in

শীতকালে চুলের রুক্ষতা প্রতিরোধের ৫ টি উপায়

চুলের যত্নে টিপস

Hair-Care-Tips-in-Winter-in-BD_Shopping Sheba

শীত এসে গেছে। আর হিমশীতল বাতাস, শুষ্ক বায়ু এবং ঠান্ডা তাপমাত্রা একসাথে আপনাকে শীতের অনুভূতি জানান দিতেও শুরু করেছে। এই আবহাওয়ায় চুল ও ত্বকের চাই বাড়তি যত্ন। কিন্তু কম্বলের উষ্ণ আরাম থেকে বের হয়ে কে আর যেতে চায় পার্লারে! শীতের ঋতু মানেই শুষ্কতার ঋতু তাই এই সময় চুলের যত্ন নেওয়া এত সহজ নয়।

শীতকাল মানেই শুষ্কতা ও রুক্ষতা। আর্দ্রতার অভাব এবং তাপমাত্রার ভারসাম্যহীনতা অর্থাৎ বাইরে ঠান্ডা এবং ঘরের ভিতরে গরম, আমাদের চুলকে শুষ্ক, রুক্ষ এবং নিষ্প্রাণ করে তোলে। শুষ্ক চুলকে জটমুক্ত করাও খুব কষ্টকর এবং চুল ঝরে পড়ার পরিমানও বেড়ে যায়। ফলে আপনার চুলের ঘনত্ব অনেকটায় কমে যেতে পারে। আবার এই সময় পারিবারিক দাওয়াত, বিয়ে, পিকনিক, পার্টি ইত্যাদি অনুষ্ঠানের পরিমান অনেক বেশী থাকলেও প্রতিবার কি পার্লারে গিয়ে চুল ঠিক করার সময় থাকে? আর পার্লারে যেতে শুধু যে সময় ব্যায় হয় তাই নয়, সাথে পকেটও খালি হয়। আর সেই সাথে চুলের জন্য রাসায়নিক পণ্য এবং তীব্র তাপ দুটোই ক্ষতিকর। পার্লারে সাধারনত চুল সেট করার জন্য ড্রায়ার, স্প্রে এবং স্ট্রেইটনার ইত্যাদি ব্যবহার করা হয় যা চুলকে আরো শুষ্ক করে এবং চুলের অবস্থা আরও খারাপ করে। কি? মন খারাপ হয়েছে? মন খারাপ করবেন না! ঘরে বসেই এই শীতে চুলের শুষ্কতা ও মলিনতা থেকে মুক্তি পেতে শীতকালীন চুলের যত্নের কিছু চমৎকার ঘরোয়া প্রতিকার নিয়ে আজকে আমরা আলোচনা করবো।

এই সহজ টিপসগুলি আপনাকে শীতের শুষ্কতার সাথে লড়াই করতে এবং আপনাকে সুন্দর এবং ঝরঝরে চুল দিতে সাহায্য করবে। শীতকালে চুলের রুক্ষতা রোধ করার জন্য এখানে রইল ৫টি উপায়:

১। চুলের জন্য হালকা গরম পানি ব্যবহার করুন

আপনার চুল ধোয়ার জন্য হালকা গরম পানি ব্যবহার করুন। পানির তাপমাত্রা খুব গরমও হবে না আবার খুব ঠান্ডাও হবে না। এটি আপনার চুলের গোড়ার কিউটিকল বন্ধ করতে সাহায্য করে এবং আর্দ্রতা আটকে রাখে। বন্ধ কিউটিকল ময়লা প্রবেশ করতে বাধা দেয় এবং মাথার ত্বককে দূষণ থেকে রক্ষা করে।

২। হেয়ার ড্রায়ার এড়িয়ে চলুন

চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। হেয়ার ড্রায়ার থেকে নির্গত তীব্র তাপ আপনার চুলের কিউটিকল থেকে আর্দ্রতা শুষে নেয়, যার ফলে চুল শুষ্ক এবং নিস্তেজ হয়ে যায়। হেয়ার ড্রায়ারের ঘন ঘন এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার আপনার চুলকে শুষ্ক ও রুক্ষ করে তুলতে পারে। অতএব, আপনার চুল শুকানোর জন্য কৃত্রিম তাপ ব্যবহার করা এড়িয়ে চলুন এবং আপনার চুলকে প্রাকৃতিকভাবে শুকাতে দিন। চুল শুকানোর জন্য হালকা ফ্যানের বাতাস বা হালকা রোদ ব্যবহার করতে পারেন।

৩। চাল, দুধ এবং মধু পেস্ট  

চাল, দুধ এবং মধুর পেস্ট রুক্ষ চুলের জন্য সর্বকালের সবচেয়ে কার্যকর প্রতিকার। আপনাকে যা করতে হবে তা হল প্রথমে প্রায় ১৫ মিনিটের মত পানিতে চাল ভিজিয়ে রাখুন এবং তারপর সেই চাল ভেজানো পানি দুধ এবং মধুর সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি আপনার চুলে ১৫ থেকে ২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন এবং তারপরে হালকা গরম পানি দিয়ে আপনার চুল ধুয়ে ফেলুন। এটি আপনার চুলের ঘনত্ব বাড়াবে এবং গোড়া মজবুত করবে।

৪। ডিমের কুসুম

ডিমের কুসুমের ব্যবহার হল আপনার কুঁচকে যাওয়া চুল নিয়ন্ত্রণের জন্য সেরা ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি। আপনাকে যা করতে হবে তা হল দুটি ডিমের কুসুম একসাথে ফেটিয়ে নিতে হবে। এর পর আপনার মাথার ত্বকে এবং ফেটে যাওয়া চুলের আগায় ভালোভাবে মালিশ করুন। প্যাকটি ২০ থেকে ৩০ মিনিট রেখে হালকা কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনার চুলে চকচকে জ্বেল্লা এনে দিবে এবং চুলকে ময়েশ্চারাইজড করবে।

৫। নিয়মিত চুলে তেল মালিশ করুন

চুলে তেল মালিশের এই প্রক্রিয়াটি যুগ যুগ ধরে একটি কার্যকর পদ্ধতি এমনকি শীতকালে চুলের রুক্ষতা দূর করতে এটি সবচেয়ে সহজ একটি উপায়। ক্যাস্টর ওয়েল এর সাথে সমপরিমান নারকেল তেল মিশিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি আপনার মাথার ত্বককে আদ্র করবে এবং রক্ত সঞ্চালন বাড়াবে। তাছাড়া, এটি খুশকি নিরাময়েও বেশ কার্যকর। এই আশ্চর্যজনক সহজ এবং প্রাকৃতিক প্রতিকারগুলো জানা থাকলে শীতের রুক্ষতা আর কোনও সমস্যাই নয়। কোন প্রকার ঝামেলা ছাড়াই শীতে আপনার চুল থাকবে ঝলমলে, মসৃণ এবং উজ্জ্বল। আর ঝরঝরে চুলে যে কোন সাজপোশাক সহজেই মানিয়ে যায়। তাই শীতের রুক্ষতাকে আর ভয় নয়, এই সময় এসেছে ঝলমলে থাকার।

What do you think?

Written by সানজিদা আলম

একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। টেকনোলজি, স্বাস্থ্য, প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। লেখালেখির পাশাপাশি ভালোবাসি পড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

foods to avoid in winter

শীতকালে যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত

Home remedies for cold and cough shopping sheba

শীতকালে সর্দি-কাশি প্রতিরোধে ডায়েটিশিয়ানদের দেয়া কিছু ঘরোয়া প্রতিকার