখানে ভালোমানে চীনা টিএসএ লক ব্যবহার করেছে।

এই সুটকেসে ব্যবহৃত টিএসএ লক যা বেশ নিরাপদ এবং বাড়তি তালা ঝুলোনোর কোন ঝামেলা নাই।

টিএসএ লকের ম্যাটারিয়াল পুরোপুরি প্লাস্টিক না। তবে একেবারে ধাতবও না। ফলে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইট চেকে ধাতব বস্তুর বিপের ভোগান্তি নিয়ে চিন্তা থাকছে না। এই সামান্য সংযোজনটি বেশ ভালো লেগেছে।

মাল্টিফাংশনাল স্যুটকেসের কথা ভাবতে পারেন?

মাল্টিফাংশনালের ভালো বাংলা খুঁজে পাইনি। তবে স্যুটকেসে আপনি কাপড় বা প্রয়োজনীয় জিনিস ঠেসে নিবেন সেটিই স্বাভাবিক। আর ঠেসে নেয়ার ফলে অনেক সময় স্যুটকেসে অনেক প্রয়োজনীয় জিনিসই নিতে ভুলে যাওয়া হয়।

এক্ষেত্রে শাওমি প্রযুক্তির বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। শাওমির ব্যবসার একটা বড় অংশ গ্যাজেটকেন্দ্রিক। আর গ্যাজেটকেন্দ্রিক হওয়ায় তারা বোঝে কেউ যখন বর্তমানে স্যুটকেসে কিনবে তখন তারা কি চাইবে। আর শাওমি একটা স্পেসিফিক ক্রেতাগোষ্ঠীকে টার্গেট যে করেছে তা বোঝাই যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র-ছাত্রী যারা হলে বা হোস্টেলে থাকে, যাদের প্রায়ই ব্যবসার কাজে বিদেশ যেতে হয়, হুটহাট বন্ধুদের সঙ্গে ট্যুর দিতে হয় যাদের, হাসপাতালে যারা কাজ করেন তাদের অস্থিতিশীল শিফটের সঙ্গে মানানসই হিসেবে স্যুটকেস রাখতে, সামরিক বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যাদের যেকোনো সময় বের হয়ে যেতে হয়–আরও অনেক। তালিকাটা শেষ হবে না। এত বড় তালিকা কেন দিলাম তা একটূ ব্যখ্যা করা জরুরি।

শাওমি এই স্যুটকেসের ভেতরে মোট সাতটি ভিন্ন পকেট দিয়েছে। আর পকেটগুলোকে এক্সেস করার জন্য তারা আরেকটি স্মার্ট সংযোজন করেছে। স্যুটকেসটির চার স্টেজের আর্গোনমিক রড থাকায় আপনি হাতে ঠেলে স্যুটকেস নিয়ে যেতে পারবেন। আবার স্যুটকেসটি ৩৬০ ডিগ্রি রোটেট করা যায়। ফলে পকেটের এক্সেস পাওয়ার জন্য আপনাকে স্যুটকেস নিয়ে লড়াই চালাতে হবে না।

সাতটি পকেটের একেকটি একেক সাইজের। ১৫ ইঞ্চির ল্যাপটপ, আইপ্যাড রাখার জন্য আলাদা পকেট আছে। মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংকের আলাদা পকেট। প্রসাধনী বা টুথব্রাশের মতো নিত্যদিনের ব্যবহার্য পণ্যের আলাদা পকেট। কাপড় গুছিয়ে রাখার জন্য কম্পার্টমেন্ট ভাগ করা। লাক্সারিই মনে হয় এসব।

Xiaomi 20-inch Business Travel Boarding Suitcase, Xiaomi

Price: BDT 10,750.00
as of March 27, 2024  
Buy Now
cellsii.com
Wait For A Price Drop
BDT
You will receive a notification when the price drops.

Price History

Statistics

Current Price BDT 10,750.00 March 27, 2024
Highest Price BDT 10,750.00 October 28, 2023
Lowest Price BDT 10,750.00 October 28, 2023
Since October 28, 2023

Last price changes

BDT 10,750.00 October 28, 2023

Xiaomi 20-inch Travel Suitcase

Buy Xiaomi 20-inch front pocket spinner business double TSA locks no key cabin size premium suitcase in Bangladesh from cellsii.com. Made with advanced Bayer PC material and oxford fabric, this suitcase is durable, scratch-resistant, water-resistant...

ভেতরের ফ্যাব্রিক পণ্যের প্রতি সংবেদনশীল

শাওমি এই স্যুটকেসের ভেতরের দিকে পাতলা কিন্তু দৃঢ় ফ্যাব্রিক ব্যবহার করেছে। অক্সফোর্ড ফ্যাব্রিক সচরাচর একটু মোটা হয় এবং এই ফ্যাব্রিক সহজে মলিন হয় না। স্যুটকেসের ভেতরের ফ্যাব্রিক মলিন হলে স্যুটকেসের ভেতর কাপড় বা গ্যাজেটেও তার প্রভাব পড়ে।

তাই শুধু বাইরেই নয়, ভেতরেও শাওমি যত্নের কথা ভেবেছে। আবার ভেতর পকেটের বৈচিত্র্যের পাশাপাশি ইলাস্টিক ব্যান্ডগুলো বেশ ভালোভাবে যোগ করেছে। ফলে গ্যাজেট, কাপড় সব একসঙ্গে টাইট হয়ে থাকবে। আর ভ্রমণে ঝাকিঝুকি যা-ই হোক না কেন ভেতরে কোনো উত্তাল ঝড় থাকবে না।

ওয়ালেট, ফাইল থেকে শুরু করে সবই রাখুন ভেতরে। ভেতরে গুছিয়ে রাখার জিনিসের অভাব নেই।

পরীক্ষিত স্যুটকেস

একটা স্যুটকেসকে কতগুলো পরীক্ষা দিতে হয়? আর প্রতিষ্ঠানগুলোই বা কতটুকু আমাদের জানায়? খুব বেশি কিন্তু না। সেদিক থেকে শাওমির এই স্যুটকেস যেন এক অগ্নিপরীক্ষার সম্মুখীন হয়েছে। এই স্যুটকেটে ইন্টারন্যাশনাল কোয়ালিটি টেস্ট, টাই রড অসিলেশন টেস্ট, হ্যান্ডল অসিলেশন টেস্ট, ওয়াকিং টেস্ট, ইম্প্যাক্ট রেসিস্ট্যান্স টেস্ট, স্ট্যাটিক প্রেশার টেস্ট, ওয়াটার রেজিস্ট্যান্ট টেস্ট করা হয়েছে।

এতগুলো টেস্ট যখন করা হয়েছে তখন অন্তত নিশ্চিত থাকতে পারেন, আপনার ভ্রমণে বহনের ফান বাড়ছে।

শেষে একটু বলি,

অনেক লম্বা লেখা। সচরাচর একটু লম্বা করেই লিখতে পছন্দ করি। একটা স্যুটকেস নিয়ে কি আর বলার থাকে? গুরুত্বপূর্ণ যতকিছু বলার আছে তার সবকিছুই এখানে বলে দিয়েছি। এই স্যুটকেসটা আপনি কিনবেন কি-না সে সিদ্ধান্ত আপনার।

তবে এই স্যুটকেস যে বর্তমান সময়ের সাথে সঙ্গতিপূর্ণ এ নিয়ে অন্তত আপনাদের সন্দেহ থাকার কথা নয়। অন্তত এতক্ষণ পড়ে দেখেছেন মানে আপনিও বহনের ফান সমাধানই খুঁজছিলেন। সমাধান তো পেলেন। যদি মনে হয় স্যুটকেসটা কিনে ফেলা জরুরি তাহলে সেলসিতেই অর্ডার করে নিতে পারবেন।

What do you think?

Written by আমিরুল আবেদিন আকাশ

পেশাগত জীবনে আমি একজন সাংবাদিক। শিক্ষাজীবন এখনও শেষ করিনি। এরইমধ্যে একটি পত্রিকায় চাকরি এবং বই অনুবাদ করছি। ইংরেজি কন্টেন্ট লেখার অভিজ্ঞতা থাকায় বাংলায় তথ্যবহুল লেখা প্রচার-প্রসারের আগ্রহ থেকেই বিভিন্ন বিষয়ে লেখালেখি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Success-motivation

ভালোলাগার কাজটি শুরু করে দিন, সফলতা আসবে

পা ফাটা রোধে ঘরোয়া প্রতিকার

শীতে পা ফাটা রোধে ঘরোয়া প্রতিকার