in ,

LoveLove CuteCute OMGOMG

ত্বক ও চুলের যত্নে তুলনাহীন আরগান তেল

Argan oil for skin and hair care

আরগান তেল (Argan oil) নিয়ে অনেকের মনেই রয়েছে হাজার রকমের প্রশ্ন। আশা করি এ লেখাটি পড়লে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

সুন্দর ত্বক ও ঘন-রেশমি চুল প্রতিটি নারীই পেতে চান। আরগান তেল এমন একটি উপাদান, যা ত্বকের পাশাপাশি চুলের যত্নেও সমানভাবে কার্যকরী।

যুগ যুগ ধরে এটি ব্যবহৃত হয়ে আসছে নারীদের রূপচর্চার বিশ্বস্ত সঙ্গী হিসেবে। আজকের লেখায় বিস্তারিতভাবে জানাবো ত্বক ও চুলের যত্নে আরগান তেল কতটুকু গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত।

আরগান তেল কী?

চলুন লেখার শুরুতেই আরগান তেল সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক। আরগান তেল কিন্তু আমাদের দেশে তৈরি করা কোনো তেল নয়। মরক্কো দেশের আরগান গাছের বাদাম থেকে বিশেষ প্রক্রিয়ায় এই তেল উৎপন্ন করা হয়। সাধারণত আরগান অয়েলের টেক্সচার অনেক লাইটওয়েট হয়ে থাকে। কার্যকারিতা ঠিক রাখতে এটিকে সবসময় সূর্যের আলো থেকে দূরে রাখতে হয়।

আরগান তেলকে লিকুইড গোল্ড বলা হয়। কারণ  ভিটামিন এ, ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হালকা সোনালি বর্ণের এই তেল নিয়মিত ব্যবহারের ফলে ত্বক ও চুলের নানাবিধ সমস্যা দূর হয়। শুধুমাত্র তেল হিসেবেই নয়, বরং এটি বিভিন্ন স্কিন ও হেয়ারকেয়ার প্রোডাক্ট, যেমন: ময়েশ্চারাইজার, সিরাম শ্যাম্পু বা কন্ডিশনারেও ব্যবহার করা হয়।

ত্বক ও চুলের যত্নে আরগান তেলের ভূমিকা

যদি আপনি একটি মাত্র উপাদান ব্যবহার করে ত্বক ও চুলের বিভিন্নরকম সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চান, তাহলে চোখ বন্ধ করে আর্গন অয়েল ব্যবহার করতে পারেন। চলুন এবার জেনে নেয়া যাক আর্গন অয়েলের উপকারি দিকগুলো সম্পর্কে।

ত্বকের যত্নে আরগান তেল

০১। আরগান তেলে ভিটামিন ই থাকার কারণে এটি আমাদের ত্বকে প্রয়োজনীয় ময়েশ্চারের যোগান দেয়। ফলে ত্বক হয়ে ওঠে কোমল ও মসৃণ। তাই যাদের ড্রাই স্কিন, তারা নিয়মিত ময়েশ্চারাইজার হিসেবে অথবা নিজেদের ময়েশ্চারাইজারের সাথে মিক্স করে আর্গন অয়েল ব্যবহার করতে পারেন।

এছাড়াও প্রতিদিন রাতে Xpel ব্র‍্যান্ডের Argan Oil Night Repair Serum ব্যবহার করতে পারেন। এটির ফর্মুলা একদম লাইটওয়েট ও নন গ্রিসি হওয়ার কারণে খুব দ্রুত ত্বকের সাথে মিশে যায় ও ত্বক ময়েশ্চারাইজড রাখে।

০২। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আর্গন অয়েল দারুণ কাজে আসে। অনেক সময় আমাদের ত্বকে সান ট্যান বা অ্যাকনের কারণে কালো কালো ছোপ বা হাইপারপিগমেন্টেশন দেখা দেয়। আর্গন অয়েলে থাকা টকোফেরলস (ভিটামিন ই এর অন্তর্ভুক্ত উপাদান) এই দাগগুলো দূর করে ত্বকের উজ্জ্বলতা কয়েকগুণ বাড়াতে সহায়তা করে।

০৩। যাদের ত্বকে বয়সের ছাপ অর্থাৎ রিংকেল বা ফাইন লাইন পড়ে গেছে, তাদের এ বয়সের ছাপ কমিয়ে ত্বকের সজীবতা পুনরায় ফিরিয়ে আনতে

আর্গন অয়েল বেশ কার্যকরী। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের ইলাস্টিসিটি বাড়ে, ফলে বয়সের চিহ্নগুলো কম বোঝা যায়।

০৪। আরগান তেল আমাদের ত্বকের সেবাম লেভেল, অর্থাৎ ন্যাচারাল অয়েল প্রোডাকশন কমাতে সাহায্য করে। এটি ব্যবহার করলে মুখে অ্যাকনের সমস্যা কমে যায়। সেই সাথে এটিতে থাকা ফ্যাটি এসিড ত্বকে অ্যাকনের কারণে হওয়া ইনফ্লেমেশনও নিয়ন্ত্রণ করে।

০৫। অনেকের হাঁটু, কনুই বা পায়ের পাতাতে ড্রাইনেসের কারণে চামড়া উঠে যায়। বিশেষ করে শীতকালে এ সমস্যা বেশি দেখা যায়। এসব জায়গায়

আর্গন অয়েল ব্যবহার করলে দ্রুত উপকার পাওয়া যায়।

০৬। অনেক সময় ওজন বাড়া বা কমার কারণে দেহের বিভিন্ন অংশে স্ট্রেচ মার্ক সৃষ্টি হয়, যা কোনোভাবেই কমতে চায় না। নিয়মিত আর্গন অয়েল

ব্যবহার করলে স্ট্রেচ মার্ক কমে যায়।

০৭। যারা হাত ও পায়ের নখে নেইলপলিশ ব্যবহার করেন বা নেইল এক্সটেনশন করেন, তাদের নখ ও কিউটিকল ড্রাই হয়ে যেতে পারে। প্রতিবার নেইলপলিশ বা নেইল এক্সটেনশন তোলার পর আর্গন অয়েল ব্যবহার করলে নখ ও কিউটিকল দু’টোই থাকে ময়েশ্চারাইজড।

চুলের যত্নে আরগান তেল

০১৷ আরগান তেল নতুন চুল গজাতে দারুণ সহায়ক। বিশেষ করে যাদের চুল পড়তে পড়তে একদম পাতলা হয়ে গেছে, তাদের মাথায় নতুন চুল গজাতে আর্গন অয়েলের মত কার্যকরী উপাদান খুব কমই আছে। নিয়মিত চুলে এটি ম্যাসাজ করলে খুব দ্রুত নতুন চুল গজায় এবং চুল হয়ে ওঠে ঘন ও স্বাস্থ্যজ্জ্বল। Xpel ব্র‍্যান্ডের Argan Oil Hair Treatment with Moroccan Argan Oil Extract – এই প্রোডাক্টটি চুলে নিয়মিত ম্যাসাজ করলে তা নতুন চুল গজাতে সহায়তা করে।

০২। আরগান তেল চুলের কন্ডিশনার হিসেবে দারূণ কাজে আসে। এই অয়েলের মলিকিউলগুলো অন্যান্য অয়েলের চাইতে আকারে ছোট হওয়ায় এটি খুব সহজেই চুলের কিউটিকলে প্রবেশ করে আমাদের চুলে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়। এতে করে

ড্রাইনেস কমে গিয়ে চুল হয়ে ওঠে সফট ও সিল্কি।

ও হ্যাঁ, চুলের শাইন বাড়াতেও এই তেলের জুড়ি মেলা ভার! আপনারা চাইলে OGX ব্র‍্যান্ডের Renewing+Argan Oil of Morocco Penetrating Hair Oil ব্যবহার করে দেখতে পারেন।

চুলের যত্নে অনেকের কাছেই বিশেষ পছন্দের ওজিএক্স ব্র্যান্ডের এই আরগান তেল

০৩। অনেকের চুলেই খুশকি বা ড্যানড্রাফ থাকে এবং খুশকির কারণে মাথার স্ক্যাল্পে চুলকানিও হতে থাকে। আর্গন অয়েল চুলে খুশকির সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। আপনারা WOW Skin Science এর Moroccan Argan Oil Shampoo with DHT Blocker শ্যাম্পুটি হেয়ারকেয়ার রুটিনে অ্যাড করে দেখতে পারেন, চুলের পরিবর্তন নিজেরাই বুঝবেন।

০৪। আরগান তেল স্ক্যাল্প সানস্ক্রিন হিসেবেও দারুণ। এটিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি র‍্যাডিকেল নিউট্রালাইজ করে, তাই এটি ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে চুল নিরাপদে থাকে।

০৫। আরগান তেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই ও ফ্যাটি এসিড থাকায় এটি আমাদের চুলকে যেকোনো ধরনের হিট ড্যামেজ থেকে সুরক্ষিত রাখে। অর্থাৎ এটি ব্যবহার করলে যাদের নিয়মিত হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লার ইউজ করতে হয়, তাদের চুলের কোনো ক্ষতি হবে না।

বাজেটের মধ্যে Xpel ব্র‍্যান্ডের Argan Oil Heat Defence Leave in Hair Spray চুলকে হিট থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। তাই একবার হলেও এটি ব্যবহার করে দেখতে ভুলবেন না।

০৬। যাদের চুলে খুব দ্রুত জট বেঁধে যায়, তারা জটমুক্ত চুল পেতে চুল ধোয়ার পর আর্গন অয়েল ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে চুলে সহজে জট বাঁধেনা ও লম্বা সময় ধরে ম্যানেজেবল থাকে।

আশা করি, ত্বক ও চুল ভালো রাখতে আরগান তেল কতটুকু কার্যকরী তা সবাই বুঝতে পেরেছেন। তাই যারা এখনো এটি ব্যবহার করে দেখেননি, একবার হলেও ব্যবহার করে দেখুন। আশা করি নিরাশ হবেননা।

What do you think?

Written by সুমাইয়া রহমান দোলা

লেখালেখি শুরু করেছিলাম শখের বশেই৷ এখন এটি আমার নেশা, আবার পেশা ও বটে। প্রতিনিয়ত চেষ্টা করছি এখন ভালো লেখক হয়ে ওঠার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Korean skincare routine steps

কোরিয়ান স্কিনকেয়ার রুটিনের ধাপগুলো কী কী?

Xiaomi LEMO 12 Digit Photoelectric Dual Drive Calculator

শাওমি ফোটোইলেক্ট্রিক ডুয়াল ড্রাইভ ক্যালকুলেটর