in

LoveLove LOLLOL OMGOMG

স্টাইলাস পেনঃ কেনার আগে জানা দরকার

স্টাইলাস পেন কি?

Stylus Pen Buy in BD

আপনি কি ট্যাবলেট ব্যবহার করেন? তাহলে স্টাইলাস পেনের প্রয়োজনীয়তা নিশ্চয় জানেন। ট্যাবে ইলেকট্রনিক নোট লেখা, ওয়েব সার্ফ করা এবং ডিজিটাল আর্টওয়ার্ক তৈরি করা ইত্যাদি কাজের জন্য প্রয়োজন স্টাইলাস পেন। কারন কেবলমাত্র আঙ্গুলের ব্যবহারে এই কাজগুলো নিখুঁতভাবে করা সম্ভব হয় না। আপনি যদি আপনার ট্যাবটিকে শুধু ইউটিউব আর গেমস-এর কার কাজে সীমাবদ্ধ না রেখে বহুমূখী কাজে ব্যবহার করতে চান তবে এই পেনটির প্রয়োজন হবে। আমাদের দেশেও ধীরে ধীরে এর ব্যবহার বৃদ্ধি পেতে শুরু করেছে এবং অনেকেই এটি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে থাকেন। তাই আজকে আমরা আলোচনা করবো স্টাইলাস পেন কি এবং এটি কেনার আগে কোন বিষয়গুলোর উপর নজর দেয়া জরুরী তা নিয়ে। চলুন তাহলে শুরু করি।

স্টাইলাস পেন কি?

আপনি যদি স্টাইলাস পেন সম্পর্কে অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে হয়ত মনে করতে পারেন সামান্য এক পেন নিয়ে এত হট্টগোলের কি আছে। কিন্তু স্টাইলাস পেন আদতে সাধারন কোন কালি কলম নয় বরঞ্চ এটি একটি সাধারন কলমের মত দেখতে অসাধারন গ্যাজেট যা দিয়ে আপনি যে কোন টাচস্ক্রিন এবং ইলেকট্রনিক ডিভাইসগুলোকে পয়েন্ট করতে, সোয়াইপ করতে, সাইন করতে বা কিছু আঁকতে পারবেন। এখনকার স্টাইলাসগুলো রাবার অথবা কনডাকটিভ ফোম দিয়ে তৈরি। এই পেনগুলো একটিভ ও প্যাসিভ উভয় ফর্মে পাওয়া যায়।  

স্টাইলাস পেন কেনার আগে যে বিষয়গুলোর দিকে নজর দেয়া জরুরী

১। আরামদায়ক অনুভূতি

একটি ভালো স্টাইলাস পেন এমন হওয়া উচিত যেটা আপনার হাতে আরামদায়কভাবে ফিট হবে। এর ওজন খুব বেশী হওয়া যাবে না এবং চমৎকার একটা ভারসাম্য থাকতে হবে। অনেকেই নিজের পছন্দ মত মোটা বা পাতলা পেন ব্যবহার করে তবে আপনার যদি কার্পাল টানেল সিনড্রোম বা অনুরূপ কোন স্বাস্থ্যগত সমস্যা থাকে তবে আপনার জন্য অপেক্ষাকৃত পুরু বা মোটা পেন ব্যবহার করা ভালো হবে।

২। নিব বা টিপ

নিব হল স্টাইলাস পেনের প্রধান অংশ যা টাচস্ক্রিনের সংস্পর্শে আসে। এটি ফ্যাব্রিক, রাবার বা  প্লাস্টিকের হতে পারে। এখানে আমরা এই সবগুলো ধরন নিয়েই সংক্ষেপে আলোচনা করবো।

  • রাবার নিব: এটি সবচেয়ে কমন নিব। এগুলো বেশ ফ্লেক্সিবল এবং টাচস্ক্রিনে আপনার আঙুলের সাথে খুব ভাল কাজ করে। এগুলো প্লাস্টিকের নিবের চেয়ে কিছুটা বেশি ড্র্যাগ করতে পারে যার কারনে ট্যাবলেটে লেখাকে একটু বেশি চ্যালেঞ্জিং করে তুলতে পারে। তবে আপনি যখন কোন স্মুথ লাইন ড্র করবেন তখন এই অতিরিক্ত ড্র্যাগিং এর বিষয়টা আপনার জন্য সুবিধাজনক হবে।
  • ফ্যাব্রিক নিব: এই নিবগুলো খুব বেশী একটা জনপ্রিয় না এবং সব ক্ষেত্রে উপযুক্তও মনে করা হয় না। রাবার নিবের মত এতেও ড্র্যাগিং সংক্রান্ত সমস্যা রয়েছে যার কারনে এই নিব সবার জন্য সঠিক চয়েস নয়।
  • প্লাস্টিক নিব: আপনি কি আপনার ট্যাবলেট এ প্রচুর পরিমানে লেখালেখির কাজ করেন? তাহলে প্লাস্টিক নিব আপনার জন্য সঠিক চয়েস হবে কারন স্ক্রিনের উপর এই নিবগুলো খুব কম ড্র্যাগ করে।  কিন্তু প্লাস্টিকের নিব রাবারের চেয়ে শক্ত এবং কম ফ্লেক্সিবল হওয়ায় এটি স্ক্রিনের সংস্পর্শে এলে বেশি শব্দ করে।
  • নিবের আকার: নিবের আকারের দিকেও আপনাকে নজর দিতে হবে। বেশিরভাগ নিবের ব্যাস প্রায় ছয় মিলিমিটার হয়, তবে এগুলি ছোট বা বড় হতে পারে। নিব যত ছোট হবে, আপনি তত বেশি নিখুঁতভাবে কাজ করতে পারবেন।   
  • ইন্টারচেঞ্জেবল নিব: কিছু স্টাইলাস পেনে ইন্টারচেঞ্জেবল নিব থাকে যেগুলো আপনি প্রয়োজনে অন্য নিবের সাথে চেঞ্জ করে নিতে পারবেন। তবে আপনি যদি এই ধরনের স্টাইলাস কিনে থাকেন, তাহলে এর এক্সট্রা নিবগুলো হাতের কাছে রাখুন যাতে প্রয়োজন হলে আপনি তাৎক্ষনিক চেঞ্জ করে নিতে পারেন।  

৩। পাওয়ার

বেসিক স্টাইলাস পেনগুলো হল একধরনের পেন যেগুলোর একপ্রান্তে একটি রাবার নিব থাকে এবং এর জন্য চার্জ করার প্রয়োজন হয় না। কিন্তু আপনি যদি ব্লুটুথ বা ইলেকট্রনিক স্টাইলাস পেন ব্যবহার করতে চান তবে এটি কীভাবে চার্জ হয় সেদিকেও আপনাকে নজর দিতে হবে। ইলেকট্রনিক স্টাইলাস পেনে সাধারনত একটি রিচার্জেবল বা রেপ্লেসেবল ব্যাটারি থাকে। 

এই বিষয়গুলো হল ব্যাসিক পয়েন্ট যা একটি স্টাইলাস পেন কেনার আগে অবশ্যই বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা জরুরী। তবে এর বাইরেও পেনের প্রেসার সেন্সিভিটি লেভেল দেখে নেয়া দরকার। আরো কিছু গুরুত্বপূর্ন ফিচার যেমন পাম রিজেকশন, প্রোগ্রামেবল বাটন ইত্যাদিও দেখে নেয়া ভালো হবে। আর সবশেষে এর ক্যারিং কেসের দিকেও একবার নজর দিয়ে নিতে ভুলবেন না।

What do you think?

Written by সানজিদা আলম

একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। টেকনোলজি, স্বাস্থ্য, প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। লেখালেখির পাশাপাশি ভালোবাসি পড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

how-effective-are-dietary-supplements-for-weight-loss

ওজন কমাতে ডায়েটরী সাপ্লিমেন্ট কতটা ফলপ্রসু?

tips to keep mobile phone battery safe

মোবাইলের ব্যাটারিকে রাখুন সুরক্ষিত