in

ভ্রমণে সহায়ক অত্যাবশ্যকীয় ৫টি গ্যাজেট

ভ্রমণ গ্যাজেট

বলা হয়ে থাকে, “চাকরি করে পেট ভরে আর ভ্রমণে আত্না ভরে”। নিয়মিত ভ্রমণ ডিপ্রেশন থেকে দেয় মুক্তি এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাই মন খারাপ হলে আপনার জন্য পরামর্শ থাকবে কোনো নতুন জায়গা দেখতে বের হয়ে যান। হতে পারে সেটা সমুদ্র, হতে পারে পাহাড় অথবা ঝর্ণা।

কিন্তু সমস্যা হলো ভ্রমণে বের হলে বাসার মতো পরিবেশ পাওয়া যায় না। নিজের ঘর পাওয়া যায় না, বিছানা পাওয়া যায় না আর প্রতিদিন যে জিনিস বা গ্যাজেটগুলো আপনার কাজে লাগে সেগুলো হাতের কাছে পাওয়া যায় না। আবার ভ্রমণে তো সব জিনিস সাথে নিয়ে যাওয়াও সম্ভব নয়। এজন্য নিজে একটু স্মার্ট হতে হয় আর ভ্রমণে বের হওয়ার সময় বেছে নিতে হয় কিছু স্মার্ট গ্যাজেট। যেগুলো আসলেই আপনার ভ্রমণে সহায়ক হবে আর ভ্রমণে ঘটে যাওয়া সাধারন কিছু সমস্যা থেকে আপনাকে দিবে মুক্তি।

তাই আজকে আপনার জন্য নিয়ে আসলাম এমন ৫টি স্মার্ট গ্যাজেট যা আপনার ভ্রমণকে করবে আরো সহজ, চিন্তামুক্ত ও আরো আনন্দময়।

১। ফোনকে পানির হাত থেকে বাঁচাতে ওয়াটারপ্রুফ ব্যাগ

ধরুন কোনো সমুদ্র এলাকায় বেড়াতে গেলেন। সমুদ্রে যাবেন আর গোসল করবেন না এমন তো কখনো হতে পারে না। কিন্তু গোসলে নামলে বাধা হয়ে দাড়াতে পারে আপনার নিজের মোবাইল ফোন। গোসলে নামতে গিয়ে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে হতে পারে বিরাট বিপদ।

এজন্য ভ্রমণে গিয়ে পানিতে পরে ফোনের ক্ষতি হওয়া থেকে বাঁচাতে সঙ্গে নিয়ে নিন একটি ওয়াটারপ্রুফ ব্যাগ। যা আপনার ফোনকে দিবে ডাবল প্রটেকশন। কোনোভাবেই পানির সংস্পর্শে আসবে না ফোন। আর বাজারে এমন কিছু সেলফোন ওয়াটারপ্রুফ ব্যাগ পাওয়া যায় যার ভেতরে ফোন রাখলেও বাইরে থেকেও ফোনের টাচ কাজ করে। ফলে কাজের সময় বারবার ফোনকে ব্যাগের ভেতরে থেকে বের করার ঝামেলাও থাকবে না। ইন্টারনেটে সার্চ করলে ই-কমার্স সাইটগুলো থেকে খুব কম দামের মধ্যে একটি পারফেক্ট সেলফোন ওয়াটারপ্রুফ ব্যাগ কিনে ফেলতে পারবেন। তাই ভ্রমণে বের হওয়ার আগে সঙ্গে সেলফোনের জন্য একটি ওয়াটারপ্রুফ ব্যাগ নিতে ভুলবেন না।

২। ভ্রমণে উজ্জীবিত থাকতে একটি ওয়্যারলেস হেডফোন

কথা বলা, গান শুনা অথবা দরকারী জরুরী কোন লেকচার শুনতে ভ্রমণের সময় একটি ওয়্যারলেস হেডফোন অত্যন্ত কাজের। কারন ভ্রমণের সময় আপনার ভ্রমণ সঙ্গি হিসেবে আরো অনেকেই থাকতে পারে যাদের সামনে ফোনে কথা বলা অথবা কোন কিছু শুনা অন্যের জন্য বিব্রতকর হতে পারে। তাই ভ্রমণের সময় এমন একটি হেডফোন সাথে নিতে পারেন যাতে তার সংযোগের কোনো ঝামেলা নেই। আপনি সহজেই ফোনের ব্লুটুথের মাধ্যমে হেডফোনটি যুক্ত করতে পারবেন।

৩। স্মৃতি ধরে রাখতে একটি সেলফি স্টিক

মাঝে মধ্যে এমন জায়গায় আমরা বেড়াতে যায় যেখানে নিজের হাত দিয়ে সেলফি নেওয়া ঝুকিপূর্ণ হতে পারে। ধরুন কোনো পাহাড়ের চুড়ায় উঠেছেন। পাহাড়ের চুড়ায় উঠলে এমনি বুক কেপে উঠে। তার উপর কেউ যদি বলে, “দোস্ত একটা সেলফি নে তো।” তাহলে খালি হাতে ঝুকে সেলফি নিতে গেলে হতে পারে বিপদ। তবে যে কোনো জায়গায় সেলফি নিতে সমস্যা হবে না যদি হাতে থাকে একটি হালকা, লম্বা সেলফি স্টিক। আজকাল এমন সেলফি স্টিকও পাওয়া যায় যেগুলো ৫০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং ভারও অনেক হালকা। ফলে উপরে সেলফি স্টিক তুলে সহজেই সুন্দর সুন্দর ভ্রমনের সেলফি স্মৃতি হিসেবে রেখে দেওয়া সম্ভব হয়। এক থেকে দুই হাজার টাকার মধ্যে একটি ভালো সেলফি স্টিক পাওয়া সম্ভব।

৪। নেটওয়ার্কে যুক্ত থাকতে পোর্টেবল রাউটার

ভ্রমণের জন্য সাথে পোর্টেবল রাউটার নেওয়া অনেকটা অপ্রয়োজনীয় বলে মনে হলেও এর আসল প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায় কোনো গ্রাম্য এলাকায় আটকে গেলে। যেখান থেকে নেটওয়ার্ক পাওয়ার কোনো উপায় থাকে না। এরকম বিপদের হাত থেকে আপনাকে বাচাতে পারে একটি পোর্টেবল রাউটার। জরুরী কোনো পরিস্থিতিতে, গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বা ভ্রমণের সময় বাসায় থাকা আপনার প্রিয় মানুষগুলোকে খবর জানানোর একটি উপায় হতে পারে পোর্টেবল রাউটার। যা আপনার ভ্রমণকে করে দিবে নিরাপদ ও চিন্তাহীন। মোটামুটি ৪ হাজার টাকার মধ্যেই একটি ভালো মানের পোর্টেবল রাউটার পেয়ে যাবেন।

৫। বিপদের বন্ধু রিচার্জেবল ব্যাটারি

আজকের এই তথ্য প্রযুক্তির আধুনিক দুনিয়ায় এসে কেউই হয়তো আর পুরোনো, ছোট ছোট সেই রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করে না। কিন্তু খারাপ পরিস্থিতিতে পড়লে, হঠাৎ ভ্রমণের মধ্য মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেলে একটি রিচার্জেবল ব্যাটারি হয়ে যেতে পারে আপনার ত্রানকর্তা। তাই ভ্রমনে বের হওয়ার আগে সঙ্গে কয়েকটি ছোট ছোট রিচার্জেবল ব্যাটারি নিতে একদমই ভুলবেন না। হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন চার্জারসহ রিচার্জেবল ব্যাটারি।

ভ্রমণে বের হওয়ার আগে এমনই কিছু স্মার্ট গ্যাজেট সাথে নেয়ার জন্য নির্বাচন করুন যা শুধু আপনাকে সম্ভাব্য বিপদ থেকেই উদ্ধার করবে না বরং আপনার ভ্রমণকে করবে আরো নিশ্চিন্ত ও আনন্দে ভরপুর।

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ডিপ্রেশন-রোগের-চিকিৎসা

ডিপ্রেশন রোগের চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ

গ্রিন-জুস রেসিপি

ঘরেই সুস্বাদু গ্রিন জুস তৈরির ৪টি সহজ রেসিপি