in ,

বাজারের সেরা ৫টি ভ্যাকুয়াম ক্লিনার

৩য় পর্ব

5 best vacuum cleaners in Bangladesh

ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে ধারাবাহিক আলোচনার আজকে শেষ পর্বে আমরা দেশের বাজারের সেরা ৫টি ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আলোচনা করবো। এই ডিভাইসগুলো দেশের বাজারে সহজলভ্য এবং জনপ্রিয় এবং অনলাইন মার্কেটগুলোতেও পাওয়া যায়। এই ক্লিনারগুলোতে অত্যাধুনিক ফিচার এবং বিভিন্ন ধরনের এ্যাটাচমেন্ট থাকার কারনে ক্লিনিং এর কাজটি হবে অনেকবেশী সহজ ও আরামদায়ক। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখি ক্লিনারগুলো কি কি।

১। বাসাস এইচ ৫

বাসাস ব্র্যান্ডের এইচ ৫ (BASEUS H5) মডেলের ভ্যাকুয়াম ক্লিনারটি ঘরবাড়ি পরিস্কার করার জন্য সবচেয়ে ভালো এবং জনপ্রিয় ভ্যাকুয়াম ক্লিনারগুলোর একটি। এর লম্বা ব্রিশলের নযল, মাইট নযল, ফ্লোর ভ্যাকুয়াম নযল, এক্সটেনশন টিউব ঘরের নানারকম ক্লিনিং কাজের জন্য খুবই উপযুক্ত। এর স্লিম কম্প্যাক্ট বডি দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য আরামদায়ক।

মূল ফিচারসমূহ

  • কর্ডলেস ডিজাইন হওয়ায় ব্যবহার করা সহজ।
  • স্লিম বডি এবং হাই স্পিড মোটর।
  • লম্বা ব্রিশলের নযল সহজে মেঝে এবং ম্যাট্রেসের ফাঁক ফোকর পরিস্কার করতে পারে।

২। শাওমি ডারমা ডাস্ট মাইট ভ্যাকুয়াম ক্লিনার

শাওমি ডারমা ডাষ্ট মাইট ভ্যাকুয়াম ক্লিনার (XIAOMI DEERMA DUST MITE VACUUM CLEANER) এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এর চমৎকার হ্যান্ডহেল্ড ডিজাইন খুব সহজে ঘরের এবং আসবাবের যে কোন কোনা পরিস্কারের জন্য উপযুক্ত। এছাড়াও এর শক্তিশালি শাকশন ফিচার ধুলাবালির সাথে মাইট, এবং খুশকিও দূ্র করে।

মূল ফিচারসমূহ

  • ৪৫০W শক্তিশালি পিওর কপার ডিসি মোটর
  • ৯৯.৯% মাইট কিলিং রেট
  • ডাষ্ট এবং মাইট ফিল্টারের জন্য ডুয়াল লেয়ার হেফা ফিল্টার
  • ব্যবহার করা সহজ

৩। শাওমি মিজিয়া পোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনার

আপনি যদি কোন পোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনার খুঁজে থাকেন যেটা দিয়ে খুব চমৎকারভাবে ঘর এবং কার পরিস্কার করা যাবে তাহলে প্রোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনারটি (XIAOMI MIJIA PORTABLE VACUUM CLEANER) আপনার জন্য সেরা পছন্দ হবে। সিলিন্ডার আকৃতির এই ক্লিনারটির ওজন অনেক হালকা তাই এটি হাতে নিয়ে কাজ করা অনেক আরামদায়ক।

মূল ফিচারসমূহ

  • ১২০W শক্তির মোটরের শাকশন পাওয়ার অনেক ভালো।
  • ১টি ক্লিকের মাধ্যমে ডাস্ট বক্স খোলা যায়।
  • একটানা ৩০ মিনিট কাজ করা যায়।
  • আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।  

৪। উসামস মিনি হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম ক্লিনার

উসামস হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম ক্লিনারটিতে (USAMS MINI HANDHELD VACUUM CLEANER) রয়েছে ৮০W আউটপুট শক্তি একইসাথে এর শক্তিশালি শাকশন ফিচারটি একে বাজারের সেটা ভ্যাকুয়ামগুলোর অন্তর্ভুক্ত করেছে। এটি অন্যান্য ডিভাইসের মত অসস্তিকর শব্দ কম তৈরি করে। ঘর এবং কার সব জায়গায় চমৎকারভাবে পরিস্কার করা যায়।

মূল ফিচারসমূহ

  • ডীপ ক্লিনিং এর জন্য রয়েছে শক্তিশালি শাকশন।
  • কর্ডলেস হওয়ায় ব্যবহার করা আরামদায়ক।
  • ছোট এবং বহনযোগ্য, অল্প যায়গায় সংরক্ষন করা যায়।
  • বাসাবাড়ি, অফিস, কার সব যায়গা পরিস্কারের কাজে ব্যবহার করা যায়

৫। বাসাস মিনি ভ্যাকুয়াম ক্লিনার

বাসাস মিনি ভ্যাকুয়াম ক্লিনারটি (BASEUS MINI VACUUM CLEANER) একটি কর্ডলেস ক্যাপসুল আকৃতির ডিভাইস। এই ক্লিনারটি দিয়ে ছোটখাট যে কোন জিনিস পরিস্কার করা যায় সহজে। যেমন কম্পিউটারের কী বোর্ড, সোফার ফাঁকফোকর, কার সিট ইত্যাদি।

মূল ফিচারসমূহ

  • আকারে ছোট হওয়ায় সহজে ব্যবহার করা যায়।
  • আকারে একটা ফোনের সমান, এক হাতে ব্যবহার করা যায়।
  • ৪০০০pa এর শক্তিশালি শাকশন।
  • তিনটি পাওয়ার ব্যাটারি এবং এলোই মোটর।

ভ্যাকুয়াম ক্লিনার কেনার সময় কোন বিষয়গুলোর খেয়াল রাখা জরুরি

১। ফিচারগুলোর দিকে নজর দিন

যে কোন ইলেকট্রনিক ডিভাইস কেনার আগে এর ফিচারগুলো দেখে নেয়া জরুরি। কার্পেট পরিস্কার করার জন্য মোটরচালিত ব্রাশ শুধুমাত্র শাকশনের চেয়ে ভালো। তাই আপনার প্রয়োজীয়তার উপর নির্ভর করে ফিচারগুলো রয়েছে কিনা চেক করে নিন।

২। ভ্যাকুয়ামের আকার দেখুন

বাজারে বিভিন্ন আকারের এবং মডেলের ভ্যাকুয়াম ক্লিনার পাওয়া যায়। আপনি কোন পরিসরে ডিভাইসটি ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করে পন্য পছন্দ করুন। ঘন ঘন ব্যবহার করতে হলে হালকা ওজনের ডিভাইস কেনা ভাল হবে।

৩। উচ্চ শব্দ

বেশিরভাগ ভ্যাকুয়াম ক্লিনারই উচ্চ শব্দ তৈরি করে। তবে কিছু ডিভাইস আছে এমন যেগুলো শব্দ তৈরি না করেও দারুন পরিস্কার করতে পারে। আপনার বাসায় যদি শিশু এবং বৃদ্ধ থাকে তাহলে শব্দহীন ডিভাইস কেনা সঠিক হবে।

৪। ফিল্টার

আপনার পরিবারে যদি এমন কোন সদস্য থাকে যিনি এলার্জি জনিত বা শ্বাসতন্ত্রের কোন সমস্যায় ভুগছেন তাহলে ফিল্টার রয়েছে এমন ভ্যাকুয়াম কেনা ঠিক হবে। বাজারে বিভিন্ন ধরনের ফিল্টার যেমন হেফা ফিল্টার যুক্ত ভ্যাকুয়াম পাওয়া যায় যেগুলো ৯৯% পর্যন্ত বাতাসকে বিশুদ্ধ করতে পারে।

৫। পোষা প্রানীর লোম

অনেক ডিভাইসের সাথে কিছু বিশেষ ধরনের এটাচমেন্ট থাকে যেগুলো সফলতার সাথে প্রানীর লোম পরিস্কার করতে পারে। আপনার বাসায় যদি পোষা বিড়াল অথবা কুকুর থাকে তাহলে এই ধরনের ভ্যাকুয়াম কেনা সঠিক হবে। পরিশেষে, ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে ধারাবাহিক ৩ পর্বের আলোচনায় আজকে আমরা দেশের বাজারে সুপরিচিত ও জনপ্রিয় ৫টি ডিভাইস নিয়ে আলোচনা করলাম। আপনি যদি প্রথমবারের মত ক্লিনার কিনতে চান তাহলে উপরে আলোচিত মডেলগুলো থেকে আপনার চাহিদার সাথে মিল থেকে পছন্দ করতে পারেন। এছাড়াও ভ্যাকুয়াম ক্লিনার সম্পর্কে যদি আপনার আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা যথা সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।

What do you think?

Written by সানজিদা আলম

একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। টেকনোলজি, স্বাস্থ্য, প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। লেখালেখির পাশাপাশি ভালোবাসি পড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

foods-that-will-reduce-hunger-easily

৫ টি অতি সাধারন খাবার যা ক্ষুধা কমিয়ে ডায়েটকে সহজ করবে

how-to-take-care-of-your-favorite-smart-watch

আপনার সখের স্মার্ট ওয়াচটির যত্ন নিবেন কিভাবে