in ,

CuteCute LoveLove

শাওমি ভেজিটেবল স্লাইসারঃ রান্না হবে আরো সহজ

প্রডাক্ট রিভিউ

Xiaomi Multi Blade Vegetable Slicer

কিচেন অ্যাপ্ল্যায়ান্স এর তালিকায় শাওমি ইউপিন এর আরো একটি চমৎকার সংযোজন হল শাওমি হোহো মাল্টিব্লেড ভেজিটেবল স্লাইসার। এর ব্যবহার অত্যন্ত সহজ। আপনার রান্নার কাজকে আরো অনেক বেশী সহজ এবং সময় সাশ্রয়ী করে তুলবে এই ভেজিটেবল স্লাইসারটি।

রান্নার কাজটি কি খুব বেশী আলসেমির মনে হয়? এখন আর রান্নার কোন কাজই কঠিন মনে হবে না। বরং কাটাকুটির কাজে আপনি অচিরেই অনেক দক্ষ হয়ে উঠবেন এই স্লাইসারটি ব্যবহারের মাধ্যমে। প্রায় সব রকমের সবজি আপনি যে কোন আকারেই খুব অল্প সময়ের মধ্যেই কেটে ফেলতে পারবেন। চলুন এই অসাধারন ভেজিটেবল স্লাইসারটি নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করি।  

রান্না আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা থেকে পালিয়ে বাঁচার কোন উপায় নেই। তাই সহজ বুদ্ধি হল এই প্রতিদিনের কাজটিকে যতটা সম্ভব সহজ ও আনন্দদায়ক করে তোলার চেষ্টা করা। শাওমি ভেজিটেবল স্লাইসার আপনার রান্নাঘরের কাটাকুটির কাজটি খুবই সহজ ও আরামদায়ক করে তুলবে।

ডিজাইন

শাওমি হোহো মাল্টিব্লেড ভেজিটেবল কাটারটি অন্যান্য সাধারন গ্রাটারের থেকে ভিন্ন এবং দেখতেও খুব সুন্দর। এই কাটারের প্যাকেজটিতে একটি বড় হ্যান্ডগার্ড, একটি ব্লেড, এবং ফুড স্টোরেজ বক্স রয়েছে। এই কাটারের বডি এবিএস (ABS) রেজিন দিয়ে তৈরি করা হয়েছে। যার কারনে এটা দেখতে কেবল সুন্দরই নয়, এটি তাপ নিরোধক, ক্ষয় নিরোধক এবং ভীষণ মজবুত। একে পরিস্কার করাও খুব সহজ।

কাটারের ব্লেডের অংশটি স্টেইনলেস স্টীল এবং ABS ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যার কারনে খুব চমৎকারভাবে সবজি কাটা যায়। এছাড়াও ব্লেড স্টেইনলেস স্টীলের হওয়ার কারনে একে খুব সহজে পরিস্কার করা যায়।

শাওমির এই গ্রাটারটি দেখতে যেমন সুন্দর তেমনি মজবুত ও কাজের যা রান্নাবান্নাকে নিমিষেই কয়েকগুণ সহজ করে দিবে।

কাটার হেডটি ইন্সটল করার জন্য তেমন কোন শ্রম দেয়ার প্রয়োজন নেই। ইন্সটলের পর কাটার হেডটি খুব শক্তভাবে সেট হয় যার কারনে খুব সহজে এটা নড়ে যায় না। খুলে ফেলার জন্য একে নিচের দিকে চাপ দিতে হবে।

শাওমি হোহো মাল্টিফাংশন ভেজিটেবল কাটারের মোট তিনটি কাটার হেড রয়েছে। এগুলোর একটি মোটা তার, একটি পাতলা তার ও একটি স্লাইসার। আপনি আপনার পছন্দমত এই কাটার হেডগুলো পরিবর্তন করতে পারবেন। সবজি কাটার পর বক্সের ভেতরেই ধুয়ে নিতে পারবেন। আপনার সুবিধার জন্য বক্সে ছোট ছিদ্র আছে যেখান দিয়ে আপনি সবজি ধোয়া পানি ফেলতে পারবেন।

মূল ফিচারসমূহ

  • আকারে বড় সাইজের হ্যান্ড গার্ড রয়েছে যাতে ছোট ছোট সবজি কাটার সময় ব্লেডে লেগে হাতে কেটে না যায়।
  • কাটারের সেফটি স্লাইড ডিজাইন আপনার হাত নিরাপদ রাখে। এর হ্যান্ড গার্ডের সামনে পেছনে স্লাইডিং সুবিধার জন্য একটি সুরক্ষা ট্র্যাক থাকে। কাটারটি উপরে থাকা ক্লোজড রেল ডিজাইন হ্যান্ড গার্ডটিকে পড়ে যাওয়া বা হাতে আঘাত করা থেকে বাধা দেয়।
  • কাটারের নিচে রয়েছে একটি ফুড স্টোরেজ বক্স।
  • কেটে যাওয়া সবজিগুলো নিচের স্টোরেজ বক্সে পড়ে। যেহেতু সরাসরি বক্সে পড়ে তাই সবজিগুলো থাকে পরিস্কার এবং আপনার রান্নাঘরও থাকে পরিপাটি।
  • কাটারের নিচের বক্সে ড্রেন হোল ডিজাইন রয়েছে তাই সবজি ধোয়ার পরে পানি খুব সহজেই নিষ্কাশন করা যায়।

Xiaomi Huohou Multi Blade Vegetable Slicer, Xiaomi

Price: BDT 1,750.00
as of January 27, 2025  
Buy Now
cellsii.com
Wait For A Price Drop
BDT
You will receive a notification when the price drops.

Price History

Statistics

Current Price BDT 1,750.00 January 27, 2025
Highest Price BDT 1,750.00 November 28, 2024
Lowest Price BDT 1,750.00 November 28, 2024
Since November 28, 2024

Last price changes

BDT 1,750.00 November 28, 2024

Huohou Multi Blade Vegetable Slicer

Buy Xiaomi Huohou Multi Blade Vegetable Slicer online in Bangladesh from Cellsii.com. We know how cumbersome it is to prepare all the dishes of the week, especially when cutting the ingredients as you wish. As for the solution, here it comes...

ফাংশন

শাওমি হোহো মাল্টিব্লেড ভেজিটেবল স্লাইসারটি রান্নাঘরের একটি অতি আবশ্যক যন্ত্র। কারণ রান্না করার জন্য আপনাকে কাটাকুটির কাজটি করতেই হবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় রান্না করতে যতটা সময় যায় তার চেয়ে বেশী সময় যায় কাটাবাছার কাজ করতে।

শাওমির এই কাটারটির সাথে থাকা মাত্র ৩টি ব্লেড দিয়েই যে কোন আঁকার আর সাইজে সবজি কেটে নেয়া যাবে। আলু, টমেটো, শসা ইত্যাদি সহ যে কোন ধরনের সবজিই বটি বা চাকুর চেয়ে অনেক দ্রুত কাটা যাবে।

৩ মিমি ফিলামেন্ট ব্লেড

চিকন তারের ব্লেড মুলা, গাজর, আলু ইত্যাদি ফালি করে কাটার জন্য বেশি উপযোগী। এই ব্লেড দিয়ে আলু খুব পাতলা করে কাটা যায় এবং হাতের উপর খুব বেশী চাপও প্রয়োগ করার প্রয়োজন পড়ে না।

৪ মিমি পুরু তারের ব্লেড

যদিও এটি ১ মিমি পুরু, তবে এটি ফাস্ট-ফুড ফ্রাইয়ের জন্য প্রয়োজনীয় পুরু করে সবজি কাটতে পারে। এর মাপটা শ্যলো ফ্রাই বা ডীপ ফ্রাই যে কোন রান্নার জন্যই একেবারে সঠিক মাপ।

২.৫ মিমি পুরু স্লাইস

ফালি করে কাটা যতটা কঠিন, স্লাইস করে কাটা তার চেয়েও অনেক বেশী ঝামেলার কাজ। ছুড়ি দিয়ে প্রতিটা স্লাইস পাতলা পাতলা করে এক মাপে কাটা সত্যিই দুরহ কাজ। কিন্তু এই স্লাইসারটি দিয়ে খুব সহজে একই মাপে সবজি স্লাইস করা সম্ভব তাও খুব অল্প সময়ে এবং তেমন কোন শক্তি খরচ ছাড়াই।

রান্না আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা থেকে পালিয়ে বাঁচার কোন উপায় নেই। তাই সহজ বুদ্ধি হল এই প্রতিদিনের কাজটিকে যতটা সম্ভব সহজ ও আনন্দদায়ক করে তোলার চেষ্টা করা। শাওমি ভেজিটেবল স্লাইসার আপনার রান্নাঘরের কাটাকুটির কাজটি খুবই সহজ ও আরামদায়ক করে তুলবে। তাই এখন আর রান্না কোন ঝামেলার কাজ নয়। রান্না মানেই আনন্দ!

What do you think?

18 Points
Upvote Downvote

Written by সানজিদা আলম

একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। টেকনোলজি, স্বাস্থ্য, প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। লেখালেখির পাশাপাশি ভালোবাসি পড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

GIPHY App Key not set. Please check settings

Mi TV Box S

ভাঙাচুরা টিভি যখন স্মার্টঃ এমআই টিভি বক্স এস নিয়ে যতকথা

unique gadgets in BD

৪টি অসাধারণ গ্যাজেট যা সম্পর্কে অনেকের কোন ধারনা নেই!