in

আইফোনের সেরা ৫ চার্জার

Best iPhone Charger BD

অনেকের কাছেই আইফোন এক স্বপ্নের নাম। তাই স্বপ্নের ফোন চালাতে নির্বাচন করা উচিত সেরা গ্যাজেটসমূহ। আইফোনের ব্যাটারি বা প্রসেসর যেমন উন্নত তেমন এই ব্যাটারিকে ভালো রাখতে ব্যবহার করা উচিত উন্নত ও সেরা চার্জার। ভালো চার্জার ব্যবহার না করলে ব্যাটারির সমস্যা দেখা দিতে পারে নানাবিধ। তবে বলে রাখা ভালো, আইফোনের চার্জা্রের ধরন ও প্রকৃতি এন্ড্রয়েড ফোনের চার্জার থেকে আলাদা। তাই অনেক সময় আমরা আইফোনের জন্য সেরা চার্জারসমূহ নির্বাচন করতে ভুল করে ফেলি। এই ভুল থেকে পরিত্রান দিতে আজ আপনাদের সাথে আলোচনা করবো আইফোনের জন্য সেরা ৫টি চার্জার নিয়ে। এই চার্জার ব্যবহার করলে আপনার আইফোনের ব্যাটারি থাকবে সুরক্ষিত ও বাড়বে ব্যাটারির মেয়াদ। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 

অ্যাংকর ন্যানো চার্জার (Anker Nano 20W)

সবচেয়ে দৃঢ়

আপনি যদি আপনার আইফোনের জন্য এমন একটি চার্জার চান যা অনায়াসেই পকেটে নিয়ে চলাফেরা করা যায় তাহলে Anker Nano USB-C চার্জার (20W) আপনার জন্য। 

চার্জারের তথ্যঃ

  • ধরণঃ দেয়াল চার্জার
  • ব্র্যান্ডঃ Anker
  • মডেলঃ PowerPort PD Nano 20W Usb-C PD
  • কানেক্টিভিটি প্রযুক্তিঃ USB
  • কানেক্টর টাইপঃ  USB-C
  • রংঃ সাদা, কালো, পুদিনা সবুজ ও ল্যাভেন্ডার ধূসর
  • ইনপুট ভোল্টেজঃ ১০০ ভোল্টস
  • বিশেষ ফিচারঃ দ্রুত চার্জ

এই চার্জার মোট ৪ রঙে পাওয়া যায় যা শুধু আপনার আইফোনেই নয় বরং এপল ওয়াচ ও আই-প্যাডেও ব্যবহার করতে পারবেন। এই চিকন এংকার চার্জার দিবে দ্রুত চার্জের নিশ্চয়তা এবং বাচিয়ে দিবে আপনার ব্যাগের বা টেবিল ড্রয়ারের জায়গা। তাই ফোনকে দ্রুত জাগিয়ে তুলতে আপনার আইফোনের জন্য নিঃসন্দেহে নির্বাচন করতে পারেন এই Anker Nano USB-C চার্জার (20W)।

অ্যাংকর ডুয়াল পোর্ট চার্জার (Anker Dual Port 60W)

আইফোন ১৩ প্রো ম্যাক্সের জন্য সেরা চার্জার

একইসঙ্গে দুইটি ডিভাইস চার্জ করার জন্য Anker 60W USB-C GaN Dual Port চার্জার একদম পারফেক্ট ম্যাচ বলা যায়। এই চার্জার এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, আপনি একইসাথে আপনার ম্যাকবুক ও আইফোন ১৩ চার্জ করতে পারবেন অনায়াসেই।

চার্জারের তথ্যঃ

  • ধরনঃ দেয়াল চার্জার
  • ব্র্যান্ডঃ Anker 
  • মডেলঃ A2029
  • কানেক্টিভিটি প্রযুক্তিঃ USB
  • কানেক্টর টাইপঃ USB A, USB Type C
  • রংঃ সাদা ও কালো
  • ইনপুটঃ ২৪০ ভোল্টস
  • বিশেষ ফিচারঃ ট্রাভেল চার্জার, দ্রুত চার্জ

চার্জারটির আরেকটি সুবিধা হলো এর তারের দৈর্ঘ্য ৬ ফুট। এর ফলে চার্জের সময় ডিভাইস ব্যবহার করতে কোনো অসুবিধায় পড়তে হয় না। তাই ফোন ও ম্যাকবুকের জন্য আলাদা আলাদা চার্জার ব্যবহারের ঝামেলা শেষ। আপনার আইফোন ১৩ ও ম্যাকবুকের জন্য বেছে নিতে পারেন এই চার্জারটি।

ইউগ্রিন নেক্সড মিনি (Ugreen Nexode Mini 45W)

দুই পোর্টের চিতা

এই চার্জার স্টাইলিশ নয়, দেখতে খুব উজ্জ্বল নয় বা এর সাইজ ছোট না। কিন্তু পাওয়ার ও অনন্যতার কথা চিন্তা করলে আইফোনের সেরা চার্জারের মধ্যে একটি Ugreen Nexode Mini Dual USB C Charger 45W.

চার্জারের তথ্যঃ

  • ধরনঃ দেয়াল চার্জার
  • ব্র্যান্ডঃ Ugreen
  • কানেক্টিভিটি প্রযুক্তিঃ USB-C
  • কানেক্টর টাইপঃ 2 USB Type C
  • রংঃ সাদা
  • ইনপুটঃ ১১০  ভোল্টস
  • বিশেষ ফিচারঃ দ্রুত চার্জ

এটি আপনার দুটি ডিভাইসকে একসাথে চার্জ করে দিবে কোনোরকম বাধা ছাড়াই। 

ইউগ্রিন নেক্সড চার্জার (Ugreen Nexode 3 Ports USB C PD Fast Charger 65W)

তিন পোর্টের এক যাদু

আমরা সাধারণত এক পোর্টের চার্জার ব্যবহার করে থাকি, দুই পোর্টের চার্জার সমন্ধে আমরা জানি কিন্তু তিন পোর্টের চার্জার সমন্ধে খুব কম মানুষই জানেন। কল্পনা করুন আপনার আইফোন, ম্যাকবুক ও আইপ্যাড একইসাথে একই চার্জারে চার্জ হচ্ছে। বলছিলাম Ugreen Nexode 3 Ports USB C PD 65W চার্জারের কথা।

চার্জারের তথ্যঃ

  • ধরনঃ দেয়াল চার্জার
  • ব্র্যান্ডঃ UGREEN
  • কানেক্টিভিটি প্রযুক্তিঃ USB C
  • কানেক্টর টাইপঃ 2 USB Type C & 1 USB Type A
  • রংঃ কালো
  • ইনপুটঃ ২৪০ ভোল্টস
  • বিশেষ ফিচারঃ ট্রাভেল চার্জার, দ্রুত চার্জিং

আপনি যদি মাল্টিটাস্কার হন তাহলে আপনার অমুল্য সময় বাচানোর জন্য নিশ্চিন্তে নির্বাচন করতে পারেন। লম্বা বা ভ্রমনে থাকতে পারবেন কোনো পিছুটান ছাড়াই। 

জয়রুম ফাস্ট চার্জার (Joyroom 67W Fast Charger)

পোর্টের যাদু

চলুন আপনাকে আরেকটু অবাক করে দিই। মনে করেন, আপনার ৪ টা ডিভাইস; আইফোন, একটি ম্যাকবুক, একটি এন্ড্রয়েড আর একটি ট্যাব। আপনি একজন মাল্টিটাস্কার। একদিন এমন এক পরিস্থিতিতে পড়লেন ৪ টি ডিভাইসের একটিতেও চার্জ নাই। এখন আপনাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করবে কে? উত্তর, Joyroom 67W Fast Charger। কি আছে এই চার্জারে?

চার্জারের তথ্যঃ

  • ধরনঃ দেয়াল চার্জার
  • ব্র্যান্ডঃ Joyroom
  • মডেলঃ JR-TCG02
  • কানেক্টিভিটি প্রযুক্তিঃ USB C
  • কানেক্টর টাইপঃ 2 USB Type C & 2 USB Type A
  • রংঃ কালো
  • ইনপুটঃ ২৪০ ভোল্টস
  • বিশেষ ফিচারঃ সুরক্ষিত ও দ্রুত চার্জ

এই চার্জার দিয়ে আপনার ৪ টি ডিভাইসে একইসাথে চার্জ করতে পারবেন কোনো সংশয় ছাড়াই।

কোন চার্জারটি আইফোনের জন্য নির্বাচন করতে চান? ভেবেচিন্তে নির্বাচন করুন। আপনার আইফোন ও আপনার জন্য শুভ কামনা। 

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

সবর ধৈর্য

সংসার জীবন সুখময় করতে সবর কতটা জরুরি

Soul purification in Islam

আত্মাকে শুদ্ধ করার ১০টি উপায়