in ,

LoveLove AngryAngry CryCry CuteCute LOLLOL OMGOMG

ভ্যাকুয়াম ক্লিনার কি এবং এর প্রকারভেদ

১ম পর্ব

ভ্যাকুয়াম ক্লিনার

কম সময়ে ঘর ধুলাবালি মুক্ত করার সবচেয়ে সহজ উপায় হল ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা। কারন এই যন্ত্রটি খুব কম সময়ের মধ্যে আপনার ঘরের কোনের সোফাসেট থেকে শুরু করে কার্পেট পর্যন্ত চমৎকারভাবে পরিস্কার করে ফেলতে পারে। আপনার যদি ব্যবহারের পূর্ব অভিজ্ঞতা না থাকে তবে নিশ্চয় জানতে চাইবেন ভ্যাকুয়াম ক্লিনার কি? ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে কয়েকটি পর্বের ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আজকে আমরা ভ্যাকুয়াম ক্লিনার কি এবং তাঁর বিভিন্ন প্রকারভেদগুলাও নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে শুরু করি।

ভ্যাকুয়াম ক্লিনার কি?

ভ্যাকুয়াম ক্লিনার হল এক ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস যা তীব্র গতিতে বাতাস অভ্যন্তরে টেনে নেয়ার মাধ্যমে পরিস্কার করে। এই ডিভাইসগুলোতে সাধারনত একটি ব্যাগ অথবা কাপ থাকে যেটাতে ময়লা আবর্জনা জমা হয় যেটা পরে খালি করে নেয়া যায়। এটা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই নিখুঁতভাবে ঘরের যে কোন আসবাব, মেঝে, কার্পেট, এমনকি গাড়িও পরিস্কার করা যায়।

ভ্যাকুয়াম ক্লিনারের প্রকারভেদ

আমাদের দেশীয় বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ভ্যাকুয়াম ক্লিনার পাওয়া যায়। এগুলো মূলত মডেল ও ফিচারের ভিত্তিতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং দামেও পার্থক্য থাকে। আবার ব্র্যান্ডের উপর ভিত্তি করেও ডিভাইসে ভিন্নতা দেখা যায়। চলুন তাহলে এর বিভিন্ন প্রকারভেদ্গুলো নিয়ে আলোচনা করা যাক।

১। আপরাইট ভ্যাকুয়াম ক্লিনার

আপরাইট ভ্যাকুয়ামগুলোকে বড় ও কার্পেট করা ফ্লোর পরিস্কার করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে একটি মোটর চালিত ব্রাশ থাকে যা শক্তিশালী সাকশনের মাধ্যমে মেঝে এবং কার্পেটের জেদি দাগ প্রথমে আলগা করে পরে দূর করে। ব্র্যান্ডের উপর নির্ভর করে কিছু কিছু আপরাইট ভ্যাকুয়াম কাঠের তৈরি মেঝেও পরিস্কার করতে পারে।

সুবিধাঃ

  • এই মডেলের সাথে যে এটাচমেন্টগুলো থাকে সেগুলো দিয়ে বিস্তর পরিসরে পরিচ্ছন্নতার কাজ করা সম্ভব।
  • ব্যবহার না হলে একে কোন সাপোর্ট ছাড়া দাড় করিয়ে রাখা যায়।

অসুবিধাঃ

  • এটি তুলনামূলক আকারে বড় হওয়ায় ঘরের কোণায় বা আসবাবের নিচে সংরক্ষন করা কঠিন।
  • এটি কিছুটা ভারি।

২। হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম ক্লিনার

সাধারনত ঘরের যে কোনাগুলোতে আপনার হাত বা ঝাড়ূ পৌছাতে পারে না সে অংশগুলো পরিস্কার

Handheld vacuum cleaner
হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম ক্লিনার

করার জন্য ব্যবহার করতে পারেন হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম। এই ডিভাইসটি দিয়ে আপনার প্রিয় কারটিও পরিস্কার করতে পারবেন।

সুবিধাঃ

  • এটি কর্ডসহ ও কর্ড ছাড়া উভয় মডেলেরই হয়।
  • এটি এমনভাবে পরিস্কার করা হয়েছে যা দিয়ে যে কোন ফাঁকফোকর এবং কোনা পরিস্কার করা সম্ভব।
  • এটি গৃহস্থালি এবং কার পরিস্কারের কাজে ব্যবহার করা যায়।

অসুবিধাঃ

  • অন্যান্য মডেলের মত এর সাকশন ততটা শক্তিশালি নয়।
  • বৃহত্তর পরিসরে পরিচ্ছন্নতার কাজ করার জন্য উপযুক্ত নয়।

৩। ক্যানিষ্ট ভ্যাকুয়াম ক্লিনার

আপনার যদি শক্তিশালী ভ্যাকুয়াম ক্লিনারের প্রয়োজন হয় তাহলে নির্দিধায় ক্যানিষ্ট ভ্যাকুয়াম নির্বাচন করতে পারেন। যদিও এটি বাজারের সবচেয়ে শক্তিশালী ভ্যাকুয়ামগুলোর একটি তারপরেও যথেষ্ট

canister vacuum cleaner
ক্যানিষ্ট ভ্যাকুয়াম ক্লিনার

হালকা। এছাড়াও এই ডিভাইসটির বিভিন্ন ধরনের টুলস রয়েছে যা দিয়ে একটি মেশিনের মাধ্যমে নানাবিধ পরিচ্ছন্নতার কাজ করা যায়।

সুবিধাঃ

  • এটি অনেক শক্তিশালী ডিভাইস।
  • অনেক বেশি হালকা।
  • অনেক ধরনের ক্লিনিং টুল থাকে।

অসুবিধাঃ

  • ব্যবহারের আগে সংযোজন করতে হয়।
  • এদের আকৃতি কিছুটা বড় হওয়ায় সংরক্ষন করতে সমস্যা হতে পারে।

৪। স্টিক ভ্যাকুয়াম ক্লিনার

আপনি যদি ছোট কোন বাসা বা এপার্টমেন্টে থেকে থাকেন তাহলে স্টিক ভ্যাকুয়াম আপনার জন্য সঠিক চয়েস হবে। এটি হালকা পাতলা পরিচ্ছন্নতার জন্য ভালো। এটি হালকা ওজনের হওয়ার জন্য যারা ভারী ডিভাইস নিয়ে কাজ করতে পারেন না তাদের জন্য সুবিধাজনক।

সুবিধাঃ

  • হালকা পরিচ্ছন্নতার কাজের জন্য খুব ভালো।
  • এটি খুব হালকা ওজনের।
  • সহজে সংরক্ষন করা যায়।

অসুবিধাঃ

  • ধুলোময়লা জমার বিনটি আকারে ছোট।
  • এটা তুলনামূলক উচ্চ শব্দ তৈরি করে।

৫। রোবটিক ভ্যাকুয়াম ক্লিনার

রোবটিক ভ্যাকুয়াম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনাকে পরিস্কারের কাজটি ম্যানুয়ালি করতে হবে না। এই ধরনের ভ্যাকুয়ামগুলোর সাথে সাধারনত কিছু অ্যাপ থাকে যেগুলো স্মার্টফোনের

Xiaomi Robotic Vacuum Cleaner
শাওমি ব্রান্ডের একটি রোবটিক ভ্যাকুয়াম ক্লিনার

মাধ্যমে নিয়ন্ত্রন করা যায়। এগুলো এমনভাবে ডিজাইন করা থাকে যাতে ঘরের যে কোন কোনা বা আসবাবের নিচেও পরিস্কার করতে পারে।

সুবিধাঃ

  • আপনাকে ম্যানুয়ালি ক্লিনিং এর কাজ করতে হবে না।
  • বেশীরভাগ মডেলই যে কোন স্মার্ট ডিভাইস দিয়ে কন্ট্রোল করা যায়।
  • সংরক্ষনের জন্য সামান্য যায়গার দরকার।

অসুবিধাঃ

  • তুলনামূলকভাবে কিছুটা দামী।
  • বৃহত্তর পরিচ্ছন্নতার কাজের জন্য উপযুক্ত নয়।

পরিশেষে, ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করলাম ভ্যাকুয়াম কি এবং এর প্রকারভেদ নিয়ে। উপরে আলোচিত মডেলগুলো ছাড়াও ব্যাকপ্যাক, ওয়েট/ড্রাই, এবং সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম ইত্যাদিও বাজারে দেখতে পাওয়া যায়। যাইহোক, আপনি আপনার চাহিদা অনুযায়ী উপরে উল্লেখিত মডেলগুলো থেকে যে কোনটি নির্বাচন করতে পারেন। আর এই অত্যাধুনিক ডিভাইসটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর দিকে চোখ রাখুন।

What do you think?

Written by সানজিদা আলম

একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। টেকনোলজি, স্বাস্থ্য, প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। লেখালেখির পাশাপাশি ভালোবাসি পড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

cucumber for acne treatment

ব্রণ থেকে মুক্তির কার্যকরী প্রাকৃতিক উপায়

Gaming headphone

গেমিং হেডফোন কেনার আগে যা অবশ্যই জানা দরকার