in

ল্যাপটপেরও পাওয়ার ব্যাংক হয়!

Laptop Power Bank Buy in Bangladesh

প্রথমবার আমি নিজেও অবাক হয়েছি। পাওয়ার ব্যাংক আজকাল অনেক জরুরি জিনিস। তবে পাওয়ার ব্যাংকের কথা বললে প্রথমে মোবাইল চার্জের কথাটাই মাথায় আসে। কিন্তু যখন ল্যাপটপেরও পাওয়ার ব্যাংক দেখলাম তখন হতভম্ব না হয়ে উপায় ছিলো না। তবে সব প্রযুক্তিরই একটি ব্যবহারযোগ্য দিক আছে। ওই দিকটাকে ভালোভাবে ধরতে পারলেই হলো। আমাদের দেশে ল্যাপটপের পাওয়ার ব্যাংক অত জনপ্রিয় হয়নি বিধায় অনেকেই জানেন না এর কাজ কি। আমি নিজেও জানতাম না। অবশ্য কাজের কথা ভেবেও লাভ নেই। একখানি পাওয়ার ব্যাংকের দামই যখন বিশ হাজার পেরিয়ে যায় তখন একটু চিন্তাই হয়। তারপরও অনলাইনে কিছুক্ষণ ঘাটাঘাটি আর ইউটিউবে দেখার পর মনে হলো, নাহ দাম নিয়ে ভাবার মতো কিছু তো হয়নি। এই পণ্যেরও একটা ভালো দিক আছে। মূলত সেটি বুঝাতেই আজকের এই লেখা।

এই পাওয়ার ব্যাংক কেন দরকার?

আজ আমরা মূলত এই বিষয়টি নিয়েই আলোচনা করবো। পাওয়ার ব্যাংকের সুবিধা তো আর নতুন করে বুঝানোর কিছু নেই। কিন্তু ল্যাপটপের পাওয়ার ব্যাংক বললে সুবিধাটা কোথায় তা ভাবা কঠিন হয়ে যায়। তবে সুবিধাগুলো বুঝে দেখুন:

অনেক ধরনের ডিভাইস চার্জ দেয়া যাবে

একটা পাওয়ার ব্যাংক আপনার ল্যাপটপ, মোবাইল, ইয়ারবাড, ইয়ারপড বা অন্য ইলেকট্রিক যন্ত্রপাতি চার্জ দিতে পারলে সুবিধাটা কত বিশাল একবার ভেবে দেখুন। মোবাইলের পাওয়ার ব্যাংকের পাওয়ার আউটপুট খুব বেশি হয় না। কিন্তু ল্যাপটপের পাওয়ার ব্যাংকের আউটপুট স্বভাবতই অনেক বেশি হবে। আজকাল মোবাইলের চার্জারও ১২০-২০০ ওয়াটের দিকে চলে গেছে। তার মানে এই নয় এই চার্জার আপনার ল্যাপটপকেও চার্জ দিতে পারবে।

হ্যা, আপনি চার্জ করিয়ে নিতে পারবেন। তবে এই চার্জার ল্যাপটপের ব্যাটারিকে চার্জ দেয়ার মতো সক্ষম নয় বা ওভাবে বানানো হয়নি। তাই চার্জ দেয়ার ক্ষেত্রে ব্যাটারিতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি। সম্প্রতি ডিভাইসের ব্যাটারির জন্য উপযুক্ত গ্যাজেট ব্যবহারের একটি প্রবণতা ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছে।

তাছাড়া আজকাল অনেক ধরনের গ্যাজেট আমরা ব্যবহার করি। স্পিকার, স্মার্ট গ্যাজেটসহ আরো অনেক কিছু। সবকিছু বিবেচনা করলে ডিভাইস চার্জ দেয়ার ক্ষেত্রে আপনার সুবিধা বাড়ছে। আপনি একটি পাওয়ার ব্যাংক দিয়েই বিভিন্ন পাওয়ার আউটপুটের ডিভাইস চার্জ দিতে পারছেন।

এটি সাধারন পাওয়ার ব্যাংকের মতো নয়

সাধারন পাওয়ার ব্যাংকে হিটিং ইস্যু এবং চার্জ দেয়ার সময় আউটপুটগত সমস্যা থাকে। এসব সমস্যার কারণে পাওয়ার ব্যাংকগুলো মোবাইল চার্জ দিতে গিয়েই নষ্ট হয়ে যায়। এমনটি হলে আপনারই ক্ষতি। কিন্তু ল্যাপটপের পাওয়ার ব্যাংকের আউটপুট খুব ভালো হওয়ায় আপনার ডিভাইসও নিরাপদ থাকে এবং আপনার চার্জ দিতে গিয়ে বড় বিপদে পড়তে হয় না।

পোর্টের ধরনে বৈচিত্র্য

ল্যাপটপের পাওয়ার ব্যাংকে অনেকগুলো পোর্ট থাকে এবং বিভিন্ন ধরনের পোর্ট থাকে যা সচরাচর অন্য কোনো পাওয়ার ব্যাংকে পাবেন না। বিভিন্ন ধরনের পোর্ট থাকা মানে বিভিন্ন ধরনের ডিভাইস চার্জ ও সংযুক্ত করা যাবে। অনেক সময় আপনি আপনার ক্যামেরাকেও পাওয়ার দিতে পারবেন।

বিল্ট-ইন সিকিউরিটি ফিচার

ল্যাপটপের পাওয়ার ব্যাংকের মধ্যে বিল্ট-ইন কিছু সিকিউরিটি সুবিধা থাকে। অর্থাৎ এই পাওয়ার ব্যাংক বানানোর সময় এমনভাবে করা হয় যেন কোনো ডিভাইস সংযুক্ত করার পর ওই ডিভাইস যতটুকু নিতে পারে ততটুকুই আউটপুট দিয়ে থাকে। তাছাড়া কোনো ডিভাইস ওভারহিট হলে তা সহজেই পাওয়ার ব্যাংকটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরকম কিছু বিল্ট-ইন স্মার্ট ফিচার থাকে যা ল্যাপটপের পাওয়ার ব্যাংককে একটু প্রথমদিকের সারিতেই রাখবে।

কাদের জন্য এই পাওয়ার ব্যাংক?

সুবিধাগুলো বুঝা গেলো। কিন্তু এই গ্যাজেট কাদের জন্য? এই গ্যাজেট তাদের জন্য যারা স্মার্ট ডিভাইসের ওপর নির্ভরশীল। অনেকের কাছে একাধিক ইলেকট্রিক গ্যাজেট থাকে। স্মার্ট ফ্যান, ল্যাপটপ, এয়ারপড, ওয়ারলেস স্পিকার, ওয়ারলেস ফ্যান, ওয়ারলেস আরো অনেক গ্যাজেট থাকে যেগুলোর জন্য আলাদা ক্যাবল, আলাদা ডকিং স্টেশন বা চার্জিং স্টেশন বানিয়ে নিতে হয়। এসব ঝুটঝামেলা থেকে মুক্তি পেতে হলে ল্যাপটপের পাওয়ার ব্যাংক অনেক উপকারি।

দামটি অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু আপনার গ্যাজেটের সংখ্যার হিসেবে ও গ্যাজেটের নিরাপত্তার কথা একবার তুলনা করে দেখুন সহজেই বুঝতে পারবেন।

বাজারে থাকা ল্যাপটপের পাওয়ার ব্যাংক

বাজারে এই মুহূর্তে ল্যাপটপের পাওয়ার ব্যাংক একেবারেই কম। দেশের বাজারে Shargeek নামে একটি ব্র্যান্ড দুটো ল্যাপটপের পাওয়ার ব্যাংক এনেছে। এখন পাওয়ার ব্যাংকের দাম একটু বেশি তবে যখন জনপ্রিয়তা বাড়বে তখন দামও কমবে। Shargeek Storm 2 Slim নামের এই পাওয়ার ব্যাংকটি দেখেই মূলত ল্যাপটপের পাওয়ার ব্যাংকের প্রতি আগ্রহ বেড়েছিল। মূলত তারা দুটো ভার্সন এনেছে। একটি এনেছে ১৩০ ওয়াটের এবং অন্যটি হলো ১০০ ওয়াটের। দুটো মডেলেই ২৫ হাজার এমএএইচের উপর ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটির পাশাপাশি আইফোন, ম্যাক, ডেলসহ আরো অনেক ডিভাইস চার্জ দেয়ার সুবিধা থাকছে। আর উপরে বলা সুবিধাগুলো তো থাকছেই। একবার ঢু মেরে দেখে নিতে পারেন পণ্যটি। তারপর তুলনামূলকভাবে দেখুন, হয়তো উপকারিতাটি ঠাহর করতে পারবেন।

What do you think?

Written by আমিরুল আবেদিন আকাশ

পেশাগত জীবনে আমি একজন সাংবাদিক। শিক্ষাজীবন এখনও শেষ করিনি। এরইমধ্যে একটি পত্রিকায় চাকরি এবং বই অনুবাদ করছি। ইংরেজি কন্টেন্ট লেখার অভিজ্ঞতা থাকায় বাংলায় তথ্যবহুল লেখা প্রচার-প্রসারের আগ্রহ থেকেই বিভিন্ন বিষয়ে লেখালেখি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

আসল নকল চেনার উপায়

নকল পণ্য কিনে প্রতারিত না হওয়ার টিপস

ন্যায্য-দামে-কেনাকাটা-করার-উপায়

সাশ্রয়ী বা ন্যায্য মূল্যে কেনাকাটার অব্যর্থ উপায়