ডিজিটাল ব্লাগ প্রেসার মনিটর মেশিন এখন অনেক জনপ্রিয়। বাসাবাড়ি তো বটেই এমন কি অনেক ফার্মেসী এবং হাসপাতাল-ক্লিনিকেও ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন রক্তচাপ মাপার কাজে ব্যবহৃত হয়। আবার অনেকের কাছে এটি এখনও নতুন। অনেকের মধ্যে ভুল ধারনা বা অনেক প্রশ্ন আছে এই ডিজিটাল মেশিনটি সম্পর্কে। এমন কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে এবারের পোস্ট।
প্রশ্ন: প্রতিবার রক্তচাপ পরিমাপের ফলাফল আলাদা আসে কেন?
উত্তর:
স্বাভাবিকভাবেই রক্তচাপের ওঠানামা হয়:
- মানুষের রক্তচাপ অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের পরিবর্তনের সাথে সাথে একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে ওঠানামা করে।
- শরীরের অবস্থানগত পরিবর্তন ও বিভিন্ন পরিমাপের ভঙ্গি এবং পরিমাপের সময়ে ভিন্নতার কারণে রক্তচাপে ভিন্ন ভিন্ন পরিবর্তন আসতে পারে।
অভিজ্ঞতার অভাব:
যারা প্রথমবারের মতো বাড়িতে স্ফিগমোম্যানোমিটার ব্যবহার করছেন, তারা যন্ত্রটির কার্যপ্রণালী সম্পর্কে অপরিচিত। এর ফলে প্রতিবার পরিমাপের ফলাফল আলাদা আলাদা দেখাতে পারে। ব্যবহারের পূর্বে অবশ্যই যন্ত্রটি চালানোর নির্দেশাবলী সাবধানে পড়বেন।

প্রশ্ন: রক্তচাপ পরিমাপের সময় কাফটা হাতের চারপাশে ব্যথা ও অবশতা তৈরী করে কেন?
উত্তর: রক্তচাপ পরিমাপের সময় কাফটি এতটাই শক্ত করতে হয় যতক্ষণ না ধমনীতে রক্তপ্রবাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে হাতে কিছুটা ব্যথা ও অবশতা অনুভূত হতে পারে। এটি একটি অস্থায়ী অবস্থা। কাফটি খুলে ফেলার পর কিছুক্ষণ বিশ্রাম নিলে ব্যথা ও অবশতা দূর হয়ে যাবে।
প্রশ্ন: রক্তচাপ মাপার সর্বোত্তম সময় কখন?
উত্তর: সকালে ঘুম থেকে ওঠার ১ ঘন্টার মধ্যে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে রক্তচাপ মাপা সবচেয়ে ভালো। প্রতিদিন সকাল, দুপুর এবং বিকেলে রক্তচাপ মাপা এবং গড় মান ব্যবহার করা উচিত।
সকালে মাপলে, ঘুম থেকে ওঠার ১ ঘন্টার মধ্যে, প্রস্রাব করার পর এবং সকালের নাস্তা করার আগে (যদি আপনি উচ্চ রক্তচাপের ওষুধ খান তবে ওষুধ খাওয়ার আগে) মাপুন। অন্য সময় মাপলে, শরীর ও মন স্থির থাকা অবস্থায় মাপা ভালো। প্রতিদিন একই সময়ে মাপা উচিত।
প্রশ্ন: কোন হাত দিয়ে রক্তচাপ মাপব?
উত্তর: মানুষের হৃৎপিণ্ড বাম দিকে থাকে, এবং বাম হাতের রক্তচাপের মান সাধারণত দেহের রক্তচাপের কাছাকাছি থাকে। তাই সাধারণত ডান হাতের বদলে বাম হাত দিয়ে রক্তচাপ মাপা হয়।
প্রশ্নঃ বাড়িতে মাপা রক্তচাপ হাসপাতালে মাপা রক্তচাপের থেকে কেন ভিন্ন হয়?
উত্তর: রক্তচাপের মান নির্ভর করে পরিবেশ, মানসিক অবস্থা এবং মাপার পদ্ধতির উপর। বাড়ির পরিবেশ তুলনামূলক শান্ত থাকে। এ ছাড়া বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপা সবসময় সম্ভব হয় না। এ জন্য রক্তচাপের মানে পার্থক্য আসতে পারে। হাসপাতালে মাপলে “হোয়াইট কোট ইফেক্ট” (ডাক্তারদের আশেপাশে থাকলে রক্তচাপ বেড়ে যায় এবং রক্তচাপের মান বেশি আসে, এটিকে হোয়াইট কোট ইফেক্ট বলা হয়) -এর কারণে রক্তচাপ বেশি দেখাতে পারে।
প্রশ্ন: কিভাবে স্ফিগমোম্যানোমিটারের টাইম ও ডেট সেট করব?
উত্তরঃ ডিভাইসটি শাটডাউন অবস্থায় “মেমোরি” ও “স্টার্ট” বাটনটি একসাথে চাপ দিলে স্ক্রিনে মাসের সংখ্যা ফ্ল্যাশ করতে থাকবে। “স্টার্ট” বাটনটি চাপতে থাকলে একে একে তারিখ, ঘন্টা ও মিনিটের সংখ্যা ফ্ল্যাশ করবে। নাম্বার ফ্ল্যাশ করার সময় “মেমোরি” কি চাপলে নাম্বারটি ধীরে ধীরে বাড়বে। “মেমোরি” বাটনটি চেপে ধরে রাখলে নাম্বার দ্রুত বাড়তে থাকবে।
মিনিটের সংখ্যা ফ্ল্যাশ করার সময় আবার “স্টার্ট” বাটন চাপুন। এতে এলসিডি স্ক্রিণের ওপর নাম্বার দেখানো বন্ধ হবে। এরপর অ্যাডজাস্টমেন্ট মোড থেকে বেরিয়ে যান। ব্যাটারি চেঞ্জ করা হলে প্রতিবারই টাইম ঠিক করতে হবে।
Xiaomi Andon KD-5901 Smart Digital Blood Pressure Monitor, Xiaomi
প্রশ্ন: ভয়েস ব্রডকাস্ট ভলিউম ঠিক করব কিভাবে?
উত্তর: ক্লক ডিসপ্লে মোডে “মেমরি” বাটন চাপতে থাকুন। স্ক্রিনে চক্রাকারে “অন এবং “ওয়ান” দেখাবে। “ওয়ান” মানে ভয়েস বন্ধ, “অন” মানে ভয়েস চালু। যখন “অন” প্রদর্শিত হয়, তখন ভয়েস ফাংশন চালু করতে “মেমরি” বোতামটি তুলুন।
ভয়েস সুইচ সেট করার পর “মেমরি” বাটন না ছেড়েই আবার বাটনটি চাপুন। ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটরে যে প্রম্পট সাউন্ড বাজে সেটা চক্রাকারে বাড়ে বা কমে। ভলিউমের পরিবর্তন বোঝানোর জন্য “I” চিহ্নটি ব্যবহার করা হয়। বাটন ছেড়ে দিলে বর্তমান ভলিউম সিলেক্ট হয়ে যাবে।
প্রশ্ন: ব্যাটারি ইনস্টল করার পর স্ক্রিনে কিছু দেখা না গেলে কি করব?
উত্তর: পরীক্ষা করে দেখুন ব্যাটারিটি উল্টোভাবে লাগানো হয়েছে কি না বা এর চার্জ আছে কি না। তারপর পরীক্ষা করার পর ব্যাটারিটি পুনরায় লাগান। এরপরও সমাধান না হলে সময়মতো বিক্রয়োত্তর সেবায় যোগাযোগ করুন।
প্রশ্ন: মাপার সময় রক্তচাপের মান দেখা না গেলে কিংবা খুব অল্প সময় ধরে দেখালে, কিংবা মাপতে না পারলে কিংবা EE Error দেখালে কি করব?
উত্তর: পরীক্ষা করে দেখুন ব্যাটারিটি উল্টোভাবে লাগানো হয়েছে কি না বা এর চার্জ আছে কি না। তারপর পরীক্ষা করার পর ব্যাটারিটি পুনরায় লাগান। এরপরও সমাধান না হলে সময়মতো বিক্রয়োত্তর সেবায় যোগাযোগ করুন।
প্রশ্ন: কিভাবে ডিভাইসটি পরিষ্কার করব?
উত্তর: ডিভাইসটি নন-করোসিভ ক্লিনিং এজেন্ট দিয়ে মুছে ফেলা এবং পরিষ্কার করতে পারবেন। পরিষ্কার করার জন্য উচ্চ-তাপমাত্রার জীবাণুনাশক বা করোসিভ ক্লিনিং এজেন্ট ব্যবহার করবেন না। যখন কাফটি পরিষ্কার করার প্রয়োজন হবে, তখন নরম সুতির কাপড় ব্যবহার করুন, ক্ষারহীন ডিটারজেন্টে ডুবিয়ে নিন এবং পৃষ্ঠটি আলতো করে মুছে ফেলুন।


