in

শাওয়াল মাসের ছয় রোজার গুরুত্ব ও ফজিলত

শাওয়াল মাসের ছয় রোজা

মুসলিমদের জীবনে আরবি ১২ টি মাসই রহমত হয়ে আসে। মহররম, সফর থেকে শুরু করে রমজান কিংবা জিলহজ্জ সবগুলো মাসই ইসলাম ধর্মাবলম্বীদের জীবনে অসীম গুরুত্বপূর্ণ। প্রতিটি মাস গুরুত্বপূর্ন হলেও, একেকটি মাসের রয়েছে আলাদা আলাদা ফজিলত।

রমজান মাস শেষ হওয়ার পরই শাওয়াল মাস শুরু হয়। শাওয়াল মাসের ১ তারিখে আমরা ঈদ পালন করি। আজকের লেখা শাওয়াল মাসের ছয় রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে।

শাওয়াল মাস

শাওয়াল মাস আরবি ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ১০ম মাস। শাওয়াল আরবি শব্দ। এই মাস পাওয়া মুমিনদের জন্য অত্যন্ত কল্যানকর বিষয়৷ শাওয়াল মাসের প্রথম দিনে আমরা ঈদ উল ফিতর পালন করে থাকি।

এই দিনে রোজা রাখা নিষিদ্ধ। তবে, প্রচলিত কিছু হাদিস এবং বিধান থেকে পাওয়া তথ্যানুযায়ী, শাওয়াল মাসে ৬টি রোজা রাখলে, তা অশেষ গুরুত্ব বহন করে।

একারণে, রমজান মাসে দীর্ঘ এক মাস টানা রেজা পালন করার পরেও ধর্মপ্রাণ মুমিন মুসলমান ব্যক্তিরা শাওয়াল মাসের ৬ টি রোজা রাখেন। ঈদের দিন বাদে মাসের বাকি যে কোনো ৬দিন এই রোজা পালন করা যায়।

শাওয়াল মাস কয় দিনে হয়?

যেহেতু শাওয়াল আরবি মাস, তাই অন্যান্য আরবি মাসগুলোর মতো এটিও চাঁদ দেখার উপর নির্ভর করে। শাওয়াল মাস সাধারণত ২৯ দিনে কিংবা ৩০ দিনে হয়ে থাকে।

শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত

শাওয়াল মাসের ছয়টি রোজা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলত বহনকারী। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে; তারা যেন পূর্ণ বছরই রোজা পালন করল।” (মুসলিম : ১১৬৪)

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘আল্লাহ তাআলা শাওয়াল মাসের ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সুতরাং যে ব্যক্তি এই মাসে ছয় দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সৃষ্ট জীবের সংখ্যার সমান নেকি দেবেন, সমপরিমাণ গুনাহ মুছে দেবেন এবং পরকালে তাকে উচ্চ মর্যাদা দান করবেন।’

উপরিউক্ত হাদিস থেকে বোঝা যায়, শাওয়াল মাসের ছয়টি রোজা কত গুরুত্বপূর্ণ। মূলত, রমজান মাসের রোজা এবং এই ছয়টি রোজা রাখলে যুগভর রোজা রাখার সমপরিমাণ সওয়াব লাভ করা যায়। শাওয়াল মাসে এত বড় সুযোগ পেয়েও কোনো মুমিন ব্যক্তি তা হাতছাড়া করতে পারেন না।

শাওয়াল মাসের ছয় রোজা কী ধারাবাহিকভাবে রাখতে হবে?

অনেকেরই প্রশ্ন থাকে যে, শাওয়াল মাসের ছয়টি রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে কিনা? নাকি, আলাদা করে রাখলেও হবে? তো, এই রোজা ছয়টি চাইলে ধারাবাহিকভাবেও রাখা যায়, আবার সুবিধা অনুযায়ী আলাদা করেও রাখা যায়।

তবে, ধারাবাহিক ভাবে রোজাগুলো রাখা হলো কী হলো না, এটার উপর কিন্তু সওয়াবের পরিমাণ নির্ভর করবে না। বরং, ছয়টা রোজা রাখার উপরেই সওয়াব নির্ভর করবে।

রমজানের না রাখা রোজাগুলোর কাজা করার পরে কী শাওয়াল মাসের রোজা রাখতে হয়? আর কেন?

জ্বী, রমজানের রোজা না রাখা রোজাগুলোর কাজা করে তবেই শাওয়াল মাসের রোজাগুলো পালন করতে হবে। এর কিছু কারণ আছে।

উপরের লেখা থেকে আমরা জানতে পারলাম যে, একজন ব্যক্তি যদি রমজানের সবগুলো রোজা সঠিকভাবে পালন করার পরে, শাওয়াল মাসের ছয়টি রোজা রাখেন, তবেই তিনি অশেষ পরিমান সওয়াব লাভ করবেন।

তো, কোনো ব্যক্তি যদি বিশেষ কোনো কারণে, রমজান মাসের সবগুলো রোজা পালন করতে না পারেন, তাহলে তার সবগুলো রোজা পালন করা হলো না। অর্থাৎ, তাকে সবগুলো রোজা রাখার জন্য না রাখা রোজা গুলোর কাজা আদায় করে নিতে হবে।

এতে না রাখা রোজাগুলো আল্লাহর দরবারে আদায় হয়ে যাবে। এবং, এরপর যদি আমরা শাওয়াল মাসের রোজা রাখি, তাহলে আল্লাহ যদি চান, অবশ্যই আমরা সওয়াব লাভ করতে পারবো।

আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে অর্থাৎ পুরোপুরিভাবে। আর যে ব্যক্তির উপর কাজা রোজা রয়ে গেছে, সে ব্যক্তির ততক্ষন পর্যন্ত সবগুলো রোজা আদায় হবে না, যতক্ষন কিনা ঐ ব্যক্তি কাজা রোজাগুলো পালন না করছে।” (মুগনি : ৪/৪৪০)
অপরদিকে, ওয়াজিব ইবাদত আদায় করা, নফল ইবাদত আদায় করার থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং জরুরি। তাই, অবশ্যই আগে রমজানের কাজা রোজাগুলো আদায় করে নিতে হবে।

সবশেষে, আমরা আজ শাওয়াল মাসের ছয়টি রোজা সম্পর্কে জানলাম। রোজাগুলো রাখার ফজিলত কতটা বেশি, তা আমরা সহজেই অনুমান করতে পারছি। তাছাড়া, এই ছয়টি রোজা নিয়ে আপনাদের অনেকেরই বিভিন্ন প্রশ্ন থাকে। সে প্রশ্নগুলোর উত্তর-ও আমরা দেয়ার চেষ্টা করেছি।

যদি, লেখায় কোন অসামঞ্জস্যতা থাকে কিংবা কোন ভুল ত্রুটি থাকে এবং এই রোজা নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই জানাবেন। কমেন্টে এগুলোর সঠিক উত্তর জানিয়ে দেয়ার চেষ্টা করা হবে।

What do you think?

Written by বিবি মরিয়ম লাবণ্য

আসসালামু আলাইকুম। আমি বর্তমানে বিজ্ঞান বিভাগ থেকে ভোলা সরকারি কলেজে পড়াশোনা করছি। এর পাশাপাশি অনলাইনে একজন কনটেন্ট রাইটার ও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

বার্ধক্য

আপনার বার্ধক্যকে সুখকর করবেন কীভাবে

ব্যস্ত জীবন

ব্যস্ত জীবনে সুস্থ থাকার উপায়