in

LoveLove CuteCute

ইউএসবি ডকিং স্টেশন, ডাটা হাব: শখের ডিভাইসের সমন্বয়

USB-Docking-Station

আজকাল শখের গ্যাজেটের অভাব নেই। স্মার্ট ওয়াচ, ভ্যাপ মেশিন, স্মার্টফোন থেকে শুরু করে বিরাট কম্পিউটার বা ল্যাপটপও বাদ যাবে না। এই শখের ডিভাইসগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে চাইলে আর একেবারে অকেজো করতে না চাইলে ইউএসবি ডকিং স্টেশন জরুরি।

ডাটা হাব ব্যবহারের গুরুত্ব অনেকেই বুঝতে পারেন। কম্পিউটার ব্যবহারকারী প্রায়ই বিভিন্ন গ্যাজেট যুক্ত করার জন্য হাব ব্যবহার করেন।

সময়ের সঙ্গে সঙ্গে এখন ইউএসবি ডকিং স্টেশনও ব্যবহৃত হচ্ছে। বাড়ছে ইউএসবি হাব ব্যবহারের চাহিদা। তবে অনেকে জেনে, না জেনে বা না বুঝেই ইউএসবি হাব কিনেন। ইউএসবি হাব শুধু আপনার ডিভাইস চার্জ দেয়ার একাধিক পোর্টের সুবিধা দেয় তা কিন্তু নয়।

অনেকে এমনটি ভাবেন আর কমদামি কিছু হাব কেনেন। তাদের মাথায় থাকে চার্জের কথাই। কিন্তু কমদামি হাবের আউটপুট ভালো হয় না। কিছুদিন পর আপনার গ্যাজেটে সমস্যা দেখা দিতে পারে কিংবা হাব নষ্ট হয়ে যেতে পারে।

ব্যবহারের ও সক্ষমতার ভিত্তিতে ইউএসবি ডকিং স্টেশন অনেক কিছুই বদলে দিতে পারে। কিভাবে? সেটাই জানাবো আজ।

ইউএসবি ডকিং স্টেশন এবং ডাটা হাব

ইউএসবি হাব এক জিনিস আর ইউএসবি ডকিং স্টেশন আলাদা। ইউএসবি হাব আনা মানে আপনার কম্পিউটারে বাড়তি কিছু পোর্ট পাওয়া গেলো। আর ইউএসবি ডকিং স্টেশন আপনাকে একটি কম্পিউটারের রিপ্লেসমেন্টই এনে দিতে পারে।

ডকিং স্টেশন আপনার পোর্টেবল ডিভাইসের ফাংশনালিটি বাড়িয়ে দেয়। আপনি একটা পুরো সেটাপই সংযুক্ত করে ফেলতে পারবেন যা আগে ভাবেননি। পোর্টের খেলা তো আছেই। সঙ্গে আছে কতভাবে আপনি কানেক্ট করতে পারেন আপনার পোর্টেবল ডিভাইস।

এখন বিভিন্ন ধরনের ইউএসবি ডকিং স্টেশন কিনতে পাওয়া যায়। দামভেদে আলাদা হতেই পারে। তবে দামটা আলাদা হয় ফাংশনে। চলুন একবার ডকিং স্টেশন সম্পর্কে একটু সবিস্তারে জেনে নেই।

ডকিং স্টেশন কেন গুরুত্বপূর্ণ?

একটি ইউএসবি ডকিং স্টেশন কেন গুরুত্বপূর্ণ বা কেন কিনবেন ইউএসবি ডকিং স্টেশন? কয়েকটা কারণ রয়েছে। আসুন জেনে নেই।

একাধিক ডিভাইস কানেক্ট করা যায়

আজকাল অনেক পোর্টেবল ডিভাইস রয়েছে। ইউএসবি কিবোর্ড, ইউএসবি স্ক্রিন, ইউএসবি ক্যাবল থেকে শুরু করে অনেক ডিভাইস রয়েছে। রয়েছে পেনড্রাইভ। অনেক সময় একাধিক পেনড্রাইভ কানেক্ট করতে হয়। অর্থাৎ আপনার হাতে অনেক ডিভাইস কিন্তু কানেক্ট করার অপশন অনেক কম। সেক্ষেত্রে কি করবেন? হাতে তো আর এত পোর্ট নেই। ডকিং স্টেশন থাকলে আর তেমন ঝামেলা থাকবে না।

আপনার ডিভাইস কানেক্ট করে শুধু সুবিধা পাবেন এমন না। কোনো পোর্টে পেন্ড্রাইভ লাগিয়ে ডাটা ট্রান্সফার করলেন, কোনো পোর্ট দিয়ে পিসির সংগে সংযুক্ত হলেন, কোনো পোর্টের সঙ্গে অন্য গ্যাজেট কানেক্ট করলেন।

একসাথে একাধিক ডিভাইস সংযুক্ত করে কাজ করার জন্য ইউএসবি ডাটা হাবের কোন বিকল্প নেই।

অফিস ও হোম সেটাপ

ভেবে দেখুন একবার। অফিসের কাজ করতে হচ্ছে। আবার একই সঙ্গে ফোনেও চাপতে হচ্ছে। আজকাল সফটওয়ারের বদৌলতে মোবাইল আর ডেস্কটপ সংযুক্ত করা সহজ। তবে ডাটা সিকিউরিটি একটি বড় সমস্যা।

ডকিং স্টেশন থাকলে অন্তত এই সমস্যা নিয়ে মাথা ঘামাতে হয় না। ডকিং স্টেশনে কম্পিউটারে কানেক্ট করার মতো পোর্ট আছে, আবার মোবাইল কানেক্ট করার পোর্টও রয়েছে।

যেহেতু পোর্ট রয়েছে সবগুলো তাই ডকিং স্টেশনে কানেক্ট করে নিতে পারবেন। আপনি তারপর ডাটা ট্রান্সফার এমনকি পিসি থেকে মোবাইল এবং মোবাইল থেকে পিসি নিয়ন্ত্রণের সুবিধাও পাবেন।

ডাটা ট্রান্সফার

কার্ড রিডার ব্যবহার করে ডাটা ট্রান্সফারের অসুবিধা তো জানেনই। কার্ড খোলো, আবার লাগাও। অনেক সময় একাধিক ডিভাইসে এসব ডাটা ট্রান্সফার করতে হয়। ডাটা বড় হলে তো ব্যাপক ঝামেলা। আপনাকে একবার মূল ডিভাইসে কপি করে বা ব্যাকাপ রেখে আস্তে আস্তে শেয়ার করতে হবে।

ডকিং স্টেশন থাকলে অবশ্য এত ঝামেলা নেই। ভেবে দেখুন। আপনার ক্যামেরাই সরাসরি সংযুক্ত করে ফেলতে পারবেন। আবার ডকিং স্টেশন নিজেও কার্ড রিডারের ভূমিকা পালন করতে পারে।

এটি মাল্টিফাংশনাল হওয়ায় আপনার কানেক্টিভিটি ও ডাটা শেয়ারিং হবে নিঁখুত। শুধু তাই নয়, খুব দ্রুত ডাটা ট্রান্সফারের পাশাপাশি আপনাকে বাড়তি সময় ব্যয় করতে হবে না শুধু ডাটা ট্রান্সফারে।

ল্যাপটপের সঙ্গে সংযোগ

ল্যাপটপের সঙ্গে সংযোগের জন্য সিডিএমআই হাব ব্যাপক ব্যবহৃত হয়। শুধু ল্যাপটপের সঙ্গে লাগিয়ে আপনার অন্যান্য স্মার্ট ডিভাইস সংযুক্ত করে দিন। ব্যাস! হয়ে গেলো। অন্তত ল্যাপটপের অন্য পোর্টগুলো তো আর বন্ধ হবে না।

মোবাইল হবে কম্পিউটার

যাদের ট্যাব আছে বা বড় স্ক্রিনের মোবাইল আছে তারা ডকিং স্টেশন দিয়েই কম্পিউটার সেটাপ বানিয়ে নিতে পারেন। হয়তো এত পাওয়ারফুলো সেটাপ আপনি পাবেন না। কিন্তু আজকাল অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনেই অনেক সুবিধা রয়েছে চলনসই।

মিনি কিবোর্ড, টাচপ্যাড বা অন্যান্য গ্যাজেট ডকিং স্টেশনে লাগিয়ে নিলে আপনার ফোনে ইউএসবি-সি পোর্ট দিয়ে সহজেই কম্পিউটার সেটাপ বানিয়ে নিতে পারবেন। এই বাড়তি সুবিধার জন্য এখন অনেকেই ডকিং স্টেশন কিনে নিচ্ছেন।

ইউএসবি ডকিং স্টেশন অত্যন্ত দ্রুতগতিতে আপনাকে ডাটা ট্রান্সফারে সাহায্য করবে। আবার আপনাকে একটি ডিজিটাল সেটাপ ডিজাইনেও সাহায্য করবে। যদি আপনি ডকিং স্টেশন কিনতেই চান, তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখবেন:

  • ডকিং স্টেশনের হাবের বিল্ড কোয়ালিটি ভালো হওয়া চাই। ভালো মানের হাবে অ্যালুমিনিয়াম বিল্ড দেয়া হয়।
  • পোর্ট টাইপ-সি হলে কোন ধরনের টাইপ সি? টাইপ-সি এর মধ্যেও হেরফের আছে। আপডেটেডটি নিন। কারণ আপডেটেড টাইপ সি এর ডাটা ট্রান্সফার রেট পুরোনো টাইপ-সি থেকে অনেক বেশি।
  • পোর্টের বৈচিত্র্য দেখুন। টাইপ সি মিনি, সিডিএমআই বা বিভিন্ন ধরনের পোর্ট হলে আপনার জন্য সুবিধা।
  • ডকিং স্টেশনের আউটপুট এবং ইনপুট যাচাই করুন।

দাম একটু বেশি হলেও ডকিং স্টেশন আপনাকে কম্পিউটারে অতিরিক্ত ইনভেস্টের যন্ত্রণা থেকে বাঁচাবে। অনেকেরই ল্যাপটপের খুঁটিনাটি কাজ করতে হয়। তবে ল্যাপটপ কিনতে হয় না। অত প্রয়োজন নেই। তাদের জন্য ডকিং স্টেশন যেন আশির্বাদ।

What do you think?

Written by আমিরুল আবেদিন আকাশ

পেশাগত জীবনে আমি একজন সাংবাদিক। শিক্ষাজীবন এখনও শেষ করিনি। এরইমধ্যে একটি পত্রিকায় চাকরি এবং বই অনুবাদ করছি। ইংরেজি কন্টেন্ট লেখার অভিজ্ঞতা থাকায় বাংলায় তথ্যবহুল লেখা প্রচার-প্রসারের আগ্রহ থেকেই বিভিন্ন বিষয়ে লেখালেখি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

hair pack mask homemade recepe

চুলের যত্নে হেয়ার প্যাক তৈরির ঘরোয়া রেসিপি

Food for damaged hair care

ক্ষতিগ্রস্থ চুলে প্রাণ ফিরিয়ে আনতে ১০টি খাবার