in

CuteCute LoveLove

বাসাস কাউন্টডাউন টাইমার প্রো রিভিউ

Baseus countdown timer pro

বাসাস ব্র্যান্ডের এই কাউন্টডাউন টাইমারটি সম্পর্কে বিস্তারিত জানলে হয়ত অবাক হবেন। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে পড়াশুনা, ব্যায়াম, রূপচর্চা বা রান্নাঘরের কাজে এই টাইমারটি অত্যন্ত সহায়ক হতে পারে। আর আধুনিক রান্নাঘর মানেই নানারকম স্মার্ট গ্যাজেট এবং অ্যাপ্ল্যায়েন্সের সমাহার। এই সব স্মার্ট গ্যাজেট কেবল আপনার কাজকর্মকে সহজই করে না সাথে সময়ও বাঁচায়। আজকে এমনই এক অসাধারন স্টাইলিশ এবং ফ্যাশেনেবল টাইমারের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব। স্মার্ট গ্যাজেট পণ্যের জগতে জনপ্রিয় ব্র্যান্ড বাসাস এর তৈরি এই অসাধারন গ্যাজেটটির নাম হল বাসাস হেয়ো রোটেশন এলইডি ডিসপ্লে কাউন্টডাউন টাইমার প্রো

টাইমার প্রো কেন ব্যবহার করবেন? গ্যাজেট এক্সপার্টদের মতে, এই ডিভাইসটিকে আপনি রান্নাঘরের কাজে ব্যবহার করতে পারবেন এবং ব্যায়াম, ইয়োগা এবং মিটিং এর সময়ও ব্যবহার করতে পারবেন। চলুন দেখি এই অসাধারন ডিভাইসটিতে আর কি কি রয়েছে।

টেকনিক্যাল স্পেসিফিকেশন

  • পণ্যের নাম: বাসাস হেয়ো (Baseus Heyo) রোটেশন কাউন্টডাউন টাইমার প্রো
  • পণ্যের রং: কালো
  • পাওয়ার সাপ্লাই: ৩ * AAA ব্যাটারি
  • মিনিমাম স্টেপ: ৫ সেকেন্ড
  • সর্বোচ্চ টাইমার সময়: ৯৫ মিনিট ৫৫ সেকেন্ড
  • ডাইমেনশন: ৭৮ * ৭৮ * ২৭.৫ মিমি
  • ওজন: ৭০ গ্রাম

ডিভাইসের ফাংশনসমূহ

  • টাইমিং ফাংশন: কাউন্টিং আপ/কাউন্টিং ডাউন।
  • মেমরি ফাংশন: কাউন্টডাউন টাইমার শেষ হওয়ার পরে, ডিসপ্লেতে থাকা মানটির স্থানে সর্বশেষ সেট করা মানটি ফিরে আসে, যা পরবর্তী সময় সেট করার জন্য সুবিধাজনক।
  • ৮০° কোণে এ্যাডজাস্টেবল: আপনার প্রয়োজন বা চাহিদা অনুযায়ী এ্যাডজাস্ট করা যাবে।
  • ৩-মোড ভলিউম সেটিং: লাউড-মোড (৮০-৯০dB), সফট-মোড (৬০-৭৫dB), সাইলেন্ট-মোড (কোনও ভলিউম নেই)। 
  • ম্যাগনেটিক বেস: ফ্রিজ এবং মাইক্রোওয়েভ ওভেনের মতো মেটাল বডির যে কিছুর সাথে লাগিয়ে রাখা যাবে।  
  • বাজার: ডি প্রম্পট টোন।

মূল ফিচারসমূহ

১। আল্ট্রা ক্লিয়ার এলইডি ডিসপ্লে

ডিজিটাল টাইমারটিতে ৩.২ ইঞ্চির বড় কালো স্ক্রীন রয়েছে যেটা দেখতে যেমন স্টাইলিশ তেমনই ফ্যাশেনেবল। এই গাঢ় কালো স্ক্রীনের উপর লেখাগুলো সাদা রঙ্গে আসে যার কারনে যে কোন কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের জন্যেও পড়া সহজ হয়। প্রিমিয়াম ABS এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই ডিভাইসটি অনেক বেশী মজবুত ও টেকশই। রান্নাঘরের যে কোন কাজ যেমন ডিম সিদ্ধ থেকে শুরু করে বেকিং পর্যন্ত অথবা শিক্ষকের ক্লাসরুম, ব্যায়াম বা গেমস যাই হোক না কেন, যে কোন ক্ষেত্রেই এই টাইমার চমৎকার কাজে আসে।   

দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে পড়াশুনা, ব্যায়াম, রূপচর্চা বা রান্নাঘরের কাজে এটি দারুন সহায়ক একটি ডিভাইস।

২। অতিরিক্ত নয়েজের কোন সমস্যা নেই

৩ স্তরের এডজাস্টেবল ভলিউম রয়েছে ডিভাইসটিতে। প্রথমটি হল লাউড অ্যালার্ম (৮০-৯০dB) সহ ভিজ্যুয়াল টাইমার কাউন্টার যেটা আপনি অন্য ঘরে থেকেও শুনতে পারবেন। দ্বিতীয়টি হল সফট ভলিউম (৬০-৭৫dB) যেটা অনেকটা লাইট তাই ছোট বাচ্চাদের শ্রবণশক্তির উপর তেমন কোন ক্ষতিকর প্রভাব ফেলে না। আর তৃতীয়টি হল সাইলেন্ট মোড (কোন ভলিউম নেই)। এই মোডে কোন শব্দ তৈরি হয় না, কেবলমাত্র ডিজিটাল নাম্বারগুলো ব্লিঙ্ক করবে এবং আপনাকে মনে করিয়ে দেবে যে সময় হয়ে এসেছে।  

৩। বয়স্ক এবং বাচ্চাদের জন্য ব্যবহার করা সহজ

এটি দুটি কাউন্টিং মোড এবং মেমরি ফাংশন সহ ডিজিটাল কিচেন টাইমারের আপগ্রেড সংস্করণ। মাত্র একটি বোতাম অপারেট করে সময় সেট করা যায় যা নিতান্তই সহজ ব্যাপার। ডিজিটাল টাইমারগুলো ৯৯ মিনিট ৫৫ সেকেন্ড থেকে শূন্য পর্যন্ত গণনা করে, বা স্টপওয়াচ হিসাবেও শূন্য থেকে ৯৯ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত গণনা করে। সেই সাথে আপ এবং ডাউন কাউন্টিং সাপোর্ট করে এবং নতুন সময় সেট না করা পর্যন্ত সর্বশেষ সেটিংস মনে রাখে। 

৮০° কোণে এ্যাডজাস্টেবল জন্য প্রয়োজন অনুযায়ী যেকোনভাবে এ্যাডজাস্ট করে নিতে পারবেন

৪। রান্নার কাজটি আরো সহজ করে তোলে

ম্যাগনেটিক বেজের এই ডিভাইসটি ৮০° কোণে এডজাস্টেবল। তাই আপনি আপনার প্রয়োজনমত এই ম্যাগনেটিক কিচেন টাইমারটিকে ০-৮০ ডিগ্রী পর্যন্ত এডজাস্ট করতে পারবেন। ডিভাইসটির শক্তিশালী ম্যাগনেটিক বেজ ডিজাইনের সাথে নো-স্লিপ ফিচার রয়েছে। যার কারনে একে আপনি রেফ্রিজারেটর, ক্লাসরুমের হোয়াইটবোর্ড, কুকার, স্টুডেন্ট ট্যাবলেট, লোহার তৈরি যে কোন সারফেস, স্পোর্টস জিম বা যেকোনো মেটাল বডির সাথে লাগিয়ে রাখতে পারবেন। এতে রান্নাঘরেও আপনার ডিভাইসটি ময়লা বা তেলতেলে হয়ে যাবে না।

ব্যবহারবিধি

এই ডিভাইসটি ব্যবহার করা খুবই সহজ। শুধুমাত্র রিং টি ঘুরিয়েই একে স্টার্ট করা যায়। সাথে সাথেই স্ক্রীনটি জ্বলে উঠবে এবং কিছু সংখ্যা দেখাবে। রোটেশন স্পিডের উপর নির্ভর করে মিনিট এবং সেকেন্ড নিয়ন্ত্রন করা যায়। তবে ডিভাইসটি যদি LiPo ব্যাটারির পরিবর্তে USB টাইপ C চার্জিং ব্যাটারি ব্যবহার করত তাহলে এই ডিভাইসটি আরো অনেক বেশী জনপ্রিয় হত। পরিশেষে, বাসাস একটি সিম্পল কিন্তু স্টাইলিশ এই ডিভাইস তৈরি করেছে যা সত্যিকার অর্থেই অনেক বেশি কাজের। এর উজ্জ্বল ডিসপ্লেটি খুব চমৎকার।

What do you think?

13 Points
Upvote Downvote

Written by সানজিদা আলম

একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। টেকনোলজি, স্বাস্থ্য, প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। লেখালেখির পাশাপাশি ভালোবাসি পড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Why eat food supplements? What are its benefits?

ফুড সাপ্লিমেন্ট কেন খাবেন? এর সুবিধাগুলো কি কি?

What kind of hair shampoo should be used?

কোন চুলে কেমন শ্যাম্পু ব্যবহার করা উচিত?