বর্তমানে মশা শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক, সকলের জন্যই বিশাল এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সব পিতামাতাই শিশুদের ঘরে ও বাইরে শিশুদের মশার কামড় থেকে বাঁচাতে তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন।
শিশুদের ঘরে আটকে রাখা কঠিন, তারা পার্কে ঘোরাফেরা অথবা অন্যান্য শিশুদের সাথে খোলা মাঠে খেলতে পছন্দ করে। আর এতে মশাও সুযোগ পেয়ে যায় কামড়ানোর। তবে শুধু বাইরে নয় ঘরের ভেতরেও বিশেষ করে কোণাগুলোও শিশু ও নবজাতকের জন্য নিরাপদ নয়। আর এই কারনেই প্রয়োজন ভালো মানের মশা নিরোধকের। শিশুদের ত্বক খুব কোমল ও নরম, এই কারনে তাদের জন্য যাই ব্যবহার করুন না কেন বিশেষ সতর্কতার সাথে ব্যবহার করা জরুরী। যেমন বাজারে সহজলভ্য কয়েল শিশুদের জন্য মারাত্বক ক্ষতিকর। কারণ কয়েল থেকে সৃষ্ট ধোঁয়া শিশুদের ফুসফুসেরও ক্ষতি করে। আর তাই সব চেয়ে গুরুত্বপূর্ন হল এমন একটি মশা প্রতিরোধক নির্বাচন করা যেটা আপনার শিশুর জন্য সব দিক থেকে নিরাপদ হবে।
কয়েল বাদেও মশা তাড়ানোর আরো অনেক উপকরণ হয়েছে যেমনঃ স্প্রে, জেল, ফেব্রিক রোল-অন মসকুইটো রিপেলেন্ট ইত্যাদি। তবে এদের মধ্যে ঘরের বাইরে বিশেষ করে শিশুদের মশা থেকে বাঁচানোর সব চেয়ে ভালো উপায় হল ফেব্রিক রোল অন ব্যবহার করা। তবে বড়দের জন্যও ফেব্রিক রোল-অন কার্যকরী।
ফেব্রিক রোল-অন কী
ফেব্রিক রোল-অন হল মশা থেকে নিরাপদে থাকার একটি অন্যতম সহজ মাধ্যম। এটি শিশুদের জন্য বিশেষ উপযোগী। ফেব্রিক রোল-অন প্রাকৃতিক উপাদান যেমন সাইট্রোনেলা এবং ইউক্যালিপটাস তেল দিয়ে তৈরি করা হয়। এটি ত্বকে নয় বরং কাপড়ে ব্যবহার করা হয়। এখন নিশ্চয় বুঝতে আর বাকি নেই যে, কাপড়ের উপর এই ডটের প্রয়োগ হয় বলেই এটিকে ফেব্রিক রোল-অন বলে।
এটা সাধারনত আকারে বেশ ছোট একটি টিউবে তরল আকারে থাকে। পরিধেয় পোশাকে লাগানো হলে এর থেকে এক ধরনের গন্ধ আসে যা মশাকে দূরে রাখে। এটি শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয় যার কারনে স্প্রে বা কয়েলের চেয়ে বেশী নিরাপদ। এছাড়াও কয়েল বা স্প্রে ব্যবহার করে কেবল ঘরের ভেতরের মশা থেকে বাঁচা যায় কিন্তু ঘরের বাইরে মশা থেকে বাঁচতে ফেব্রিক রোল-অন অনেক বেশী কার্যকরী।

কেন ব্যবহার করবেন
সাধারনত ফেব্রিক রোল-অন এ ক্ষতিকর কেমিক্যাল কম থাকে। ভালো ব্র্যান্ডের ফেব্রিক রোল-অন-এ সিট্রোনেলা এবং ইউক্যালিপটাস তেল ব্যবহার করা হয় যা শিশুদের জন্য নিরাপদ। এগুলো সাধারনত পেডিয়াট্রিশিয়ান সার্টিফাইড। ব্র্যান্ডভেদে ৪ থেকে ৮ ঘন্টা বা তার চেয়েও বেশি সময়ও সুরক্ষা দিতে পারে। এই মশা নিরোধকগুলো ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ইত্যাদি মশাবাহিত রোগ থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়। এগুলো সুগন্ধযুক্ত ও দাগহীন ফর্মুলায় তৈরি হওয়ায় কাপড়ে কোন প্রকার দাগ লাগে না। আর সুগন্ধযুক্ত হওয়ার কারনে শিশুরাও ব্যবহারে অস্বস্তি বোধ করে না। আকারে ছোট হওয়ার কারনে একে সহজেই সাথে বহন করা যায়। আপনার হাত ব্যাগ বা শিশুর স্কুল ব্যাগেও সহজেই বহন করতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন
ফেব্রিক রোল-অন এর টিউব বা বোতলের ঢাকনা খুলে সরাসরি জামাকাপড়ে প্রয়োগ করতে হয়। কাপড়ের ওপরে মাত্র ৪ টি কয়েন আকৃতির ডট (ফোঁটা) প্রয়োগ করতে হয়। জামার হাতায়, পিঠে এবং প্যান্টের নিচের দিকে কয়েনের আকারে ঘষে লাগাতে হয়। ভালো ফলাফলের জন্য সরাসরি ত্বকে না লাগিয়ে কাপড়ে লাগানো উচিত। নবজাতক বা ০ থেকে দুই মাস বয়সি শিশুদের জন্য তাদের পরিধেয় পোশাকে না লাগিয়ে শিশুর প্র্যাম, খাট বা স্ট্রলারে প্রয়োগ করুন।
ফেব্রিক রোল-অন এর ব্র্যান্ড
বাজারে নানা ব্র্যান্ডের ফেব্রিক রোল-অন কিনতে পাওয়া যায়। যেমনঃ
১। Mamaearth Anti Mosquito Fabric Roll – এটি এলকোহল মুক্ত
২। Godrej Good Knight 100% Natural Mosquito Repellent Fabric Roll-On – পেডিয়েট্রিশিয়ানরা ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকেন।
৩। BodyGuard Fabric Roll-On – কোন অনিরাপদ উপকরণ নেই
৪। Odomos Fabric Roll Mosquito Repellent On – প্রাকৃতিক উপকরণে তৈরি
৫। LuvLap Mosquito Repellent Fabric Roll-on – সুগন্ধিযুক্ত পাম ওয়েল দিয়ে তৈরি
উপরে উল্লেখিত ব্র্যান্ডগুলো বাজারে বেশ জনপ্রিয়। আপনি আপনার প্রয়োজন ও দামের সাথে মিলিয়ে পছন্দমত ব্র্যান্ড নির্বাচন করতে পারেন।
পরিশেষে, বর্তমানে আমাদের দেশে ডেঙ্গুর ভয়াবহতা করোনার থেকে কিছু কম নয়। তাই আপনার সন্তান ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব আপনার নিজের। শিশুদের এক যায়গায় স্থির রাখা সম্ভব নয় তাই তাদের মশা থেকে নিরাপদ রাখা বেশ কঠিন কাজ। আপনার এই কঠিন কাজটিকে সহজ করতে ফ্রেব্রিক রোল-অন ব্যবহার করুন। এটি নিশ্চিত ভাবেই আপনার শিশুকে মশার কামড় থেকে সুরক্ষা দিবে।
GIPHY App Key not set. Please check settings