in

চুলের যত্নে হেয়ার প্যাক তৈরির ঘরোয়া রেসিপি

hair pack mask homemade recepe

ঝলমলে স্বাস্থ্যকর মসৃণ চুল কার না ভালো লাগে? কিন্তু চুলের যত্নে ঘরোয়া রেসিপিতে তৈরি করা হেয়ার প্যাক নাকি বাজার থেকে কেনা প্রসাধনী পণ্য কোনটা বেশি নিরাপদ? নিশ্চয় ঘরোয়া পদ্ধতি। আবার বাজার থেকে কেনা হেয়ার কেয়ার পণ্যে দামের ব্যাপারতো আছেই। তাহলে উপায়? কোন চিন্তা নেই, এখন চুলের যত্নে ঘরেই তৈরি করুন নানারকম হেয়ার প্যাক আমাদের রেসিপিতে।

চুলের যত্নে হেয়ার প্যাক

চুলের যত্নে হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারের ফলে চুল তার প্রায়োজনীয় পুষ্টি উপাদান খুব সহজে পেয়ে যায়। কারন চুলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকলে চুলের গোড়া দুর্বল হয়। তাই দুর্বল চুলকে মজবুত করে তোলার জন্য দরকার ভালো হেয়ার প্যাক।

ভালো হেয়ার প্যাক তৈরির ঘরোয়া রেসিপি

চুলকে কার্লি করতে বা ঢেউ খেলানো করতে আপনি কি ড্রায়ার, স্ট্রেইনার অথবা কার্লার ব্যবহার করেন? তবে এই গুলোর সাহায্য ছাড়াও আপনি আপনার চুলকে চমৎকারভাবে সেট করতে পারবেন। কেননা এই যন্ত্রগুলো প্রচুর তাপ উৎপাদন করে যা চুলের জন্য অনেক ক্ষতিকর। তবে আপনাকে যদি আয়রন অথবা কার্লার ব্যবহার করতেই হয় তাহলে আপনার পছন্দমত সেরাম কিনে নিন। আপনি চাইলে আপনার চুলের জন্য ঘরে তৈরি কিছু সেরাম ব্যবহার করতে পারেন। কারণ এই হেয়ার সেরামগুলো চুলের জন্য দারুন উপকারী এবং এদের কোন পার্শপ্রতিক্রিয়াও নেই।

রেসিপি ১

সামান্য কাঠ বাদামের তেল, নারিকেল তেল, চুলের কন্ডিশনার, ২৫০ মিলি পানি এবং একটি ছোট খালি স্প্রে বোতল নিন। স্প্রে বোতলে ২০০ মিলি পানি ঢালুন এবং এতে ২-৩ ফোঁটা নারিকেল তেল, ৪ থেকে ৫ ফোঁটা কাঠ বাদামের তেল যোগ করুন। ছোট্ট ২ ফোঁটা কন্ডিশনার দিন। কন্ডিশনার বেশী ব্যবহার করা যাবে না তা না হলে বেশী ফেনা তৈরি হবে। আপনি চাইলে ল্যাভেন্ডার বা অন্য কোন সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করতে পারেন। বাকি পানি ঢালুন এবার ভালোভাবে ঝাঁকিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ফেনা দূর হওয়ার জন্য কিছুক্ষন অপেক্ষা করুন। এখন এটি চুলে ব্যবহার করার জন্য একেবারে উপযুক্ত।  

রেসিপি ২

এই সেরামটি মূলত বিভিন্ন রকমের বাটার দিয়ে তৈরি করা হয়। ৪ আউন্স শিয়া বাটার, ৪ আউন্স কোকো বাটার এবং আপনার পছন্দের যে কোন সুগন্ধি তেল ২০ ফোঁটা নিন। সব উপকরণ গলে তরল না হওয়া পর্যন্ত গরম করুন এবং ঠান্ডা হতে দিন। একটি খালি জীবাণুমুক্ত বয়ামে সুগন্ধি তেল দিন এবং তাতে গলানো বাটার ঢালুন। বাটার আবার জমে শক্ত না হওয়া পর্যন্ত বয়ামটিকে ঠান্ডা হতে দিন।

ড্রায়ার, স্ট্রেইনার অথবা কার্লারের মত যন্ত্র যা প্রচুর তাপ উৎপাদন করে তা ব্যবহারের আগে এই হোমমেড সিরামগুলো ব্যবহার করতে পারেন। এতে চুল তাপে অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্থ হবে।

ঘরে তৈরি হেয়ার মাস্ক

চুলকে ভালো রাখার জন্য বাজারে নানারকম প্রসাধনী রয়েছে তবে তার সবগুলোই যে আপনার চুলের জন্য উপকারী তা কিন্তু নয়। এত সব পন্যের মধ্যে আপনার চুলের জন্য নিরাপদ হবে কোনটা সেটা খুঁজে বের করা বেশ কঠিন একটা কাজ। তাই সবচেয়ে নিরাপদ হল ঘরে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করা। খুবই সাধারন কিছু উপকরণ যা আমাদের রান্না ঘরেই পাওয়া যায় তাই দিয়ে আমরা সহজেই নানারকম হেয়ার মাস্ক তৈরি করতে পারি। চলুন কিছু রেসিপি দেখা যাকঃ

১। ডিম, দই এবং সরিষার তেল

শীত আসতে না আসতেই আপনার চুল যদি ইতোমধ্যে খড়ের মতো শুষ্ক হয়ে থাকে তাহলে এখানে আপনার সমস্ত সমস্যার সমাধান রয়েছে। ডিম ভিটামিন A, B12, D এবং E, ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন সমৃদ্ধ। প্রোটিন চুলের গোড়াকে শক্তিশালী করতে সাহায্য করে এবং ফ্যাটি অ্যাসিড আপনার চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশনিং করে এবং B12 চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে।

যেভাবে তৈরি করবেন- সবগুলো উপরন সমপরিমানে একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই মাস্কটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে কমপক্ষে ২০ মিনিট অপেক্ষা করুন। পরে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

২। অলিভ ওয়েল, নারিকেল তেল এবং ডিম

এটি দ্রুত চুলের বৃদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত মাস্ক।

যেভাবে তৈরি করবেন- ২ টেবিল চামচ নারকেল তেল গরম করুন, ঠান্ডা হতে দিন, একটি বা দুটি ডিম এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল যোগ করুন এবং চুলে লাগান। আধা ঘন্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩। অ্যাভোকাডো ও সুগন্ধি তেল

পাকা অ্যাভোকাডো দারুন ক্রিমি। অ্যাভোকাডো একমাত্র ফল যেটাতে মাংসের মত প্রোটিন, বাটারের মত ফ্যাট, সবুজ শাক সবজির মত নানারকম ভিটামিন ও খনিজ এবং বাদামের স্বাদ রয়েছে।

যেভাবে তৈরি করবেন- একটি পাকা অ্যাভোকাডোর অর্ধেকটা ভালোভাবে ম্যাশ করে নিন। এতে কয়েক ফোঁটা সুগন্ধি তেল যোগ করুন। ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

পরিশেষে, চুলের যত্নে ঘরে তৈরি নানারকম হেয়ার মাস্কের রেসিপি নিয়ে আজকে আলোচনা করলাম। আশাকরি এই মাস্কগুলো আপনারাও সহজেই ঘরে তৈরি করতে পারবেন এবং উপকৃতও হবেন। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

What do you think?

Written by সানজিদা আলম

একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। টেকনোলজি, স্বাস্থ্য, প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। লেখালেখির পাশাপাশি ভালোবাসি পড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

চুল ভালো রাখার উপায়

চুল ভালো রাখার ৭টি উপায়

USB-Docking-Station

ইউএসবি ডকিং স্টেশন, ডাটা হাব: শখের ডিভাইসের সমন্বয়