in ,

LoveLove CuteCute

ইলেকট্রিক টুথব্রাশ কি? এটি ব্যবহারের সুবিধা অসুবিধা

what is an electric toothbrush advantages and disadvantages

সঠিকভাবে দাঁত ব্রাশ না করা আর নিম্ন মানের টুথব্রাশ ব্যবহার করার কারনে শিশু থেকে বৃদ্ধ অনেকেই কমবেশী নানাবিধ দাঁতের সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে শিশুরা ঠিক মত দাঁত ব্রাশ করতে না পারার কারনে ক্যাভিটিতে ভুগে। দাঁতকে ঝকঝকে পরিস্কার এবং জীবানুমুক্ত রাখতে প্রয়োজন ভালো মানের টুথব্রাশ। ইলেক্ট্রিক টুথব্রাশ এখেত্রে খুব ভালো কাজ করে। ছোট থেকে বড় সকলেই এই ব্রাশগুলো ব্যবহার করে ভালো ফল পেতে পারেন। তবে এই ব্রাশ এবং সাধারন টুথব্রাশের মধ্যে কোনটি ভালো তা নিয়ে অনেকের মধ্যেই মতপার্থক্য রয়েছে। আবার লক্ষ্য করা যায়, ইলেকট্রিক টুথব্রাশ সম্পর্কে অনেকেরই বাড়তি কৌতুহল আছে। কিন্তু সাধারন টুথব্রাশের থেকে দামের অনেক পার্থক্যের কারনে অনেকেই কেনার আগ্রহ হারিয়ে ফেলেন। কি আছে এই ব্রাশে যে দাম এত বেশি! আজকের এই আলোচনায় তাই ইলেক্ট্রিক টুথব্রাশের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো। চলুন তাহলে শুরু করি।

ইলেকট্রিক টুথব্রাশ কি

ইলেক্ট্রিক টুথব্রাশ হল এমন একটি ব্রাশ যেটা স্বয়ংক্রিয়ভাবে মুভ হতে থাকে এবং দাঁতের প্রতিটা কোনা খুব চমৎকারভাবে পরিস্কার করে। ব্রিশল সামনে পেছনে এবং বাম থেকে ডানে আবার ডান থেকে বামে ঘুরতে থাকে। আধুনিক এই ব্রাশগুলোতে সাধারনত একটি রিচার্জেবল ব্যাটারি থাকে যেটা নিয়মিত চার্জ করার মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার করা যায়। বিশেষজ্ঞদের মতে এই ব্রাশ দাঁতের ফাঁকে জমে থাকা প্লাক দূর করতে অনেক বেশী কার্যকর। এর ব্রিশল স্বয়ক্রিয়ভাবে একটি নির্দিষ্ট গতিতে দিক পরিবর্তন করে ঘুরতে থাকে একই সাথে ভাইব্রেটও করে। এতে খুব সহজেই দাঁতের উপর জমে থাকা স্তর এবং ফাঁক ফোকরে থাকা প্লাক ধীরে ধীরে পরিস্কার হয়ে যায়।

ছোট শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা নিজে নিজে দাঁত ভালোভাবে পরিস্কার করতে অক্ষম তাদের জন্য এই ব্রাশ খুব দারুন উপযোগি। এছাড়াও যাদের চোয়ালে সমস্যা বা আর্থরাইটিস আছে তাদের জন্যেও এই ব্রাশ অনেক উপকারী।

লক্ষ্য করা যায়, ইলেকট্রিক টুথব্রাশ সম্পর্কে অনেকেরই বাড়তি কৌতুহল আছে। কিন্তু সাধারন টুথব্রাশের থেকে দামের অনেক পার্থক্যের কারনে অনেকেই কেনার আগ্রহ হারিয়ে ফেলেন। কি আছে এই ব্রাশে যে দাম এত বেশি!

ইলেকট্রিক টুথব্রাশের সুবিধা

এই আধুনিক ব্রাশ সম্পর্কে আমরা সাধারন ধারনা পেয়েছি। চলুন দেখি এটি ব্যবহারে আমরা কি ধরনের সুবিধাগুলো পেতে পারি।

১। প্লাক অপসারণে অধিক কার্যকর

বিভিন্ন ধরনের রিভিউ স্টাডি করে দেখা যায় যে, ইলেক্ট্রিক টুথব্রাশ ম্যানুয়াল টুথব্রাশের তুলনায় প্লাক এবং মাড়ির প্রদাহ কমাতে বেশি কার্যকর। একটানা তিন মাস ব্যবহারের পর প্লাক ২১ শতাংশ এবং মাড়ির প্রদাহ ১১ শতাংশ পর্যন্ত কমতে দেখা গেছে। এই ব্রাশের রোটেট এবং ভাইব্রেট ফিচারটি দাঁত পরিস্কারে অত্যন্ত উপকারী।

২। অসুস্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন রোগীদের জন্য ভালো

এমন অনেকেই আছেন যারা বিভিন্ন শারীরিক সমস্যার কারনে ঠিকমত দাঁত ব্রাশ করতে পারেন না। ফ্রোজেন শোল্ডার, আর্থরাইটিস, অথবা চোয়ালে সমস্যা আছে এমন রোগীদের জন্য এই ব্রাশ অনেক উপকারী। কারন এতে টাইমার সেট করে অন করে দিলে স্বয়ক্রিয়ভাবে দাঁতের উপর ঘুরতে থাকে। এই ব্রাশ ছোট শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যেও উপকারী।

৩। টাইমার সেটিং

এই ব্রাশগুলোতে টাইমার সেট থাকে। ফলে ঝকঝকে পরিস্কার ও প্লাকমুক্ত দাঁতের জন্য কতটা সময় আপনাকে ব্রাশ সঞ্চালন করতে হবে তা নিয়ে চিন্তা করতে হবে না। এটি স্বয়ক্রিয়ভাবেই তা করে ফেলবে।

৪। সাশ্রয়ী

এই টুথব্রাশ বেশ সাশ্রয়ী। কারন যখন আপনার একটি নতুন ব্রাশের প্রয়োজন হবে তখন একেবারে নতুন একটি না কিনে শুধু এর মাথার অংশটি পরিবর্তন করলেই হবে। এতে আপনার অর্থের অপচয় অনেক কম হবে।

তবে বাজারে আলাদা হেড পাওয়া যায় না মানে হেড ফিক্সট থাকে এমন ইলেকট্রিক টুথব্রাশ পাওয়া যায় যেগুলো একবার ব্যবহারের পর শুধু মাথার অংশ পরিবর্তন করা যায় না, সম্পুর্ন নতুন আরেকটি ব্রাশ কিনতে হয়।

৫। ব্রাশ করার সময় মনোযোগী করে তোলে

একটি বিশেষ স্টাডি থেকে জানা যায় যে, এই টুথব্রাশ ব্যবহারের সময় ব্যবহারকারী দাঁত পরিস্কারের ব্যাপারে বেশী মনোযোগী হয়ে উঠেন। অর্থাৎ ব্যবহারকারী দাঁত ব্রাশ করার সময় পরিস্কার করার বিষয়ে অনেক বেশি ফোকাশ করতে পারেন।

৬। মাড়ির জন্য ভালো

দাঁতের ফাঁকে প্লাক জমে মাড়ির মারাত্বক ক্ষতি হয় এবং শুরু হয় সিরসিরে অনুভুতি সহ প্রদাহ। এই ব্রাশগুলি সঠিকভাবে ব্যবহার করলে মাড়ির কোন ক্ষতি ছাড়ায় প্লাক সরাতে সাহায্য করে। ফলে কিছুদিনের মধ্যেই দাঁতের প্লাক ও অন্যান্য জমে থাকা ময়লা দূর করে মাড়ি ও মুখের সামগ্রীক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

এত গেল এই ব্রাশের দুর্দান্ত কিছু ভালো দিক তবে অন্য সব কিছুর মত এরও কিছু নেতিবাচক দিক রয়েছে যেমন ম্যানুয়াল ব্রাশের তুলনায় এটির দাম বেশী। আবার অনেক সময় মাথা বা ব্রিশলের অংশটি পরিবর্তনের সময় সঠিক পন্যটি খুঁজে পাওয়া মুসকিল হয়ে যায়।

আবার সব যায়গায় এই ব্রাশ এবং এর পার্টস ঠিকমত পাওয়াও যায় না। তবে এত কিছু সুবিধার মাঝে সামান্য কিছু নেতিবাচক দিক মেনে নেয়াই যায়।

এখন বাজারে শাওমি, ওরাল বি, কলগেট, রিয়েলমির মত বড় বড় কোম্পানীর ইলেক্ট্রিক টুথব্রাশ পাওয়া যায়। এমনই কিছু খুব ভালোমানের ব্রাশ নিয়ে আমরা এই আর্টিকেলের পরের পর্বে আলোচনা করবো।

What do you think?

Written by সানজিদা আলম

একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। টেকনোলজি, স্বাস্থ্য, প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। লেখালেখির পাশাপাশি ভালোবাসি পড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Xiaomi Andon Smart BP Machine

শাওমি ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর মেশিন (বিপি মেশিন) রিভিউ

aloe vera in hair care

চুলের যত্নে অ্যালোভেরা