in

CryCry

৪টি অসাধারণ গ্যাজেট যা সম্পর্কে অনেকের কোন ধারনা নেই!

unique gadgets in BD

হাজার হাজার গ্যাজেটের দুনিয়ায় আপনাকে স্বাগতম। প্রযুক্তির উন্নতির সাথে সাথে কত রকমের যে গ্যাজেট আবিষ্কার হচ্ছে দিন দিন তার কোনো হিসেব নেই। এমনই ৪টি অসাধারণ গ্যাজেট নিয়ে আজকের আলোচনা করব। হতে পারে এই ৪টি আধুনিক স্মার্ট গ্যাজেট আপনার কোনো না কোনো কাজে লেগে যাবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ৪টি ডিজিটাল গ্যাজেটের দাম একদমই হাতের নাগালে।

হ্যান্ড ক্র‍্যাং ইউএসবি চার্জার

প্রথমেই যে অসাধারণ গ্যাজেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হ্যান্ড ক্র‍্যাং চার্জার।বেশিরভাগ মানুষ-ই এই চার্জার সম্পর্কে তেমন একটা জানে না। এটি এমন একটি চার্জার যেখানে কোনো ব্যাটারি কিংবা বিদ্যুৎ এর প্রয়োজন নেই।

কি বিশ্বাস হচ্ছে না? হ্যা! ছোট্ট ১০০ গ্রাম ওজনের এই গ্যাজেটটিতে একটি হ্যান্ডেল দেখতে পাবেন।যেটি  ঘুরিয়ে ঘুরিয়ে আপনার মোবাইল চার্জ করতে পারবেন। আপনি যত দ্রুত ঘুরাবেন যন্ত্রটি আপনাকে তত বেশি ভোল্টেজ দিতে থাকবে। মিনি এই বক্সটিতে একটি USB পোর্ট দেয়া আছে। পোর্টে USB ঢুকিয়ে আপনার মোবাইলের সাথে সংযোগ করে ব্যবহার করতে পারবেন।

এটা কাজ করে অনেকটা জেনারেটর এর মতো। এখানে এটা বলা বাহুল্য যে, শুধুমাত্র জরুরী প্রয়োজনে এই গ্যাজেটটি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আপনি পাহাড়ে ঘুরতে গিয়েছেন সেখানে আপনার মোবাইলের চার্জ শেষ। ওই মুহূর্তে আপনি এই গ্যাজেটটি ব্যবহার করে ৫/৬ মিনিটে ২% চার্জ করতে পারবেন। শুধু মোবাইল চার্জ-ই নয় যেকোনো জরুরী পরিস্থিতিতে ৩ থেকে ৪ ভোল্ট এর কারেন্ট পাবেন এই গ্যাজেটটি থেকে। খুব অল্প দামে এই গ্যাজেটটি আপনি অনলাইন শপ থেকে কিনে নিতে পারবেন।

মিনি ফোল্ডেবল চার্জার ফ্যান

ইদানীং যে গরম পরেছে এতে বাইরে যাওয়া খুবই দুষ্কর। কিন্তু কি আর করার। আমাদের তো বাইরে যেতেই হবে জীবনযাপনের জন্য। এই গরমে মনে হয়, বাসার এসি কিংবা ফ্যানটা খুলে সাথে করেই নিয়ে যাই। কিন্তু সেটা তো আর সম্ভব না। যেটা সম্ভব সেটা হচ্ছে আপনি চাইলে মিনি ফোল্ডেবল ফ্যানটি ব্যবহার করতে পারেন।

অনেকে দেখা যায় USB ফ্যান ব্যবহার করে মোবাইলের ব্যাটারি দিয়ে। কিন্তু সেটা মোবাইলের জন্য অনেক বেশি ক্ষতিকর। মোবাইলের ব্যাটারি লাইফ কমিয়ে দেয়। এই জন্য মিনি ফোল্ডেবল চার্জার ফ্যান হতে পারে সবচেয়ে উপযুক্ত সঙ্গি। ১০০ গ্রাম বা তার কিছু কমবেশি ওজনের এসব ছোট্ট ফ্যান একবার চার্জে চলবে ৩ ঘন্টার মতো। চার্জ হতে সময় লাগবে ৩০-৪৫ মিনিট এর মতো। হাই স্পীড ফ্যান বলা চলে এগুলোকে। প্রচন্ড গরমে একজন মানুষকে ঠান্ডা করার জন্য এই ফ্যানটি ব্যবহার করতে পারেন। এগুলো বহন কর‍তেও ঝামেলা মনে হবে না কারণ আপনি ভাজ করে রাখতে পারবেন।স্কুল কলেজ থেকে শুরু করে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। যখন ইচ্ছা ঠুস করে ভাজ করে পকেটে ঢুকিয়ে দিতে পারবেন। এটিও খুব কম দামে মাত্র ৩০০-১০০০ টাকার মধ্যে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কিনতে পাওয়া যায়। তবে কিনার আগে একটু সতর্ক থাকবেন, নকল প্রডাক্ট যেনো হাতে না ধরিয়ে দেয়।

মিনি চার্জিং স্প্রে

এই জিনিসটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে। ভাবাই যায় না এমন একটি অসাধারণ গ্যাজেট মাত্র পেয়ে যাচ্ছি ৩০০-৫০০ টাকার মধ্যে। ৫ ইঞ্চি লম্বা সিলিন্ডার শেইপের এই স্প্রে গ্যাজেট দিয়ে আপনি অনেক কাজ-ই করতে পারবেন। আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওর সৌন্দর্য বৃদ্ধি করনে ব্যাকগ্রাউন্ডে এই গ্যাজেটটি রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ড থেকে উঠা ধোঁয়া আপনার ভিডিওটিকে আলাদা একটি ফ্রেম দিবে।

আপুরা যারা মেক-আপ ফেশিয়াল করে থাকেন বাসায় বসেই তাদের জন্য এই স্প্রে গ্যাজেট টি হবে আশীর্বাদের মতো। কতক্ষন আর মুখে পানি ছিটিয়ে ছিটিয়ে মুখে ফেশিয়াল করবেন। এই গ্যাজেটটিতে পানির সাথে আপনার প্রয়োজনীয় ক্যামিকেল মিশিয়ে দিন। এরপর অটোমেটিক স্প্রে হতে থাকবে আপনার মুখে। আপনি চাইলে স্প্রে এর পরিমান কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন।

এবার আসি, যারা হাত স্যানিটাইজ করা নিয়েও আলসেমিতে ভোগেন। স্প্রেতে চাপ দেও, আবার হাতে মাখো, কত ঝামেলাই না মনে হয় অনেকের কাছে! তাদের জন্য এই ছোট্ট গ্যাজেট একটি সুন্দর সমাধান। টেবিলের উপর রেখে যাস্ট আপনার হাতটা ধরবেন অটোমেটিক আপনার হাতে স্প্রে হয়ে যাবে। এতো ঝামেলার কিছুই নেই। অনলাইন শপগুলোতে এই মিনি স্প্রে গ্যাজেটটি পেয়ে যাবেন। এইটার একটাই অসুবিধার দিক মনে হয়েছে আমার কাছে সেটি হচ্ছে ব্যাকাপ নিয়ে। ১ ঘন্টার মতো স্প্রে করা যায় এটি দিয়ে। যদিও এতো দীর্ঘ সময় স্প্রে করার মতো কিছু নেই আমাদের।

ফ্লাস্ক উইথ ট্যাম্পেরেচার স্ক্রীন

চা কফি কিংবা ঠান্ডা যেকোনো কিছুর নেশা আমাদের সবার মাঝে আছেই। কেউ হয়তো ঠান্ডা খেতে পছন্দ করে কেউ বা আবার গরম। কেমন হয় যদি ঠান্ডা কিংবা গরম দু’ধরনের পানীয় একটি ফ্লাস্কে রাখা যায়? হ্যা এমনই একটি গ্যাজেট হচ্ছে এইটি। এইটির সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটার সাইজ নিয়ে। আপনি স্কুল ব্যাগ কিংবা ভ্যানেটি ব্যাগে করেই বহন করতে পারবেন। লুকও অনেকটা ফর্মাল।ফ্লাস্ক হাতে নিলেই ব্র‍্যান্ডের একটা ভাইব চলে আসে।

বাইরে প্লাস্টিক এবং ভিতরে স্টিল দিয়ে তৈরি। উপরে পেয়ে যাবেন একটি স্ক্রীন। এতে রাখা চা কফির তাপমাত্রা কতটুকু এইটা শো করবে এখানে। বার বার না খুললে আপনি ৭/৮ ঘন্টা পর্যন্ত গরম কিংবা ঠান্ডা রাখতে পারবেন।

তো বন্ধুরা আশা করছি এই ৪টি গ্যাজেটের কোনটা আপনার কাজে লাগবেই। অনেক ঘাটাঘাটি করে এই গ্যাজেট গুলো নিয়ে আমার লিখা। এমন ধরনের আরো কিছু গ্যাজেট সম্পর্কে আপনারা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই।

What do you think?

Written by এস এম কাফি

নটরডেম কলেজ, ব্যাচ-২২। ওয়ার্ডপ্রেসে দক্ষ্য, যেকোনো বিষয়ের উপর আর্টিকেল এবং ডকুমেন্টারি লিখতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Xiaomi Multi Blade Vegetable Slicer

শাওমি ভেজিটেবল স্লাইসারঃ রান্না হবে আরো সহজ

foods-that-help-teens-stay-mentally-healthy

কিশোর-কিশোরীদের মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে এমন খাবার