ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর মেশিন (সংক্ষেপে বিপি মেশিন হিসেবে অধিক পরিচিত) এখন বেশ জনপ্রিয়। সাধারন মানুষ তো বটেই এমন কি অনেক ডাক্তারের চেম্বারেও এখন ডিজিটাল বিপি মেশিন ব্যবহার করতে দেখা যায়। শাওমি ব্র্র্যন্ডের একটি বিপি মেশিন সম্পর্কে জানার চেষ্টা করবো এই লেখায়।
উচ্চ রক্তচাপ বর্তমানে সাধারন একটি শারীরিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যারা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন তারা স্ট্রোক, হার্ট এ্যাটাক ইত্যাদি সহ বড় ধরনের মৃত্যুঝুকির মধ্যে থাকে। তাই ডায়াবেটিসের মত উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রনে রাখার জন্য নিয়মিত চেক করতে হয়। আমাদের দেশে বর্তমানে অনেক ধরনের ব্লাড প্রেশার মাপার মেশিন পাওয়া যায় যেগুলোতে ব্র্যান্ড এবং মডেল ভেদে বিভিন্ন ধরনের ফিচার থাকে। আজকে শাওমি এ্যান্ডন ডিজিটাল স্মার্ট ব্লাড প্রেশার মনিটর এবং হার্ট রেট কাউন্টার মেশিন নিয়ে কথা বলবো যেটা বর্তমান বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন তাহলে শুরু করি।
Xiaomi Andon KD-5901 Smart Digital Blood Pressure Monitor, Xiaomi
পন্যের বিবরণ
শাওমি মোবাইল সহ আরো অনেক ধরনের ডিভাইস ও হোম এপ্লাইয়েন্স এর জন্য অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের আরো একটি অসাধারণ সংযোজন হল শাওমি এন্ডন (Andon) ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর এবং হার্ট রেট কাউন্টার মেশিন। এই স্মার্ট ব্লাড প্রেশার মিটারটি Andon ব্র্যান্ডের অধীনে Tianjin Jiu’an Medical Electronics Co. Ltd. তৈরি করেছে। এই কোম্পানিটি ইতোমধ্যেই শাওমির ইকো ব্র্যান্ড হিসেবে কাজ করা শুরু করেছে এবং পণ্য উৎপাদন করছে।
ডিজিটাল বিপি মেশিন কেনার ব্যাপারে অনেকের ভিতরেই একটি সংশয় কাজ করে যে এটি আদৌ কাজ করবে কিনা বা বিশেষ করে সঠিক মাপ দিবে কিনা ইত্যাদি। এক্ষেত্রে অবশ্যয় ভালো ব্র্যান্ড ও কোয়ালিটি দেখে কিনলেে এসব সমস্যায় পরতে হবে না।
এই স্মার্ট ডিভাইসটি ওয়াই ফাই এর সাথে কানেক্ট হতে পারে। এতে ৫.২ ইঞ্চি LED LCD স্ক্রিন এবং ২,২০০ mAh ব্যাটারি রয়েছে। এই ডিভাইসটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এটি খুব সহজেই ব্যবহার করা যায়। এটি হার্ট রেট মনিটরিং এবং প্রেসার রেকর্ডের তুলনামূলক নির্ভুল ফলাফল দেয়। এটি সময়ের সাথে গ্রাফ তৈরি করে এবং ডেটা সংরক্ষন করে একই সাথে তাৎক্ষনিক মেসেজিং এ্যাপ্লিকেশনগুলোর সাথে সিঙ্ক্রোনাইজ করে। এর অর্থ হল আপনার ব্লাড প্রেশার রেট যদি পরিবর্তন হয় তাহলে রেকর্ড থেকে তা জানতে পারবেন। এই অত্যাধুনিক ডিভাইসটি মাত্র দুটি বাটন দিয়ে অপারেট করা যায়।
মূল ফিচারসমূহ
- হোম অ্যাপ কনট্রোল সাপোর্ট করে
- সিম্পল ওয়াই ফাই কানেকশন
- ৫.২ ইঞ্চি LED ডিসপ্লে
- ডুয়াল ইউজার মোড
- বিল্ড ইন ২২০০ mAh রিচার্জেবল ব্যাটারি
- কাফ সেটিংস প্রায় সকলের জন্যই আরামদায়ক
- ভয়েস ব্রডকাস্টঃ চাইনিজ
স্পেসিফিকেশন
- ব্র্যান্ডঃ Andon (শাওমি ইকোলজিক্যাল চেইন)
- মডেলঃ KD-5907
- কাফ সাইজঃ ২২- ৩০ সেমি.
- মিজারমেন্টঃ ০-৪০Kpa(০-৩০০mmHg)
- পালসঃ ৪০- ১৮০ বার/মিনিট
- একুরেসিঃ ±৩mmHg
- পাওয়ারঃ ২২০০ মিলি আম্পায়ার লিথিয়াম ব্যাটারি
- হোস্ট ওয়েটঃ ৪০৫ গ্রাম (কাফের ওজন বাদ দিয়ে)
- ওয়ার্কিং কন্ডিশনঃ ৫-৪০℃/<৮০% আপেক্ষিক আর্দ্রতা/৮০-১০৫kPa বায়ুমণ্ডলীয় চাপ
- মেশিন সাইজঃ ১৭২ মিমি * ৯৮ মিমি * ৫৮ মিমি
ডিসপ্লে
শাওমি অ্যান্ডন ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর এবং হার্ট রেট কাউন্টার ডিভাইসটি ৫.২ ইঞ্চি এলইডি এলসিডি ডিসপ্লে রয়েছে যেটা প্রায় একটি স্মার্টফোন স্ক্রিনের সমান। এই বিশাল স্ক্রিনে খুব স্পষ্টভাবে আপনার হার্ট রেট এবং ব্লাড প্রেশার দেখায়।
সহজ ব্যবহারবিধি
ডিভাইসটি নিয়ন্ত্রনের জন্য মাত্র দুটি বাটন রয়েছে। একইসাথে এটি পরিমাপের ফলাফল সংরক্ষণ করতে এবং পূর্ববর্তী রিডিংয়ের সাথে তুলনা করতে স্মার্টফোনের সাথে Wi-Fi সিঙ্ক সাপোর্ট করে। ডিভাইসটি ভয়েস গাইডেন্স ফাংশনও সাপোর্ট করে, যা বয়স্ক এবং দুর্বল দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য খুবই সুবিধাজনক।
স্মার্ট ফাংশন
Andon KD-5907 স্মার্ট ব্লাড প্রেসার মনিটরের ফাংশন অনেক আধুনিক। এটি নরমাল পরিমাপের চেয়ে হৃদস্পন্দনের ওঠানামা করলে বা হৃদস্পন্দনের গতি স্বাভাবিকের চেয়ে পরিবর্তিত হলে এর স্ক্রিনে প্রদর্শন করে। এই আধুনিক ফাংশনটি আপনাকে সময়মতো ডাক্তারকে দেখাতে এবং কার্ডিওভাসকুলার সিস্টেমের বেশ কয়েকটি বিপজ্জনক রোগ প্রতিরোধ করতে সহায়তা করবে।
ব্যাটারি
ডিভাইসটিতে পাওয়ার সাপ্লাইয়ের জন্য রয়েছে একটি ২২০০ মিলি আম্প্যায়ার (mAh) ব্যাটারি। ব্যাটারিটি একবার সম্পুর্নরুপে চার্জ হয়ে গেলে ১৫০ বার পর্যন্ত হার্ট রেট এবং ব্লাড প্রেশার পরিমাপ করতে পারবেন। তবে পাওয়ার সেভ করার জন্য ডিভাইসটি ১৮০ সেকেন্ড পরে অটো বন্ধ হয়ে যাবে।
Home APP সংযোগ করবেন কিভাবে
প্লে বা অ্যাপ স্টোরে অ্যাপ “Home” খুঁজুন এবং ডাউনলোড করুন। একটি অ্যাকাউন্ট তৈরি করুন তারপর সাইন ইন করুন। আপনার ফোনের ওয়াইফাই চালু করুন। এবার ওয়াইফাই পেয়ারড মোড সেট করা শুরু করবে। এখন ডিভাইসের নাম “Andon Smart Sphygmomanometer” লিখুন, অথবা কাছাকাছি ডিভাইস এবং কানেকশন সার্চ করুন।
শেষ কথা
ডিজিটাল বিপি মেশিন কেনার ব্যাপারে অনেকের ভিতরেই একটি সংশয় কাজ করে যে এটি আদৌ কাজ করবে কিনা বা বিশেষ করে সঠিক মাপ দিবে কিনা ইত্যাদি। এক্ষেত্রে অবশ্যয় ভালো ব্র্যান্ড ও কোয়ালিটি দেখে কিনলেে এসব সমস্যায় পরতে হবে না।
আপনার পরিবারের বয়স্ক সদস্যকে ঝুঁকি মুক্ত রাখতে শাওমি এ্যান্ডন ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর এবং হার্ট রেট কাউন্টার মেশিনটি অনন্য ভুমিকা রাখতে পারে। বর্তমানে আমরা সবাই অনেক বেশী স্বাস্থ্য সচেতন। বিশেষ করে কোভিড পরবর্তী এই সময় ছোট খাট কোন শারীরিক সমস্যকেই অবজ্ঞা করার উপায় নেই। তাই শাওমির অত্যাধুনিক ডিভাইসটি আপনার পরিবারেরও হতে পারে একটি গুরুত্বপূর্ন অংশ।
GIPHY App Key not set. Please check settings