in

LoveLove CuteCute

প্লাক মুক্ত নিরোগ দাঁতের জন্য সেরা ইলেকট্রিক টুথব্রাশ

Electric Toothbrush Brands in Bangladesh

প্লাক মুক্ত নিরোগ দাঁতের জন্য বাংলাদেশের বাজারে পাওয়া যায় এমন কিছু সেরা ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এবারের পর্ব। ইলেক্ট্রিক টুথব্রাশ কি এবং কিভাবে কাজ করে তা আমরা এই ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে জেনেছি। এই ব্রাশের ভালো দিক এবং কিছু মন্দ দিকের উপরেও আলোকপাত করা হয়েছে। আলোচনার ২য় পর্বে আমরা খুব ভালো কিছু ব্র্যান্ডের ইলেক্ট্রিক টুথব্রাশ নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে শুরু করি।

১। ওরাল-বি প্রো এক্সপার্ট টুথব্রাশ

ওরাল-বি (ORAL-B) বিশ্বব্যাপী ডেন্টিস্ট দ্বারা স্বীকৃত একটি ব্র্যান্ড। বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয় ইলেক্ট্রিক টুথব্রাশ হল ওরাল-বি প্রো এক্সপার্ট টুথব্রাশটি। এই ব্রাশটি যে কোন ম্যানুয়্যাল ব্রাশের চেয়ে অনেক ভালো পরিস্কার করে এটা ক্লিনিক্যালি প্রমানিত। এই ব্যাটারি চালিত ব্রাশটি গভীরভাবে প্লাক পরিস্কারের মাধ্যমে আপনার দাঁত ও মাড়িকে সুরক্ষা করে।

মূল ফিচার

  • এটি ম্যানুয়াল টুথব্রাশের তুলনায় অনেক বেশী প্লাক দূর করে।
  • নরম, রাবারের তৈরি এরগনোমিক হ্যান্ডেল।
  • উন্নতমানের ব্রিশল
  • ডেন্টিসদের দ্বারা ব্যবহৃত এবং ওরাল হেলথ ফাউন্ডেশন দ্বারা অনুমোদিত।

২। শাওমি এনচেন মিন্ট ৫ টুথব্রাশ

আমাদের দেশীয় বাজারে শাওমি এখন অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। এর শাওমি এনচেন মিন্ট ৫ টুথব্রাশ (XIAOMI ENCHEN MINT 5) ইলেক্ট্রিক টুথব্রাশটির গোলাকার ব্রিশল শতভাগ দাঁত পরিস্কারের পাশাপাশি মাড়িকে নিরাপদ রাখাও নিশ্চিত করে। এর নরম, কোমল ব্রিশল সেনসেটিভ দাঁতকে প্রটেক্ট করে এবং একইসাথে প্লাক এবং ব্যাকটেরিয়া দূর করে দাঁতের সারফেসকে উজ্জ্বল করে।

মূল ফিচার

  • ম্যাগনেটিক লেভিগেশন পাওয়ার সরাসরি ব্রাশের মাথার সাথে সংযুক্ত থাকে এবং দাঁতের কোন প্রকার ক্ষতি ছাড়াই সর্বোচ্চ পরিচ্ছন্নতা নিশ্চিত করে।
  • দক্ষতার সাথে দাঁত পরিস্কার করে।
  • আলতোভাবে জেদি দাগ দূর করে এবং সংবেদনশীল মাড়ির যত্ন নেয়।
  • দাঁতকে উজ্জ্বল করে।
  • মুখের প্রতিটা অংশ ব্রাশের সময়সীমা ৩০ সেকেন্ড। তাই নির্ধারিত সময় পর পর ভাইব্রেশন বন্ধ হয়ে যাবে যাতে আপনি পরিস্কারের স্থান পরিবর্তন করতে পারেন।

৩। রিয়েলমি এম ১ ইলেকট্রিক টুথব্রাশ

রিয়েলমি এম ১ (REALME M1) ইলেক্ট্রিক টুথব্রাশটিতে একটি হাই ফ্রিকোয়েন্সি সনিক মোটর রয়েছে। ব্রাশটি প্রতি মিনিটে ৩৪,০০০ বার ভাইব্রেট হতে পারে ফলে আপনার মুখের প্রতিটি কোনা খুব চমৎকারভাবে পরিস্কার করতে পারে। এছাড়াও এতে DuPont এন্টিব্যাকটেরিয়াল ব্রিশল রয়েছে যেটা এমনভাবে ডিজাইন করা যাতে দাঁত পরিস্কারের সময় মুখে কোন প্রকার ক্ষতের সৃষ্টি না করে।

মূল ফিচার

  • চমৎকার ডিজাইন
  • উন্নত মানের ব্রাশ হেড
  • দীর্ঘমেয়াদী ব্যাটারি
  • ব্রাশটি দাঁত এবং মাড়ি পরিস্কার করতে সক্ষম
  • দাঁত সাদা করে এবং ক্ষয় রোধ করে
  • প্লাক, কফির দাগ এবং পাথর দূর করে
  • হাই ফ্রিকোয়েন্সির মোটর দক্ষতার সাথে দাঁত পরিস্কার করে

৪। শাওমি টি ৩০০ ইলেকট্রিক টুথব্রাশ

শাওমির আরো একটি অসাধারন সংযোজন হল এমআই টি ৩০০ (MI T300) রিচার্জেবল ব্রাশটি। এতে রয়েছে উন্নতমানের সনিক টেকনলজি যা আপনাকে দূর্গন্ধহীন ও তাজা শ্বাস পেতে সাহায্য করে। এর হাই ইফেসিয়েনসি ম্যাগনেটিক লেভিগেশন মোটর এবং ঘন ব্রিশল আপনার মুখের সর্বোচ্চ আরামদায় ডিপ ক্লিন নিশ্চিত করে।

মূল ফিচার

  • দুটি ভিন্ন ব্রাশিং মোড অপশন
  • ৩০ সেকেন্ড স্মার্ট জোন রিমাইন্ডার এবং মেমরি ফাংশন
  • প্রতি মিনিটে ৩১,০০০ বার ভাইব্রেট করে
  • ১০° স্থিতিশীল সুইং এবং ২৩০ GF.CM টর্ক আউটপুট
  • আরামদায়ক ও দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য টেকশই
  • পুর্ন চার্জের পরে একটানা ২৫ দিন ব্যবহার করা যায়
  • ৪০% এর বেশী ব্রিশলের ঘনত্ব

৫। ওরাল-বি ইলেকট্রিক টুথব্রাশ

ওরাল-বি পাওয়ার প্রো ২ ২০০০ (Braun Oral-B Power Pro 2 2000) ইলেক্ট্রিক টুথব্রাশ এখন বাংলাদেশের বাজারেও পাওয়া যাচ্ছে। এর চমৎকার হ্যান্ডেল ঠিক যেভাবে আপনার ডেন্টিস দাঁত ব্রাশ করার পরামর্শ দেয় সেভাবেই করবে। এতে ২ মিনিটের টাইমার সেটিং রয়েছে যেটা প্রতি ৩০ সেকেন্ড পর পর ব্রাশের জায়গা পরিবর্তনের জন্য নক দিবে।

মূল ফিচার

  • শতভাগ প্লাক দূর করে
  • গোলাকৃতির ব্রাশ হেড মাড়ির জন্য উপযুক্ত
  • প্রতিটা দাঁত ও দাঁতের ফাঁক পরিস্কার করে
  • দাঁতের অসস্তিকর হলুদ ছোপ ও দাগ দূর করে
  • দাঁতের এনামেল পলিশ করে
  • বেশীরভাগ ব্রাশ হেডের সাথে সামঞ্জস্যপূর্ন

৬। ওরাল বি ভাইটালিটি ক্রস এ্যাকশন ইলেকট্রিক টুথব্রাশ

ওরাল বি সব সময়ই দারুন সব ডেন্টাল আইটেম বাজারে আনে। এরই ধারাবাহিকতায় রয়েছে ওরাল বি ভাইটালিটি ক্রস এ্যাকশন (ORAL B VITALITY CROSS ACTION) টুথব্রাশটি। এই অত্যাধুনিক ব্রাশটি অন্যান্য যে কোন ম্যানুয়াল ব্রাশের চেয়ে অনেক ভালো প্লাক পরিস্কার করে। এর ভাইব্রেট ও রোটেট ফিচার খুব দক্ষতার সাথে প্লাক দূর করতে সক্ষম।

মূল ফিচার

  • বিশ্বব্যাপি ওরাল বি ডেন্টিস্টদের স্বীকৃত এবং শুপারিশকৃত ব্র্যান্ড
  • ম্যানুয়াল টুথব্রাশের তুলনায় প্লাক দূরীকরণে এই ব্রাশ অনেক বেশী কার্যকর
  • দাঁতের উপরিভাগের দাগ দূর করে দাঁত সাদা করে
  • সাধারন মানের ব্রাশের চেয়ে দ্বিগুণ প্লাক পরিস্কার করে
  • এডভান্স ক্লিনিং টেকনোলজি সম্পন্ন

পরিশেষে, বাজারে অনেক ধরনের ব্রান্ড এবং মডেলের মধ্য থেকে এখানে আমরা সেরা ছয়টি ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে আলোচনা করলাম। আশাকরি এই তালিকা থেকে আপনি আপনার পছন্দের পন্যটি খুঁজে নিতে পারবেন। এই সবকটি ব্রাশই অত্যন্ত সুলভ মূল্যে সেলসি.কম এ পেয়ে যাবেন। সঠিক পন্য বাছাইয়ের জন্য প্রয়োজন একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাই সেরা পন্য পেতে হলে ভালো জায়গা থেকেই কিনুন।

What do you think?

Written by সানজিদা আলম

একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। টেকনোলজি, স্বাস্থ্য, প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। লেখালেখির পাশাপাশি ভালোবাসি পড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

One Comment

how-vacuum-cleaners-work

ভ্যাকুয়াম ক্লিনার কিভাবে কাজ করে এবং এটি ব্যবহারের সুবিধা ও অসুবিধা

Food-supplement

ফুড সাপ্লিমেন্ট এর অত্যাবশ্যকীয় পাঁচটি বিষয়