যদিও বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্ব টাচস্ক্রিন নির্ভর হয়ে পড়েছে, তবে কখনও কখনও কিছু লিখতে, আঁকতে, বা নোট করার জন্য হাতে একটি কলম থাকলে ভালো হয়। ঠিক এই সময়েই প্রয়োজন হয় একটি সেরা স্টাইলাস পেন-এর। লেখা, আঁকা, স্কেচসহ আরো অনেক কিছু করার জন্য স্টাইলাস টাচস্ক্রিন ডিভাইসের সাথে কাজ করে। সাধারনত ব্র্যান্ড এবং মডেল ভেদে এদের ফিচার কমবেশী হয়ে থাকে। আজকে আমরা জনপ্রিয় বাসাস ব্র্যান্ডের CSP01 স্কয়ার লাইন ক্যাপাসিটিভ অ্যান্টি মিসোপেরাশন স্টাইলাস পেন-টি নিয়ে রিভিউ করবো। চলুন পেনটি সম্পর্কে বিস্তারিত জানা যাক।
প্রোডাক্ট স্পেসিফিকেশন
• ম্যাটেরিয়াল- অ্যালুমিনিয়াম অ্যালয়
• পেন টিপ- ১.০mm
• ব্যাটারি- লিথিয়াম পলিমার ব্যাটারি ১৪০ mAh
• চার্জিং স্পেসিফিকেশন- ৫V/০.১৩A
• চার্জিং- ইন্টারফেস টাইপ-সি
• চার্জিং-এর সময়- প্রায় ১ ঘন্টা
• ব্যবহারের সময়সীমা- পরিপূর্ন চার্জ থাকলে একটানা ১৮ ঘন্টা ব্যবহার করা যাবে
• সাইজ-১৮০X৯.৬mm
• ওজন- ২১ গ্রাম
Baseus CSP01 Square Line Capacitive Anti Misoperation Stylus Pen, Baseus
as of November 28, 2024
Price History
Statistics
Current Price | BDT 2,550.00 | November 28, 2024 |
Highest Price | BDT 2,550.00 | November 27, 2024 |
Lowest Price | BDT 2,550.00 | November 27, 2024 |
Last price changes
BDT 2,550.00 | November 27, 2024 |
Baseus CSP01 Stylus Pen
Buy Baseus CSP01 square line capacitive anti misoperation stylus pen online in Bangladesh from Cellsii.com. This introducing the for the iPad with amazing features such as draw to text and non-streak precision, for a price that won’t break the...
বিস্তারিত
১। প্রেসিশন
একটি স্টাইলাস হবে এমন যেটা কোন প্রকার ওভারল্যাপিং বা অসামঞ্জস্যপূর্ণ ভার্টিকেল স্পেস ছাড়াই লিখবে। CSP01 স্কয়ার লাইন স্টাইলাসটি দিয়ে যখন আপনি আঁকবেন, তখন এটি দিয়ে ঠিক একই লাইনের উপরেই অবিকল এবং বারবার দাগ ওঠে। শুধু তাই নয় স্ক্রিনের উপরে লাইনটি কোন প্রকার লক্ষনীয় ল্যাগ ছাড়াই স্টাইলাসের টিপের খুব ক্লোজ থাকে।
২। অত্যাধুনিক ফিচার
বাসাস এর এই স্টাইলাসটি অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ। যেমন নন-স্টিক প্রেসিশন, প্রেসার সেন্সিটিভিটি, পাম রিজেকশন ইত্যাদি। এই সব কিছুই আপনাকে স্ক্রিনের আঁকার ও লেখার চমৎকার অভিজ্ঞতা দেবে। এই সবগুলো ফিচারই বর্তমান সময়ের জন্য উপযুক্ত।
৩। আরামদায়ক
যারা ড্রইং অথবা ডিজাইনের কাজ করে তাদের দীর্ঘসময় ধরে স্টাইলাস ব্যবহার করতে হয়। তাই এটি আরামদায়ক হওয়া খুব জরুরী। এতে সঠিকমানের গ্রিপ থাকতে হবে। তবে আরাম অনুভব করার জন্য মোটা পাতলা হওয়ার বিষয়টা সবার জন্য এক না, কারণ কেউ মোটা বডির পেন দিয়ে কাজ করে পছন্দ করে তো কেউ পাতলা বডির পেন পছন্দ করে।
এছাড়াও অনেকে রাবারাইজড গ্রিপ বা এঙ্গেলড গ্রিপ পছন্দ করে। তবে বাসাসের এই মডেলটি কখনো আপনার আঙ্গুলে ক্র্যাম্প বা ক্ষত তৈরি করবে না। অর্থাৎ আপনি নিঃসন্দেহে এই স্টাইলাসুটি দিয়ে দীর্ঘসময় ধরে ড্রইং ও ডিজাইনের কাজ করতে পারবেন আঙ্গুলের কোন ক্ষতি ছাড়াই।
৪। রেজিস্টেন্স
এই অসাধারন স্টাইলাসটি iPad-এর স্ক্রিন এবং এর নিবের মধ্যে সঠিক পরিমানের ফ্রিকশন তৈরি করে। এর নিব অনেক বেশী মসৃন বা পিচ্ছিল নয় যার কারনে আপনি এর উপর নিয়ন্ত্রন রাখতে পারবেন। যেভাবে আপনি একটি সাধারন কলম দিয়ে কাগজের উপর লিখতে পারেন ঠিক তেমন ভাবেই এই স্টাইলাসটি দিয়ে স্ক্রিনের উপর লিখতে পারবেন। কারণ নিব খুব বেশী স্টিকি হলে ভুল চিহ্ন তৈরি হতে পারে এবং হাতের উপরেও অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
৫। ভারসাম্য ও ওজন
ভারসাম্য রক্ষার জন্য একটি ভালোমানের স্টাইলাসের ওজন পুরো বডিতে সমান থাকবে। অর্থাৎ নিবের অংশে যতটা থাকবে শেষ প্রান্তেও ততটায় থাকবে। এর পেনটি ধরতে ও ব্যবহার করতে আরামদায়ক হবে এবং ভারসাম্য রক্ষার করাও সহজ হবে।
বাসাসের CSP01 স্কয়ার লাইন স্টাইলাসটির ওজন মাত্র ২১ গ্রাম এবং নিব থেক অপর প্রান্ত পর্যন্ত ওজন সমান। এই কারনে এই পেনটি দিয়ে যখন আপনি লিখবেন তখন ভারসাম্য রক্ষা করতে কোন সমস্যা হবে না।
কী ফিচার
• প্রেসিশন টিপ বেঁকে বা কাট আউট হয়ে যায় না।
• লেখাকে টেক্সট-এ পরিনত করতে পারে।
• দীর্ঘস্থায়ী ব্যাটারি
• টাচ সেন্সেটিভ
• সূক্ষ্ম প্রিন্টের কাজগুলো করার কাজে ব্যবহার করা যায়।
• স্টাইলাস এবং টাচের মধ্যে বিভ্রান্তি তৈরি করে না।
• স্পম্পুর্ন মেটালের তৈরি এই পেন-এ রয়েছে শক্তিশালী ম্যাগনেটিক ডিজাইন
• iPad (pro ১২.৯ ইঞ্চি (3rd gen) এবং Pro ১১.inch) এর সাথে ম্যাগনেটিকভাবে সংযুক্ত থাকে।
• রিপ্লেস করার জন্য অতিরিক্ত নিব সাথেই থাকে
• পেনটি “রেডি টু ইউজ” অবস্থায় থাকে অর্থাৎ বক্স থেকে বের করেই ব্যবহার করতে পারবেন।
• ৫ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে স্লিপ মোডে চলে যাবে।
পরিশেষে, আমরা যখন কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস কিনতে চাই তখন এর ফিচারগুল আপডেট ভার্সনের হওয়া জরুরী। এছাড়াও এগুলো আপনার চাহিদা পূরন করতে পারছে কিনা সেটাও দেখা জরুরী। বাসাসের CSP01 স্কয়ার লাইন স্টাইলাসটি আপনার সব ধরনের চাহিদা পূরনে সক্ষম। এটি আপডেটেড, টাচ ও প্রেসার সেন্সিটিভ, ওজনে হালকা ও আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির কারনে অসাধারন ইউজার এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।
GIPHY App Key not set. Please check settings