১) আপনি এখন এটি পড়া শুরু করেছেন।
২) আপনি মোটামুটি ভাবে ধরে ফেলেছেন যে এটা একটা ভুয়া জিনিষ।
৪) তবে একটা জিনিষ ধরতে পারেননি এবং সেটা হল তিন নম্বরটি বাদ পড়েছে।
৫) আপনি এইমাত্র তা পরীক্ষা করলেন এবং দেখলেন যে ঘটনাটি সত্য।
৬) আপনি হাসছেন।
৭) তারপরও একটি ফালতু লেখা জেনেও আপনি এই লেখাটি পড়া চালিয়ে যাচ্ছেন।
৯) কিন্তু, আপনি আবারো খেয়াল করেননি; আমি আট নম্বর বাদ দিয়েছি।
১০) আপনি এটা চেক করলেন এবং চিন্তা করছেন আবারো কিভাবে ভুলটা করলেন!!!
১১) জিনিষটা আপনাকে একটু হলেও আনন্দ দিয়েছে।
১২) আপনি হয়তো খেয়াল করেননি যে আসলে এখানে ১০টি চরম সত্য বলা হয়েছে, ১২টি নয়।
in অন্যান্য
GIPHY App Key not set. Please check settings