in

LoveLove

ইলেকট্রিক জুসারঃ কেনার আগে জানা দরকার

ইলেকট্রিক জুসার

যে সকল অ্যাপ্লায়ান্স আপনার কিচেনকে স্মার্ট কিচেন করে তুলতে পারে তার মধ্যে ইলেকট্রিক জুসার অন্যতম। দেশের বাজারে দেশী এবং বিদেশী বেশ কিছু ব্র্যান্ডের ইলেক্ট্রিক জুসার রয়েছে যেখান থেকে খুব সহজেই আপনার বাজেট এবং চাহিদার সাথে মিল রেখে কাঙ্ক্ষিত জুসার খুঁজে নিতে পারবেন। তবে আপনি যদি প্রথমবারের মত এই জুসারটি কিনতে যান তাহলে অবশ্যয় কিছু গুরুত্বপূর্ন বিষয় খেয়াল রাখা জরুরি। আপনাদের সুবিধার জন্য আজকে একটি ভালো ইলেক্ট্রিক জুসার কেনার বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করবো সেই সাথে দেশের বাজারে বর্তমানে কোন কোন ব্র্যান্ডের জুসার রয়েছে এবং তাদের দাম কেমন হবে সে বিষয়েও আলোকপাত করবো। চলুন তাহলে শুরু করা যাক।

ইলেকট্রিক জুসার কেনার গাইড

ইলেকট্রিক জুসার কেনার আগে কিছু বিষয় অবশ্যয় জানা প্রয়োজন। প্রথমে সেই সমস্ত জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক।

১। বাজেটঃ প্রথমেই আপনার বাজেট নির্ধারন করে নিন। কারন, বাজারে বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের অনেক জুসার রয়েছে যেগুলো মোটামটি ১০০০ থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। যেহেতু দামের বড় একটা পার্থক্য রয়েছে তাই প্রথমেই আপনি ঠিক কত দামের মধ্যে জুসার কিনতে চান তা ঠিক করে নিন।

২। ব্লেডঃ জুসার বা ব্লেন্ডার যাই কিনুন না কেন, এর সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ হল এর ব্লেড। ব্র্যান্ড যেটাই হোক না কেন, ব্লেডগুলো স্টেইনলেস স্টিলের হওয়া জরুরি। যেহেতু জুসারে পানির ব্যবহার হবে সেই সাথে বিভিন্ন সাইট্রিক ফলও জুসারে ব্লেন্ড করা হবে তাই ব্লেড স্টেইনলেস স্টিলের না হলে খুব দ্রুতই মরিচা পড়ার সম্ভাবনা থাকবে।

৩। স্পিড সেটিং অপশনঃ এটি আরো একটি গুরুত্বপর্ন অংশ। সব ধরনের ইলেক্ট্রিক জুসারের একাধিক স্পিড সেটিং এর অপশন থাকে। এই অপশনগুলোর মাধ্যমে আপনি মোটরকে জোরে বা আস্তে চালাতে পারবেন। তবে এই ফিচারটির সাথে আপনার বাজেটের একটি সম্পর্ক থাকবে কারন অপশন বেশি হলে সাধারনত বাজেটও বেশী হবে। তাই আপনার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে স্পিড সেটিং অপশন খুঁজে নিন।

৪। মোটর ক্যাপাসিটিঃ মোটরের ক্যাপাসিটির উপর নির্ভর করে জুসারটি লোড নিতে পারবে। তাই কমপক্ষে ৫০০ ওয়াটের মোটর কেনা ঠিক হবে কারন এতে মোটামোটি সব ধরনের কাজই করতে পারবেন। আর আপনি যদি ২০০ বা ৩০০ ওয়াটের মোটর নেন তাহলে লোড বেশী হলে মোটর পুড়ে যেতে পারে। তাই আপনি কি ধরনের জুস বেশী করবেন তাঁর উপর নির্ভর করে মোটর এর ক্যাপাসিটি দেখে নিন।

জুসারটি রিচার্জিবল হলে তার ব্যাটারি ক্যাপাসিটি কত এমএএইচ (mAh), একবার চার্জ দিলে কতক্ষণ সাপোর্ট দিবে, ইউএসবি ফাস্ট চার্জিং সাপোর্টেড কিনা ইত্যাদি বিষয়ে জানা দরকার।

৫। শব্দের দিকেও নজর দিনঃ বেশির ভাগ ব্লেন্ডার বা জুসার মারাত্বক শব্দ তৈরি করে। তবে কিছু ভিন্নও রয়েছে যেমন ম্যাস্টিকেটিং জুসার (Masticating juicer) গুলো খুব বেশী একটা শব্দ করে না। তাই জুসার কেনার আগে এই বিষয়টাও জেনে নিন।

৬। পরিস্কারের পদ্ধতিঃ জুসার মেশিনের ডিজাইন সাধারনত এমন হয় যে ছোট্ট একটা মেশিনের ভেতরেই অনেক যন্ত্রাংশ থাকে। এমন হওয়ার কারনে তা পরিস্কার করতে বেশ বেগ পেতে হয়। তাই মেশিন কেনার সময় এর পরিস্কার পদ্ধতিও জেনে নেয়া দরকার।

৭। পোর্টেবল জুসারঃ আরো যে বিষয়টি মাথায় রাখা প্রয়োজন তা হলো জুসারটি পোর্টেবল চাচ্ছেন কিনা। অর্থাৎ ঘরে বাহিরে যেকোন জায়গায় বহন করার মতো কোন জুসার দরকার হলে সেগুলোও বাজারে পাওয়া যায়। বিশেষ করে শাওমি ব্র্যান্ডের পোর্টেবল ইলেকট্রিক জুসার বেশ জনপ্রিয়।

সহজে বহনযোগ্য পোর্টেবল ইলেকট্রিক জুসার এখন বেশ জনপ্রিয়

জনপ্রিয় ইলেকট্রিক জুসার ব্র্যান্ড

আগেই বলেছি আমাদের দেশে অনেক দেশী এবং বিদেশী ব্র্যান্ড এবং মডেলের জুসার পাওয়া যায়। বিদেশী ব্র্যান্ডগুলোর মধ্যে জাইপ্যান, ফিলিপস, শাওমি, সিঙ্গার, কিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য।

আর দেশী ব্র্যান্ডগুলোর মধ্যে ওয়ালটন, মিনিস্টার, ভিশন ইত্যাদি বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশের যে কোন স্থানেই এসব ব্র্যান্ডের জুসার খুঁজে পাবেন অথবা বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেসগুলোতে সার্চ করে অর্ডার দিয়ে দিতে পারেন।

ইলেকট্রিক জুসারের দাম

আগেই বলেছি যে, বাংলাদেশে যে ব্র্যান্ডগুলোর জুসার বাজারে পাওয়া যায় সেগুলোর দাম আনুমানিক ১০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে হবে। তবে ব্র্যান্ড এবং মডেল ভেদে কিছুটা ভিন্ন হতে পারে। যেমন ওয়ালটনের জুসারগুলো ১৪০০ থেকে আনুমানিক ৪০০০ টাকার মধ্যে হবে। কিয়াম ৮০০ থেকে ৬০০০ এর মধ্যে এবং ফিলিপস সাধারনত ১২৫০ থেকে শুরু। একটু ভিন্ন আদলে মানুফ্যাকচারিং হওয়া শাওমি জুসারের দাম ১৭০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

পরিশেষে, আশাকরি আজকের আলোচনা আপনাকে খুব সহজে সাধ্যের মধ্যে সেরা একটি ইলেক্ট্রিক জুসার খুঁজে পেতে সাহায্য করবে। উপরে আলোচিত টিপসগুলো অনুস্বরণ করলে আপনার সাধ আর সাধ্যের সাথে মিল রেখে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত পন্যটি খুঁজে নিতে পারবেন। আর এর বাইরেও আপনি যদি জুসার সম্পর্কে অতিরিক্ত কিছু জানতে চান বা জানাতে চান তবে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করা হল।

What do you think?

Written by সানজিদা আলম

একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। টেকনোলজি, স্বাস্থ্য, প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। লেখালেখির পাশাপাশি ভালোবাসি পড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Honey to lose weight

ওজন কমাতে মধুর পাঁচটি রেসিপি যা অবশ্যই জানা উচিত

foods to prevent Monsoon allergy

বর্ষাকালে এলার্জির প্রকোপঃ যে খাদ্যগুলো খাওয়া জরুরি