in

১০০০ টাকার মধ্যে খুব ভালো মানের ৫টি সানস্ক্রিন সম্পর্কে জানুন

Budget Friendly Sunscreen SPF

সাধ্যের মধ্যে কোন সানস্ক্রিন খুব ভালো মানের হবে তা সবাই জানতে চান। আজকের লেখায় থাকছে ১০০০ টাকার মধ্যে সেরা ৫টি সানস্ক্রিন সম্পর্কে বিস্তারিত।

ত্বকের যত্নে তো আমরা কত কিছুই করি। কিন্তু দিনের বেলা যদি সানস্ক্রিন ব্যবহার না করা হয়, তাহলে ত্বক সুন্দর রাখতে যত যাই করা হোক না কেন, সেগুলো আর কাজে আসে না।

কি? অবাক হচ্ছেন? যারা জানেননা তাদের জন্য বলছি, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার না করলে আমাদের ত্বকে রেডনেস, হাইপারপিগমেন্টেশন, অ্যাকনে ব্রেকআউট দেখা যায়। সেই সাথে ত্বকে অল্প বয়সে ফাইন লাইন বা রিংকেল পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই দিনের বেলা বাড়ি থেকে বেরোনোর সময় কিংবা বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করার কোনো বিকল্প নেই।

যেহেতু সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করতে হয়, তাই অনেকেই একটু বাজেট ফ্রেন্ডলি অপশন খোঁজেন। চলুন আর দেরি না করে জেনে নেয়া যাক ১০০০ টাকার মধ্যে কোন সানস্ক্রিনগুলো সবচেয়ে ভালো সে সম্পর্কে বিস্তারিত।

1. 3W Clinic Intensive UV Sunblock Cream SPF50+

রিজনেবল প্রাইসের মধ্যে যতগুলো হাই প্রটেকশনের সানস্ক্রিন রয়েছে, 3W Clinic ব্র‍্যান্ডের এই সানস্ক্রিনটি সেগুলোর মধ্যে অন্যতম। কোরিয়াতে তৈরি এই সানস্ক্রিনে কোনো ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্ট, যেমন: অ্যালকোহল, অ্যালার্জেন, গ্লুটেন অথবা সালফেট ব্যবহার করা হয়নি। তাই যেকোনো স্কিন টাইপেই এটি ব্যবহার করা যায়। তবে যদি ফাংগাল অ্যাকনের সমস্যা থাকে, তাহলে এটি ব্যবহার না করাই ভালো।

এটিতে থাকা এসপিএফ ৫০ আপনাদের ৩-৪ ঘন্টা অনায়াসে সান প্রটেকশন দেবে। এটির কনসিসটেন্সি বেশ পাতলা হওয়ায় খুব সহজে ত্বকের সাথে মিশে যায় ও দীর্ঘ সময় ত্বক ময়েশ্চারাইজড রাখে। ভালোভাবে সময় নিয়ে ব্লেন্ড করলে এটি ত্বকে সেভাবে হোয়াইট কাস্টও দেয়না। তাই এ সানস্ক্রিনটি আমার পছন্দের তালিকায় এক নম্বরেই থাকবে।

2. Biotique Sandalwood Sunscreen Ultra Soothing Face Cream

ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আমাদের ত্বকের জন্য কতটুকু উপকারী তা তো সবাই জানেন। কেমন হয় যদি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট রয়েছে এমন একটি সানস্ক্রিন পেয়ে যান, তাও আবার ১০০০ টাকার ভেতরে?

Biotique নামক ইন্ডিয়ান ব্র‍্যান্ডের এই সানস্ক্রিনটিতে রয়েছে স্যান্ডালউড অয়েল (চন্দনের তেল), জাফরান ও মধু। এগুলোর মধ্যে স্যান্ডালউড অয়েল একটি অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ায় সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ত্বক সুরক্ষিত রাখে। জাফরান ব্রণের সমস্যা ও ত্বকের যেকোনো দূর করে। মধু আমাদের ত্বক করে তোলে কোমল ও মসৃণ। সুতরাং বুঝতেই পারছেন, এই সানস্ক্রিনটি আমাদের ত্বকের জন্য কতটুকু উপকারী।

এই সানস্ক্রিনটি যেকোনো স্কিনটাইপের অধিকারীরাই ব্যবহার করতে পারেন। এটি খুব সুন্দরভাবে ত্বকের সাথে মিশে যায় এবং সান প্রটেকশন দেয়ার পাশাপাশি ত্বক ময়েশ্চারাইজও করে। ও হ্যাঁ, এই ন্যাচারাল সানস্ক্রিন ত্বকে বয়সের ছাপ কমাতে ও ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে।

3. Yegam Top Plus Aloe Sun Cream SPF50+PA+++

আমাদের ত্বক বিভিন্ন ড্যামেজ থেকে রিপেয়ার করতে ও ত্বকে প্রয়োজনীয় ময়েশ্চারের যোগান দিতে অ্যালোভেরার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Yegam ব্র‍্যান্ডের এই সানস্ক্রিনটিতে অ্যালোভেরা এক্সট্রাক্ট থাকায় এটি সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো। কোরিয়ান এই সানস্ক্রিনে কোনো ক্ষতিকর বা অ্যালার্জিক ইনগ্রেডিয়েন্ট না থাকায় আপনার স্কিনটাইপ যেটিই হোক, আপনি এটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন।

সানস্ক্রিন হিসেবে তো বটেই, আপনারা মেকআপ করার আগে ময়েশ্চারাইজিং প্রাইমার হিসেবেও এটি ব্যবহার করতে পারেন। এই সানস্ক্রিনের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, বড়দের পাশাপাশি চাইলে ছোটরাও এটি ব্যবহার করতে পারবে। এই সানস্ক্রিনটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের ড্যামেজ রিপেয়ার হয় এবং সেই সাথে ত্বক হয়ে ওঠে আগের চাইতে মসৃণ।

4. Eliza Helena UV Expert Sun Protection Cream

যাদের একদমই বাজেট কম, তাদের জন্য Eliza Helena ব্র্যান্ডের এই সানস্ক্রিনটি হতে পারে ভালো একটি চয়েস। এই সানস্ক্রিনটিতে ভিটামিন এ, সি ও ই থাকায় এটি ত্বকের হাইপারপিগমেন্টেশন, ফাইন লাইন ও রিংকেল কমায় এবং একই সাথে ত্বক ময়েশ্চারাইজড রাখতেও সাহায্য করে।

থাইল্যান্ডে তৈরি করা এই সানস্ক্রিনটি যেকোনো স্কিন টাইপেই স্যুট করে। তবে ফিজিক্যাল সানস্ক্রিন হওয়ায় এটি ত্বকে হোয়াইট কাস্ট দিতে পারে। কেনার সময় এ বিষয়টি মাথায় রাখার পরামর্শ রইলো।

5. Boots Soltan Baby Protect & Moisturise 50+ Suncare Lotion

Boots ব্র‍্যান্ডের এই সানস্ক্রিনটি ছোটদের জন্য তৈরি করা হলেও বড়রাও চাইলে এটি ব্যবহার করতে পারবেন। কারণ ইউনাইটেড কিংডমে তৈরি এই সানস্ক্রিনে কোনো ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্ট নেই। তাছাড়াও এটি একটি মাইল্ড ফর্মুলায় তৈরি করা সানস্ক্রিন বলে ছোট-বড় সবার স্কিনেই স্যুট করবে।

তাই সেনসিটিভ স্কিনসহ যেকোনো স্কিন টাইপের মানুষই এটি ব্যবহার করতে পারেন। এই সানস্ক্রিনে এসপিএফ ৫০+ থাকায় এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বক নিরাপদে রাখে এবং সেই সাথে ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে৷

আশা করি, আপনাদেরকে ১০০০ টাকার ভেতরে ভালো কিছু সানস্ক্রিনের সাজেশন দিতে পেরেছি। লেখার শেষে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই। সেটি হলো, যে সানস্ক্রিনই কিনুন না কেন, যদি তিন থেকে চার ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু সানস্ক্রিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন এবং সময়মতো রিঅ্যাপ্লাই করুন।

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by সুমাইয়া রহমান দোলা

লেখালেখি শুরু করেছিলাম শখের বশেই৷ এখন এটি আমার নেশা, আবার পেশা ও বটে। প্রতিনিয়ত চেষ্টা করছি এখন ভালো লেখক হয়ে ওঠার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

low testosterone and treatment

টেস্টোস্টেরন ঘাটতির লক্ষণ ও চিকিৎসা

Mental health and testosterone hormone

মানসিক স্বাস্থ্যে টেস্টোস্টেরন হরমোনের প্রভাব