আপনি যদি আইফোন দিয়ে এই পোস্টটি পড়ে থাকেন তাহলে আমি নিশ্চিত এর আগে আপনি অবশ্যই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেছেন। সরাসরি আইফোন ব্যবহার করে, এন্ড্রয়েড ব্যবহার না করে এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। অনেকেই আমরা আছি, একেবারে নতুন নতুন আইফোন ব্যবহার করছি। আইফোন সম্পর্কে তেমন ধারণা নেই। আইফোনের ফিচার সম্পর্কেও তেমন কিছু জানি না। আর্টিকেলটির শিরোনাম পড়েই হয়তো আন্দাজ করে ফেলেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলব। যারা নতুন আইফোন নিয়েছেন, এখন পর্যন্ত বুঝে উঠতে পারছেন না কিভাবে কি করা যায় তাদের জন্যই মূলত আজকের এই পোস্ট। যারা অনেকদিন ধরেই আইফোন ব্যবহার করে আসছেন তারাও পড়তে পারেন পোস্টটি, আপনার অজানা কিছু ফিচারও হয়তো আলোচনা করা হয়েছে এখানে।চলুন তাহলে শুরু করা যাক।
পিছনে টাচ করেই ওয়ালপেপার পরিবর্তন করুন
এই ফিচারটি আমার কাছে খুবই মজাদার মনে হয়েছে। আপনি ফোনের পিছন সাইডে টাচ করছেন আর এইপাশে আইফোনের ওয়ালপেপার পরিবর্তন হচ্ছে। আই ও এস ১৪ তে এই ফিচারটি রয়েছে। এটিকে অন করার জন্য আপনাকে প্রথমে সেটিংস এ যেতে হবে। এরপর “display and wallpaper” এই অপশনে ডাবল এন্ড ট্রিপল ট্যাপ নামের আরেকটি অপশন পেয়ে যাবেন। ক্লিক করে অন করে দিন। ব্যাস! আপনার কাজ শেষ। এইবার যত খুশি পিছনে টাচ করুন আর ওয়ালপেপার পরিবর্তন করুন। বন্ধুদের সাথে মজা নেয়ার জন্য এটি কিন্তু দারুণ একটি বুদ্ধি!
লক স্ক্রিন নিজের মতো করে সাজান
আই ও এস ১৬ এর পরের সবগুলো ভার্সনে এই ফিচারটি পেয়ে যাবেন। নিজের মনের মতো করে লক স্ক্রিনের যেকোনো ইফেক্ট থিম কিংবা লগো পরিবর্তন করতে পারবেন। অনেকেই মনে করে থাকেন আইফোনের লক স্ক্রিন কিংবা থিম কাস্টমাইজ করা যায় না। আসলে এই ধারণা টি ভূল। শুধু তাই নয় আপনি চাইলে টাইমার সেট করতে পারবেন লক স্ক্রীনে। কতক্ষণ পর পর আপনি স্বয়ংক্রিয়ভাবে লক স্ক্রিন পরিবর্তন করতে চাচ্ছেন এই ফিচারটিও পেয়ে যাবেন।
লক খুলে স্ক্রীনে ডাবল ট্যাপ করুন। এরপর নিচ থেকে দেখবেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখান থেকেই আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। আমি বিস্তারিত বলে দিলাম না এতে আর্টিকেল অনেক বড় হয়ে যাবে।
স্ক্রীনশট এডিট
যারা শাওমি ফোন ব্যবহার করতেন তাদের খুবই একটি পছন্দের ফিচার ছিলো স্ক্রিনশট লম্বা করে তোলা কিংবা তোলার সাথে সাথেই স্ক্রীনশট এডিট করা। এমনই ফিচার পাচ্ছেন আপনার নতুন আইফোনে, স্ক্রীনশট তুলার পর নিচে বামদিকে একটি আইকন পাবেন। ২-৩ সেকেন্ড পর আইকনটা উধাও হয়ে যায়। তো উধাও হয়ে যাওয়ার আগেই আইকনটিতে ট্যাপ করবেন। এবার অনেক গুলো অপশন পাবেন। নরমাল একটি পিকচার এডিটর এপসে যে ফিচার গুলো থাকে সেগুলো দেখা যাবে।
অচেনা কেউ কল দিলে অটোমেটিক সাইলেন্ট
আপনাকে ঘন ঘন কল দিয়ে যাচ্ছে অপরিচিত নাম্বার থেকে। আপনি লোকসম্মুখে বিব্রতবোধ করছেন। কিন্তু কিছু করতে পারছেন না। নাম্বারটি ব্লকলিস্টে দিলে অন্য নাম্বার থেকে আবার কল আসছে। এমন অবস্থায় কি করবেন।
আপনার আইফোনের সেটিংস এ চলে যান। এর ফোন সেটিং নামের একটি অপশন পাবেন। সেখানে আবার পেয়ে যাবেন “silent unknown caller” নামের একটি অপশন। অপশনটি অন করে দিন। ব্যাস আপনার কাজ শেষ। এইবার যতই অপরিচিত নাম্বার থেকে কল আসুক না কেনো ফোনের রিং আর বাজবে না। সাইলেন্ট মুডেই রিং হবে।
এ্যাপস ছাড়াই পিডিএফ স্ক্যান করুন
আমাদের এখন প্রায়শই পিকচার থেকে পিডিএফ কিংবা পিডিএফ থেকে পিকচার কনভার্ট করতে হয়। নানা ডকুমেন্টস স্ক্যান করার প্রয়োজন পরে। আমরা এর জন্য অতিরিক্ত একটা এ্যাপ ব্যবহার করি। যেটা অনেকটা বোঝার মতো কাজ করে আমাদের মোবাইলে। কিন্তু আপনি কি জানেন আপনার আইফোনেই এই ফিচারটি রয়েছে। Notes নামের একটি এ্যাপস আছে আপনার আইফোনে। সেখানেই আপনি স্ক্যান থেকে শুরু করে পিডিএফ, পিকচার সব ধরনের কাজ করতে পারবেন আলাদা কোনো এ্যাপস ব্যবহার না করেই।
পিকচার এর ভিতর যেকোনো কিছুর দূরত্ব মাপুন
আপনি একটি পাখির সুন্দর পিকচার তুলেছেন। আপনি চাচ্ছেন এই পাখিটির দৈর্ঘ্য জানতে। ছবিতে তো আর আন্দাজ করা যায় না পাখিটির দৈর্ঘ্য সম্পর্কে। কারণ কাছে থেকে ছবি তুললে বড় দেখায়, আবার দূরে থেকে ছবি তুললে ছোট দেখায়। জেনে অবাক হবেন যে, আপনার হাতের আইফোন দিয়েই ছবিতে থাকা যেকোনো কিছুর দূরত্ব মাপা সম্ভব। এমন একটি ফিচার আইফোনে আগে থেকেই দেয়া থাকে। মেজার (Measure) নামের একটি এ্যাপস আপনার ফোনে পেয়ে যাবেন। সেখান থেকেই যেকোনো ছবি স্ক্যান করে ছবির ভিতরে থাকা বস্তুর দূরত্ব কিংবা দৈর্ঘ্য, প্রস্থ নির্ণয় করতে পারবেন।
আজকে এখানেই ইতি টানছি। অন্য একদিন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।
GIPHY App Key not set. Please check settings