in

LoveLove

শাওমি সি-ওয়ান স্মার্ট ইনস্ট্যান্ট হট ওয়াটার ডিসপেন্সার

Xiaomi C1 smart instant hot water dispenser review

পানি গরম করার জন্য কেটলি তো আছেই। সমস্যা হলো, প্রতিবার কেটলিতে পানি ভরে আপনাকে গরম করে নিতে হয়। আর পানির গরমের পরিমাপ কেমন হবে তা তো জানাই।

ইলেকট্রিক কেটলির রয়েছে অসংখ্য সুবিধা। আবার ইলেকট্রিক কেটলির তুলনায় হট ওয়াটার ডিস্পেন্সারের রয়েছে বাড়তি সুবিধা। দাম বেশি মনে হলেও যেকোনো স্মার্ট হোমের জন্য এটি একটি জরুরি গ্যাজেট হয়ে উঠতে পারে। প্রশ্ন হচ্ছে, ইনস্ট্যান্ট ওয়াটার ডিসপেন্সার জিনিসটা কি? জিনিসটা আপনাকে গরম পানি দিবে। ফিল্টারের মতোই হট ওয়াটার ডিসপেন্সারে পানি রাখবেন। সুইচ টিপলেই গরম পানি। কিন্তু কেটলি বাদ দিয়ে কেনই বা এত দাম দিয়ে ওয়াটার ডিসপেন্সার কিনতে যাবেন?

এসবই জানাবো শাওমি সিওয়ান স্মার্ট ইনস্ট্যান্ট হট ওয়াটার ডিসপেন্সার (Xiaomi C1 Smart Instant Hot Drinking Water Dispenser) রিভিউতে। খুব বেশি কিছু বলার নেই। তবে সুবিধাগুলো একেবারে কম মনে হবে না।

শাওমি হট ওয়াটার ডিসপেন্সার রিভিউ

হট ওয়াটার ডিসপেন্সার মানেই দ্রুত গরম পানি পাওয়া। বিশেষত এই শীতে যেকোনো বয়সের মানুষের জন্যই হট ওয়াটার ডিসপেন্সার আদর্শ একটি গ্যাজেট। কয়েকটি বিষয় একটু খেয়াল করা দরকার:

সহজ ব্যবহার

ওয়াটার কেটলি ব্যবহারের কয়েকটি অসুবিধা জানা যাক। বাচ্চারা ধরতে পারে না। তারা গরম পানি চাইলে নিতে পারছে না। শক খাওয়ার শঙ্কা থাকে। আবার গরমে হাত পুঁড়ে যাওয়ার ভয় থাকে।

আবার বৃদ্ধদের জন্যও কাজটা কষ্টের। পানি ভরো। তারপর অপেক্ষা করো। তাদেরও তো হাত পুড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু এই গ্যাজেটের মাধ্যমে সেই ঝামেলা দূর হচ্ছে।

Xiaomi C1 Smart Instant Hot Drinking Water Dispenser 2.5L, Xiaomi

BDT 6,250.00
Buy Now
cellsii.com

Description

Xiaomi Viomi Desktop Heater

Buy Xiaomi C1 Smart Instant Hot Drinking Water Dispenser 2.5L online in Bangladesh from cellsii.com. This is  Double heating structure design, 3 seconds to get the water needed - 3-mode water temperature, meeting different drinking needs and multiple security protection, avoiding the safety hazards water shortage reminder and descaling reminder.

Key features 

  • Dual heating structure design to heat water in 3 seconds
  •  3 modes of water temperature to meet different needs
  •  Easy operation with one button
  •  2.5L large water tank satisfying the daily drinking needs
  •  Child lock, overheating protection and water shortage reminder for safe application
  • High position of outlet suitable for different sizes of cup
  •  Detachable body convenient to clean

Specifications

  • Product name: Mijia Water Dispenser
  • Product model: S2201
  • Product size: 278*105*278mm
  • Product weight: Approx.1.5kg
  • Voltage: 220V Power: 2200W
  • Water tank capacity: 2.5L
  • Package size: 300*150*300mm
  • Package weight: Approx. 2.3kg

হট ওয়াটার ডিসপেন্সারে আপনি আড়াই লিটারের মতো পানি রাখতে পারছেন। যখন প্রয়োজন হবে তখনই সুইচ টিপলেই গরম পানি বের হচ্ছে। একটি ছোট পরিবারের সবার দৈনিক ৫ লিটার পানি প্রয়োজন। গরম পানি তো আর আপনারা সবসময় পানের কাজে ব্যবহার করবেন না।

মনে করুন চা খাওয়ার ইচ্ছে হলো, পানি গরম করতে হবে। আবার বাড়িতে কারো খুশখুশে কাশি তখন গরম পানি লাগবে। তখন কেটলির তুলনায় ওয়াটার ডিস্পেন্সারই আপনার জন্য আরামদায়ক।

ব্যবহারের সুবিধা শুধু এই একটি বিষয় দিয়ে যাচাই করা যায় না। এই হট ওয়াটার ডিসপেন্সারের আরেকটা সুবিধা হলো, ইনস্টল করা সহজ। প্যাকেট থেকে খুলে মাত্র দশ সেকেন্ডেই গুছিয়ে নিতে পারবেন। আবার শাওমি এর বিল্ড করেছে শক্তপোক্তভাবে। আপনি যেহেতু সহজে খুলতে পারছেন আবার লাগাতে পারছেন তাই পরিষ্কার করাও সহজ।

তবে একটা বিষয় বলে নেয়া ভাল, শাওমির ওয়াটার ডিসপেন্সারে আপনি সরাসরি ট্যাপের পানি দিবেন না। ট্যাপের পানি দিলে ভিতরে আয়রন বা সাদা খনিজ জমা হতে শুরু করবে। তাই একদম পিউরিফাইড পানি দিবেন। নাহলে পরিষ্কার করতে হবে ঘন ঘন। সেটাও ভালো, কেটলির মতো বাজে দাগ পড়বে না এটুকু নিশ্চিত।

পরিষ্কার বাদেও ডিস্পেন্সারের আউটলেট পজিশন বড়। আউটলেট পজিশন বড় হওয়ায় আপনি সহজেই যেকোনো মাপের কাপ রাখতে পারবেন। অনেকটা দোকানের রেডিমেড কফি বা চায়ের মেশিনের মতো। সুইচ টিপলেই গরম পানি।

মাত্র ৩ সেকেন্ডে গরম পানি, বিদ্যুৎ খরচ অত না

হট ওয়াটার ডিসপেন্সার মাত্র ৩ সেকেন্ডে পানি গরম করে দেয়। কিন্তু কিভাবে? ডিসপেন্সার চালু হলেই ২২০০ ওয়াট পর্যন্ত পৌছায়। ২২০০ ওয়াট কিন্তু কম নয়। বিদ্যুৎ খরচ হবে ভয়াবহ তাইনা?

আসলে না। ২২০০ ওয়াট মাত্র ওই তিন সেকেন্ডের জন্য। তাতে অত বিদ্যুৎ খরচ হয় না। আর এত বেশি ওয়াট হওয়ায় পানি দ্রুত গরম হয়। কেটলিতে আপনি তা পাবেন না।

পানি গরমের স্মার্ট গ্যাজেট

পানি গরম করার জন্য স্মার্ট গ্যাজেট আবার কি? স্মার্ট বলতে ব্যবহারের সুবিধাকে বোঝায়। শাওমির সি-ওয়ান হট ওয়াটার ডিসপেন্সারটি স্মার্ট কারণ এর সঙ্গে চারটি এডজাস্টেবল বাটন দেয়া হয়েছে। বাটনগুলোর মান ভালো। দীর্ঘদিনেও নরম হয়ে যাওয়া বা কার্যকারিতা হারানোর শঙ্কা নেই।

চারটি বাটন থাকলেও আলাদাভাবে এদের কাজ মনে রাখার প্রয়োজনই নেই। প্রথমদিনেই বুঝে ফেলবেন প্রতিটার আলাদা ফাংশন কি। বামদিকের প্রথমে রয়েছে ‘চাইল্ড লক বাটন’। এই বাটনের মাধ্যমে ঘরে কোনো বাচ্চা থাকলে হুটহাট টেপাটেপি করবে না। সুবিধা হলো, অনেক সময় ডিসপেন্সারের সামনে সুইচ টিপে দিতে পারে ওরা। তখন পানি ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পাশাপাশি বাচ্চার গায়েও লাগতে পারে। এই সুইচটি দারুণ। লংপ্রেস করলেই চাইল্ড লক খোলা যাবে। বড়দের জন্য তাই নিশ্চিন্ত হওয়ার সুযোগ অনেক।

শাওমি ওয়াটার ডিসপেন্সারটির স্মার্ট বাটনের মাধ্যমে নিমিষেই পাওয়া যাবে স্বাভাবিক মাত্রার পানি, কুসুম গরম পানি অথবা ফুটন্ত পানি।

আর সেফটির জন্য ডিসপেন্সার থেকে বিপ সাউন্ড হবে। বাটনগুলোর আওয়াজও স্পষ্ট শোনা যায়। এই জায়গায় প্রিমিয়াম একটি ভাব রয়েছে।

তারপর স্বাভাবিক তাপমাত্রার বাটন। এই বাটনটি সবচেয়ে কাজের। শীতের সময় ভয়ংকর ঠান্ডা পানি খেতে খুব ভালো লাগে। কিন্তু এই পানি খেলে ঠান্ডা-সর্দি লেগে যেতে পারে। আপনার বাড়িতে যদি এই ডিসপেন্সার রাখেন তাহলে বারবার পানি গরম করে নিতে হবে না।

কুসুম গরম পানির জন্য পরবর্তী বাটন। চা বা কফি খেতে হলে এই বাটনের সাহায্য নিবেন।

সবার শেষে ফুটন্ত পানির বাটন।

অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে আপনি তিন ধরনের গরম পানিই পাবেন। দুশ্চিন্তা অনেকাংশেই কমে আসবে।

এখানেই শেষ নয়। অতিরিক্ত গরম হয়ে গেলে আপনাকে ডিসপেন্সার ওয়ার্নিং দিবে। তখন সুইচ বন্ধ করে নিতে পারবেন। আবার পানি পর্যাপ্ত না থাকলেও আপনাকে ইন্ডিকেট করবে ডিসপেন্সারটি। সব সুবিধাই পাচ্ছেন এই গ্যাজেটে।

সাউন্ডের সঙ্গে আপনি দ্রুতই এডজাস্ট করতে পারবেন। একটা বিপ জানাবে যে আপনার ডিসপেন্সার ঠিকমতো কাজ করছে। দুটো বিপ বোঝাবে ডিসপেন্সার লক করা। তিনটি বিপ বাজলেই বুঝবেন পানি দেয়া বন্ধ করে দিয়েছে।

সব মিলিয়ে শাওমির এই হট ওয়াটার ডিসপেন্সার শীত ও গরম সব সময়ের জন্যই প্রয়োজনীয় একটি গ্যাজেট। কেটলির তুলনায় এর উপকারিতার বিষয়টি এড়িয়ে যাওয়ার নয়।

What do you think?

Written by আমিরুল আবেদিন আকাশ

পেশাগত জীবনে আমি একজন সাংবাদিক। শিক্ষাজীবন এখনও শেষ করিনি। এরইমধ্যে একটি পত্রিকায় চাকরি এবং বই অনুবাদ করছি। ইংরেজি কন্টেন্ট লেখার অভিজ্ঞতা থাকায় বাংলায় তথ্যবহুল লেখা প্রচার-প্রসারের আগ্রহ থেকেই বিভিন্ন বিষয়ে লেখালেখি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Food for damaged hair care

ক্ষতিগ্রস্থ চুলে প্রাণ ফিরিয়ে আনতে ১০টি খাবার

super food for winter skin care

শীতের শুষ্কতা থেকে ত্বককে বাঁচাবে ৫টি সুপার ফুড