in

ওয়েবে কৃষি বিষয়ক তথ্য ভান্ডার

বাংলা ভাষায় কৃষি বিষয়ক তথ্যে সমৃদ্ধ হচ্ছে ভার্চুয়াল জগৎ। কৃষিনির্ভর দেশে কৃষি নিয়ে যারা গবেষণা করেন এবং যারা সরাসরি এ পেশার সাথে জড়িত তাদের প্রতিনিয়ত বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় এ বিষয়ে সরকারী ও বেসরকারী উদ্যোগ লক্ষ্য করার মত। কৃষি তথ্য সবার হাতের নাগালে পৌছাতে ইন্টারনেটে এ বিষয়ে রয়েছে বিশাল তথ্যভান্ডার। প্রয়োজনীয় তথ্য সন্ধানের পাশাপাশি কৃষি সম্পর্কে নানা সমস্যা সমাধানের জন্য অনেক ওয়েবসাইটে রয়েছে সরাসরি যোগাযোগ এবং বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার সুবিধা।

ইন্টারনেটে এখন কৃষি বিষয়ে বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে, কিছু ইংরেজী ভাষার পাশাপাশি বেশিরভাগই বাংলা ভাষায় তথ্য সেবা দিয়ে আসছে। সাধারণদের সুবিধার্থে এসব ওয়েবসাইটে পুরো বাংলায় পাওয়া যাচ্ছে কৃষিতথ্য। গ্রামীণ মানুষের জন্য নির্ভরযোগ্য তথ্যভান্ডার স্লোগানে ইন্টারনেটে রয়েছে রুরালইনফো (www.ruralinfobd.com)। কৃষিতথ্যের পাশাপাশি নানা বিষয়ে সমৃদ্ধ এ ওয়েবসাইটে সফল কৃষকদের কাহিনি, কৃষিবিষয়ক ব্যবসা সম্পর্কিত নানা তথ্য পাওয়া যাবে এতে। পাশাপাশি শস্য, ফল, মৎস্য, পশুসহ প্রতিটি বিষয়ে রয়েছে আলাদা তথ্য। ধান উৎপাদনে কী লাগবে, গম কিংবা অন্যান্য শস্যের ক্ষেত্রে কী প্রয়োজন, মসলা, ঔষধি, ফলদ গাছ ইত্যাদিরও চাষ পদ্ধতির নানা তথ্য রয়েছে এ ওয়েবসাইটে।

বাংলা ভাষায় কৃষি তথ্যভাণ্ডার সমৃদ্ধ অ্যাগ্রোবাংলার (www.agrobangla.com) ওয়েবসাইটে ধান, আলু, শাকসবজি, সারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য আর পরামর্শ রয়েছে। এ ছাড়া এ সাইটে কৃষিতথ্য বিভাগে রয়েছে বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি চাষ, বাড়ির ছাদে টবে ধান, সবজি, ফুল চাষ পদ্ধতি ও প্রয়োজনীয় নানা তথ্যও রয়েছে। মৎস চাষ বিভাগে বিভিন্ন ধরনের মাছ চাষের তথ্যের পাশাপাশি পোনা চাষ, প্রজনন-পদ্ধতিসহ অ্যাকুরিয়ামে চাষের পদ্ধতি রয়েছে। এ সাইটে গবাদিপশু ও পাখি পালন বিভাগে বিভিন্ন ধরনের গবাদি পশু পালন-সংক্রান্ত তথ্যের পাশাপাশি রয়েছে পাখিপালন-বিষয়ক তথ্য। আরও আছে কৃষি ও পরিবেশ বিষয়ক প্রতিবেদন, কৃষি সাফল্যগাঁথা ইত্যাদি। শিগগিরই যুক্ত হবে ই-বাজার, যেখানে থাকবে কৃষিপণ্যের সর্বশেষ বাজারদর।
কৃষি বিষয়ক তথ্যকে সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগে চালু হয়েছে কৃষি তথ্য সেবার (www.ais.gov.bd) ওয়েবসাইট। শুধু কৃষিবিষয়ক সর্বশেষ তথ্যসুবিধা দিতেই চালু হওয়া এ ওয়েবসাইটে কৃষিতথ্য, কর্মশালা, প্রশিক্ষণ, কৃষি প্রকাশনাসহ সব ধরনের তথ্য পাওয়া যাবে। কৃষি মন্ত্রণালয়ের তৈরি এ সাইটে ভিডিওচিত্রে তথ্যসেবা, ই-কৃষিতে নানা ধরনের ফসলের তথ্যও রয়েছে। বর্তমানে কৃষিবিষয়ক সব ধরনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে এ ওয়েবসাইটে।
কৃষিবিষয়ক নানা সমস্যা, যেমন পোকা আক্রমণ, ফসলের রোগ ইত্যাদি চিহ্নিতকরণ আর সমাধানের তথ্যাদি নিয়ে চালু হওয়া ই-কৃষক (www.ekrishok.com) ওয়েবসাইটে তথ্যের পাশাপাশি বিশেষজ্ঞদের মতামত পাওয়ার সুবিধা রয়েছে। কৃষক, গবেষক, শিক্ষার্থীসহ কৃষিসংশ্লিষ্ট সবার জন্য কৃষি তথ্যসুবিধা নিয়ে রয়েছে কৃষি বাংলা (www.krishibangla.com) ঠিকানার ওয়েবসাইট। কৃষি পরিবেশ, ফসল উৎপাদন, অন্যান্য কৃষি প্রযুক্তির নানা বিষয়ের পাশাপাশি এ সাইটে রয়েছে কৃষি উন্নয়ন সহযোগী, কৃষি আইন ও নীতিমালা, কৃষিবিষয়ক সংগঠন আর কৃষিবিষয়ক বইয়ের তথ্য।
কৃষি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.moa.gov.bd) রয়েছে কৃষিবিষয়ক নানা তথ্যের সম্ভার। বিভিন্ন কৃষি প্রকল্পের খবর, ফসল বীজ আর সারের তথ্যাদিও পাওয়া যাবে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। এ ছাড়া এ সাইটে গুরুত্বপূর্ণ কৃষি পরিসংখ্যান, কৃষি যন্ত্রপাতি, ফসল উৎপাদনের পানি ব্যবস্থাপনা, আবহাওয়ার তথ্যও পাওয়া যাবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ওয়েবসাইটে (www.badc.gov.bd) পাওয়া যাবে কৃষি সমাচার, বীজের দাম, বিক্রয়কেন্দ্র, সারের বিস্তারিত তথ্যাদি। পাশাপাশি ধান সহ নানা কৃষিপণ্যের তথ্যও পাওয়া যাবে এ ওয়েবসাইটে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তৈরি ধানবিষয়ক ডিজিটাল তথ্যভান্ডার (www.knowledgebank-brri.org) ওয়েবসাইটে ধানের জাত ও চাষ পদ্ধতি, মাটি ও সার ব্যবস্থাপনা, বীজ উৎপাদন, সেচ ও পানি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। পাশাপাশি আধুনিক ধান চাষের কলাকৌশল, ধান উৎপাদন প্রশিক্ষণবিষয়ক বইও পাওয়া এখান থেকে। বিভিন্ন কৃষি গবেষণা আর কৃষিবিষয়ক বইয়ের পাশাপাশি সার-ব্যবস্থাপনা, জাতীয় কৃষি নীতিমালা, জাতীয় সার নীতিমালার তথ্যাদি পাওয়া যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (www.dae.gov.bd) ওয়েবসাইটে। বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের (www.bari.gov.bd) ওয়েবসাইটে কৃষির বিভিন্ন বিষয়ে রয়েছে গবেষণা তথ্য। এ প্রতিষ্ঠানের গবেষণায় বিভিন্ন কৃষি প্রকল্পের বিস্তারিত তথ্যও পাওয়া যাবে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.bina.gov.bd) পাওয়া যাবে কৃষি প্রযুক্তি, মৃত্তিকা বিজ্ঞানসহ নানা বিষয়। কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বীজ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বীজ প্রত্যয়ন সংস্থার (www.sca.gov.bd) ওয়েবসাইটে। পাশাপাশি বীজের নীতিমালা, উন্নত বীজসহ বীজ রোপণের নিয়মাবলির তথ্যাদিও পাওয়া যাবে।

কৃষি ক্ষেত্রে সম্প্রসারণ ও উন্নয়নের জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য সাম্প্রতিক তথ্য জানা না থাকলে উন্নত প্রযুক্তির সহায়তায় কৃষিক্ষেত্রকে সমৃদ্ধ করা সম্ভব নয়। আর এসব তথ্য সবার কাছে সহজে পৌঁছানোর অন্যতম একটি সহজ উপায় হচ্ছে ওয়েবসাইট।

What do you think?

Written by কবির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ভূমিকম্প! আতঙ্ক নয় দরকার সচেতনতা

আপনার সম্পর্কে ১০টি চরম সত্য ঘটনা যা আমি জানি

আপনার সম্পর্কে ১০টি চরম সত্য ঘটনা যা আমি জানি!