আপনি কি একজন প্রযুক্তিপ্রেমী? তাহলে আধুনিক প্রযুক্তির অন্যান্য ডিভাইসের মত স্মার্ট ওয়াচও নিশ্চয় আপনার অনেক পছন্দের। কিন্তু আপনি জানেন কি এই ডিভাইসটিকে দীর্ঘস্থায়ী করতে চাইলে বিশেষ যত্নের প্রয়োজন। আর তাই আমরা আজকে আলোচনা করবো আপনার সখের স্মার্ট ওয়াচটির যত্ন কিভাবে নিবেন তা নিয়ে।
আমরা সকলেই জানি যে একটি স্মার্ট ঘড়ি এবং একটি রেগুলার ঘড়ির মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাই এদের যত্নেরও ভিন্নতা রয়েছে। এই ডিভাইসটির যত্ন কিভাবে নিতে হবে, এর ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করা যাবে কিভাবে, অথবা ভিজে গেলে কি করবেন ইত্যাদি সব প্রশ্নের উত্তর পাবেন এখানে। চলুন তাহলে শুরু করি-
স্মার্ট ওয়াচের যত্ন
চমৎকার দীর্ঘমেয়াদি সর্ভিস পাওয়ার জন্য অন্যান্য সকল ইলেক্ট্রনিক গেজেটের মতই স্মার্ট ওয়াচেরও বিশেষ যত্ন প্রয়োজন। এখানে আমারা আপনার সখের ঘড়িটির সঠিক যত্ন এবং মেইনটেইন করার সহজ কিছু আইডিয়া শেয়ার করবো।
১। স্ক্রীন প্রটেক্টর ব্যবহার করুন
আমাদের শরীরের সবচেয়ে সক্রিয় অংগটিতে আমরা ঘড়ি পড়ে থাকি। যার কারনে প্রায়ই এটা সেটার সাথে বাড়ি লেগে স্ক্র্যাচ লেগে যেতে পারে।
যেহেতু এই ডিভাইসটির প্রায় সব ফিচারই স্ক্রীন নির্ভর তাই এর বিশেষ যত্ন নেয়া জরুরী। খুব ভালো হয় আপনি যদি ডিভাইসটি কেনার সাথে সাথে স্ক্রীন প্রটেক্টর লাগিয়ে নিন। এতে প্রায় সব রকমের স্ক্র্যাচ থেকে আপনার ডিভাইস নিরাপদ থাকবে।
২। নিয়মিত পরিস্কার করুন
দিনের অধিকাংশ সময় যেহেতু ঘড়ি আমাদের হাতেই থাকে এমনকি যখন আমরা ওয়ার্ক আউট করি তখনও সেহেতু এটি কিছুদিন ব্যবহৃত হলেই ময়লা হয়ে যায়। তবে আপনি যদি অসেচতনার জন্য দীর্ঘদিন ডিভাইসটি অপরিষ্কার অবস্থায় রেখে দেন তাহলে এর স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। তাই নিয়মিত ডিভাইসটি পরিস্কার করা উচিত।
৩। পরিস্কারের সঠিক পদ্ধতি অনুস্বরণ করুন
ডিভাইসটি শুধু পরিস্কার করাই গুরুত্বপূর্ন নয় গুরুত্বপূর্ন হল একে সঠিক পদ্ধতি অনুস্বরণ করে পরিস্কার করা। প্রথমেই আপনার ডিভাইসটি কোন ম্যাটেরিয়ালে তৈরি তা জেনে নিন। এরপর সে ম্যাটেরিয়ালের উপযুক্ত সরঞ্জাম দিয়ে পরিস্কার করুন। এখানে স্মার্ট ঘড়ি পরিস্কারে প্রয়োজন হতে পারে এমন কিছু উপকরনের নাম উল্লেখ করা হল-
- অল্প ক্ষারযুক্ত লিকুইড সাবান
- পানি
- বিশুদ্ধ সাদা ভিনেগার
- পাতলা মাইক্রোফাইবার কাপড়
- আইসোপ্রোপাইল অ্যালকোহল
- তুলোর বল
- টুথ ব্রাশ
- সোজা পিন
৪। ব্যান্ডের যত্ন নিন
ঘড়ির ব্যান্ড পরিস্কার করার সময় এর ম্যাটেরিয়ালের দিকে বিশেষ খেলা রাখতে হবে কারন ম্যাটেরিয়ালের উপর কোন উপকরন দিয়ে পরিস্কার করবেন তা নির্ভর করবে। যেমন ব্যান্ডটি চামড়ার হলে চামড়ার জন্য উপযুক্ত বিশেষভাবে প্রস্তুতকৃত ক্লিনার এবং কন্ডিশনার ব্যবহার করুন। যে ক্লিনিং এজেন্ট ব্যবহার করবেন সেটা চামড়ার রঙ-এ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে কিনা খেয়াল রাখুন।
আবার মেটাল ব্যান্ড হলে এবং স্টেইনলেস স্টীলের হলে সাদা ভিনেগার দিয়ে পরিস্কার করতে পারবেন। চেইনের ফাঁকে ফাঁকে ময়লা পরিস্কার করার জন্য ভিনেগারের সাথে একটি নরম ব্রাশ ব্যবহার করতে পারেন।
৫। ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করুন
স্মার্ট ওয়াচ সহ যে কোন ইলেক্ট্রনিক ডিভাইসে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে যা অত্যন্ত শক্তিশালি রিচার্জেবল ব্যাটারি। তাই এটি চার্জ দেয়ার সময় যথেষ্ট সতর্ক থাকা উচিত। ডিভাইসটিকে অতিরক্ত চার্জ দেয়া যাবে না। এছাড়াও এটি চার্জে থাকা অবস্থায় ব্যবহার বা বার বার খোলা লাগা করা থেকে বিরত থাকতে হবে। এই ডিভাইসগুলো ওয়্যারলেস চার্জিং এবং ইউএসবি কর্ড এর মাধ্যমে চার্জিং উভয় ফর্মেই পাওয়া যায়।
ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী করার জন্য যখন ব্যবহার করবেন না তখন এর ডিসপ্লে, ওয়াই-ফাই, এবং জিপিএস বন্ধ করে রাখুন। এছাড়াও একেবারে বন্ধ হলেই একে চার্জ দেয়া উচিত বলে অনেকেই পরামর্শ দেন।
৬। আরো কিছু গুরুত্বপূর্ন বিষয় যেগুলোতে নজর রাখা উচিত
আপনি যখন গরম পানিতে গোসল করবেন বা স্পা অথবা অন্যান্য স্টীমের ভেতর থাকবেন তখন এই ঘড়িটি পড়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত শক্তি দিয়ে চামড়ার তৈরি ব্যান্ড বাঁকাবেন না বা উল্টাবেন না। তা না হলে এটি কুঁচকে বা ভাঁজ পড়ে যেতে পারে অথবা পুরোপুরি ভেঙে যেতে পারে।
এছাড়াও, স্মার্ট ওয়াচ ডাস্ট প্রুফ হয় তবে তার অর্থ এই নয় যে অতিরিক্ত ধুলোময়লা যুক্ত পরিবেশে আপনি একে ব্যবহার করবেন। কারন ধীরে ধীরে এতে ধুলোময়লা জমবেই এবং যেটা এর প্রকৃত সার্ভিস প্রদানে বাধাগ্রস্থ করবে।
পরিশেষে, একটি স্মার্ট ওয়াচের সঠিক যত্ন নেয়া কঠিন কিছু না। আপনার স্মার্টফোনটিকে ঠিক যে যে পরিস্তিতিতে বিশেষ কেয়ার নিয়ে থাকেন, এই ডিভাইসটিকেও ঠিক একইরকম করে যত্ন নিন। আপনার ছোট ছোট সচেতনতামূলক পদক্ষেপগুলোই আপনার সখের ঘড়িটিকে টেকশই করবে।
Apu apnake onek donnobad, apner smart watch er content pore onek kichu jante parlam.
Get lots of information. Good job.