গ্রীষ্মকালের আগমন মাত্রই হয়েছে। আকাশে মেঘ রোদের খেলায় প্রকৃতিতে আরামদায়ক উষ্ণতা থাকলেও এই আরামদায়ক উষ্ণতা কিছুদিনের মধ্যেই তীব্র গরমে রূপ নিবে। এখনই সময় গরমের প্রস্তুতি নেয়ার। তাই অনেকেই ইতোমধ্যে কুলার এসিগুলো সার্ভিসিং করাতে শুরু করেছেন। না থাকলে কেনার প্রস্তুতি চলছে। গরমে কিছুটা স্বস্তি দিবে রিচার্জেবল ফ্যান, কারণ লোড শেডিং এর যন্ত্রনাও তো শুরু হওয়ার সময় হয়েছে। তাই আজকে আমরা ৪টি ভিন্ন ধরনের রিচার্জেবল ফ্যান এবং তার ব্যবহার নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আমাদের দেশে এই চার প্রকারের ফ্যানই সহজলভ্য। চলুন তাহলে শুরু করি।
৪টি ভিন্ন ধরনের রিচার্জেবল ফ্যান এবং তাদের ব্যবহার
দেশের গরম এবং আদ্র আবহাওয়ার কারনে এখন অনেকেই নিজের সাথে একটি করে রিচার্জেবল ফ্যান রাখেন। বিশেষ করে যাদের দিনের বেলা লোকাল বাসে ভ্রমনের প্রয়োজন পড়ে। গরমের তীব্রতা ও চটচটে ঘাম থেকে বেঁচে থাকার জন্যই সাধারনত সবাই এই ধরনের ফ্যান ব্যবহার করে। তবে আপনি জানেন কি এই রিচার্জেবল ফ্যানগুলো কত ধরনের হতে পারে? চলুন দেখিঃ
১। হ্যান্ডহেল্ড ফ্যান
২। অ্যারোমাথেরাপি নেক ফ্যান
৩। ডেস্ক ফ্যান
৪। সোলার ফ্যান
১। হ্যান্ডহেল্ড ফ্যান
হাত পাখা ঘুরিয়ে বাতাসের দিন আর নেই, কারণ এখন বাজারে আছে দারুন চমৎকার হ্যান্ডহেল্ড ফ্যান। এই ফ্যানগুলো আকৃতিতে বেশ ছোট হওয়ায় খুব সহজেই ব্যাগের ভেতর বহন করা যায়। এগুলো দেখতেও আকর্ষনীয় ও স্টাইলিশ। এগুলো বেশীরভাগই ফোল্ডেবল অর্থাৎ ভাজ করা যায়। আর ভাজ করার পর পকেট সাইজ হয়ে পড়ে।
ব্যাটারি চালিত এই ফ্যানগুলো আপনি মোবাইল ফোনের মতই চার্জ ফুল করে নিয়ে ব্যবহার করতে পারেন। একবার চার্জ সম্পূর্ন করে নিলে বেশ খানিকটা সময় সার্ভিস দিতে পারে এই ছোট্ট ফ্যানগুলো।
ব্যবহার করবেন কখন? ধরুন আপনি রাস্তার জ্যামে লোকাল বাসে বসে আছেন, গরমে প্রান প্রায় যায় যায় অবস্থা। ছোট্ট এই হ্যান্ডহেল্ড ফ্যান তখন আপনাকে দিবে তাৎক্ষনিক গরম থেকে মুক্তি। কিংবা ধরুন কোন সরকারি অফিসের লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। মাথার উপরে থাকা ফ্যানটাও বন্ধ। এমন পরিস্থিতিতে এই ফ্যান আপনাকে আরাম দিবে।
২। অ্যারোমাথেরাপি নেক ফ্যান
নেক ফ্যানের সবচেয়ে বড় সুবিধা হল একে হাতে ধরে রাখার প্রয়োজন নেই। ঘাড়ে ঝুলিয়ে রেখে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এই পোর্টেবল ফ্যানটি ওজনে বেশ হালকা হওয়ার কারনে সহজেই ঘাড়ে ঝুলিয়ে বহন করা যায়। এই ফ্যানটির সাথে অ্যারোমাথেরাপির সুগন্ধি থাকে। যেটা আপনার স্ট্রেস, ক্লান্তি দূর করতে খুবই সহায়ক। এই ফ্যানটিও রিচার্জেবল।
অ্যারোমাথেরাপি নেক ফ্যানটি বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যেমন ধরুন আপনি কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বা মানসিক চাপে রয়েছেন, তখন এই ফ্যানের সুগন্ধি বাতাস আপনার মনকে শিথিল করবে। আপনার চারপাশে কোন দূর্গন্ধ থাকলে তার দূর করে সুন্দর ঘ্রান ছড়াবে। আপনার মুড ভালো করবে। ব্যায়াম করার সময়, রান্নার সময় অথবা টিভি দেখা বা গেম খেলার সময়ও এই ফ্যানটি ব্যবহার করতে পারেন।
৩। ডেস্ক ফ্যান
ডেস্ক ফ্যানও রিচার্জেবল হতে এটা আপনি জানেন কি? হাই ভেলোসিটি পাওয়ার সাথে খুবই আধুনিক টেকনোলজি সমৃদ্ধ এই ফ্যানটি দারুন চমৎকার ঠান্ডা বাতাস দিতে সক্ষম। এই ফ্যানগুলো ঘরের ভেতর কিংবা বাইরে সব যায়গায় ব্যবহারের উপযোগী। আধুনিক প্রযুক্তি ও সহজে বহনযোগ্য হওয়ার কারনে এই ফ্যানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
ব্র্যান্ড ভেদে এই ফ্যানগুলো একবার চার্জ দেয়ার পর টানা সাত ঘন্টা পর্যন্তও চলতে পারে। তবে এই ক্ষেত্রে ব্যাটারির ক্যাপাসিটিও একটি গুরুত্বপূর্ন বিষয়।
পরিবারের সাথে পিকনিকে গেলে এই ফ্যানটি দারুন কাজে দিবে। এছাড়াও লোড শেডিং এর সময় গরমের তীব্রতা থেকেও বাঁচাবে আপনাকে।
৪। সোলার ফ্যান
রিচার্জেবল ফ্যানকে চার্জ করার জন্য ইলেক্ট্রিসিটি প্রয়োজন। কিন্তু যদি এমন হয় লোড শেডিং এর চাপে পড়ে ইলেক্ট্রিসিটিই যদি না থাকে তাহলে ফ্যানটিকে চার্জ দেয়া হবে কিভাবে? এই সমস্যার সমাধানে বাজারে আছে সোলার ফ্যান। আপনার যদি ইলাট্রিসিটি না থাকে অথবা পাওয়ার ব্যাংক না থাকে তাহলেও সোলার ফ্যান সূর্যের আলোয় চার্জ হয়ে যাবে।
আমাদের দেশে একেবারে গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে গ্রীষ্মকালে পাওয়ার কাট হয় অনেক বেশী। এমনকি ঘন্টার পর ঘন্টার বিদ্যুৎ না থাকার মতো পরিস্থিতি লক্ষ্য করা যায়। এমন স্থানে সাধারন রিচার্জেবল ফ্যান খুব একটা কাজে আসে না। এমন স্থানে প্রয়োজন সোলার ফ্যান। যেটা খুব সহজে সূর্যের আলোয় চার্জ হয়ে যাবে এবং দীর্ঘসময় বিদ্যুৎ ছাড়াই চলবে।
এই ৪ ধরনের রিচার্জেবল ফ্যান এবং তাদের ব্যবহার গরমে আপনার জীবনে শীতল স্পর্শ এনে দিবে। আপনি ঘরে থাকুন কিংবা বাইরে, এখন আর গরমে কোন কষ্ট নয়। তাই আপনার ও আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় ফ্যানটি আজই বেছে নিন।
রিচার্জেবল ফ্যানঃ ১ম পর্ব – রিচার্জেবল ফ্যানঃ কেনার আগে জানা দরকার
রিচার্জেবল ফ্যানঃ ২য় পর্ব – রিচার্জেবল ফ্যান ব্যবহারের সুবিধা ও অসুবিধা
GIPHY App Key not set. Please check settings