in

শীত শেষে পোশাকগুলো গুছিয়ে রাখবেন যেভাবে

শীতের পোশাক গুছানোর নিয়ম

শীত এখন প্রায় শেষ পর্যায়ে। বসন্ত মৌসুমের আগমন বার্তা সাড়া জাগিয়েছে। তাই, মাঘের পর ফাল্গুন মাসে আর শীত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে, এই শীতে চাদর, সোয়েটার সহ সকল জামাকাপড়ই ব্যবহার করা হয়েছে।

শীত শেষ, তাই এগুলো গুছিয়ে রাখাও জরুরী। 

তবে অনেকেই জানেন না, ঠিক কীভাবে এই পোশাক গুলোকে শীত শেষে গুছিয়ে রাখতে হবে। আজ আমরা এ বিষয় নিয়েই আলচনা করব।

. কিছু পোশাক ধুয়ে রাখতে হবে

দেখা গেলো শীতের সময় সোয়েটার কিংবা হুডি ব্যবহার করলেন। মাত্র ৩ দিন ব্যবহার করলেন হুডি।  মাত্র ৩ দিনের ব্যবহারে, তাহলে এটা ধোয়ার দরকার নেই। বরং রোদে দিয়ে ২ ঘন্টা রেখে তারপর ভাঁজ করে গুছিয়ে রাখুন। 

আর যে পোশাক গুলো আপনি নিয়মিত ব্যবহার করছেন, সেগুলোকে অবশ্যই ধুয়ে রাখতে হবে। নইলে পোকার আক্রমণে সব পোশাক নষ্ট হয়ে যাবে।

আর একটা বিষয় মাথায় রাখতে হবে। সোয়েটার পরিধান করলে, তা একত্রে শীত শেষে ধুয়ে দেবেন, এরকমটা ভাবা যাবে না। বরং, প্রায় ১০ দিন হয়ে গেলেই চেষ্টা করতে হবে সোয়েটার ধুয়ে দেয়ার। তা-ও সম্ভব না হলে, ১৫ বা ২০ দিন পরপর সোয়েটার ধুয়ে দেয়া প্রয়োজন।

. কাপড় গুলোর ধরণ বুঝে নিন

আপনার ব্যবহার করা পোশাকটি রেশমের, নাকি অন্য কোনো কাপড়ের সেটাও বুঝে নিতে হবে। কারণ, কোন কাপড়টা কীভাবে ধুতে হবে, কোনটা কতটুকু নিংড়ানো যুক্তিযুক্ত, এসব বিষয় মাথায় না রেখে যদি, কাপড় পরিষ্কার করেন, তাহলে কাপড় নষ্ট হতে সময় লাগবে না মোটেও।

আবার, কোন পোশাকটা কড়া রোদে রাখলে ক্ষতি হবে, কোনটা বাতাসে শুকিয়ে নিলে ভালো হবে, এসব নিয়েও একটু জেনে নিতে হবে। তাহলে, সহজেই পোশাকগুলো ভালো রাখা সম্ভব হবে। 

. ন্যাপথলিন ব্যবহার করুন

এই পয়েন্টটা শুধুমাত্র শীতের পোশাকের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। তবে শীত শেষে পোশাক গুলো পরিষ্কার করে রাখলে, ন্যাপথলিনের (C10H8) ব্যবহার আপনার পোশাক পোকার আক্রমণ থেকে রক্ষা করবে।

প্রতি ৩ টি কাপড়ে মাঝে অন্তত একটি করে ন্যাপথলিন ব্যবহার করুন। আবার এর পরিবর্তে, নিমপাতা একেবারে শুকিয়ে নিয়ে, তাও ব্যবহার করতে পারেন। শুকনো নিমাপাতাও পোশাককে পোকার আক্রমণ থেকে দূরে রাখতে সহায়ক।

. পোশাকগুলো যেন মিশ্রিত না হয়

সোয়েটারটা যেখানে, চাদরটাও সেখানেই। এমনকি হুডিটাও…। যদি এরকম অবস্থা হয়, তাহলে পরবর্তী শীতে এই পোশাক ব্যবহার করতে গেলে আপনাকে বেগ পেতে হবে। 

কারণ? দেখা গেল, একেকটি পোশাকের কাপড়ের ধরন একেক রকম। তাই, আপনার মসৃন চাদরটি হয়তো রেশমের সোয়েটারের ঘঁষায় খসখসে হয়ে যেতে পারে। যা হতে পারে, আপনার অস্বস্তির কারণ।

তাই শীত শেষে পোশাক গুলো গুছিয়ে রাখতে গেলে, সোয়েটার গুলো একত্রিত করে রাখতে হবে এক জায়গায়। একই রকম ভাবে, চাদর বা অন্যান্য পোশাক গুলোকে সুন্দর ভাবে একত্রিত করে নিদিষ্ট জায়গায় রাখতে হবে।

. পোশাক গুলো আলমারিতে তুলে রাখাই ভালো

শীতের পোশাক গুলো চাইলে আলমারিতে তুলে রাখা যায়। আবার অন্য জায়গায়ও রাখতে পারেন। তবে, আলমারির তাকে পত্রিকার কাগজ বিছিয়ে তার উপর সুন্দর করে পোশাক গুলো রাখতে পারেন। তাহলে পরবর্তী শীতেও কাপড় গুলো একই রকম চকচকে দেখতে পাবেন।

আবার, কোনো ট্রলি ব্যাগে ভরেও রাখতে পারেন। এই উপায়টাও কার্যকর। কারণ, কাপড়গুলো তাহলে ১ বছর একটি নির্দিষ্ট ভাঁজেই থাকে। ফলে, পোশাক থাকে সুন্দর। 

. টুপির যত্নে

শীতে ঠান্ডার তীব্রতা থেকে বাঁচতে (কান) টুপি পরা দরকার। আর দরকার, শীত শেষে এগুলো গুছিয়ে রাখাও। প্লাস্টিকের Hanger এ সুন্দর করে প্রতিটি টুপি ঝুলিয়ে রাখা উচিত। ভাঁজ করে রাখার চেয়ে এটাই শ্রেয়। 

কারণ, এতে টুপি গুলোতে কোনো চাপ পড়ে না, ফলে দেখা যায়, পরের বছর শীতে এগুলো আপনার মাথায় ঢিলে-ও হয়ে যাবে না। আর সুন্দর ভাবে ধুয়ে রাখলে টুপির রং বা কোয়ালিটি নষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না।

. মাফলার বা কোটের ক্ষেত্রে 

মাফলার রাখার জন্য হ্যাংগার (Hanger) ব্যবহার করতে পারেন। ছোট ছোট হ্যাংগারে সহজেই মাফলার গুলো গুছিয়ে রাখা যায়। আর কোটের ক্ষেত্রে কোট কেনার সময়, যে প্যাকেট দেয়া হয়, তাতে করেই গুছিয়ে রাখুন। ফলে, আপনার মাফলার এবং কোটও ভালো রাখতে পারবেন। 

সবশেষে আশা করি, লেখাটি থেকে আপনারা জানতে পেরেছেন, কীভাবে শীত শেষে সহজেই গুছিয়ে রাখতে পারবেন পোশাক গুলো৷ যদি লেখাটি আপনাদের উপকারে আসে, আর এরকম আরো উপকারী লেখা পেতে চান, তাহলে অবশ্যই শপিং সেবা ব্লগ সাইটটি ফলো করে রাখুন। 

What do you think?

Written by বিবি মরিয়ম লাবণ্য

আসসালামু আলাইকুম। আমি বর্তমানে বিজ্ঞান বিভাগ থেকে ভোলা সরকারি কলেজে পড়াশোনা করছি। এর পাশাপাশি অনলাইনে একজন কনটেন্ট রাইটার ও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ক্রোধ নিয়ন্ত্রণের শরীয়াহ পদ্ধতি

ক্রোধ নিয়ন্ত্রণের শরীয়াহ পদ্ধতি

আজওয়া খেজুরের উপকারিতা

আজওয়া খেজুরের উপকারিতা ও পুষ্টিগুন