ইন্টাননেটের এই যুগে সবই সম্ভব। পৃথিবীর পুরনো ও বিখ্যাত প্রায় সব বই এখন ইন্টারনেটেই পাওয়া যাচ্ছে। শুধু অনলাইনে বই পড়তে অভ্যস্ত হয়ে থাকলে আর কোন চিন্তা নেই। কষ্ট করে লাইব্রেরী গিয়ে সিরিয়াল দিয়ে লাইনে দাড়িয়ে বই নিতে হবে না। হতে পারে কোন গবেষণা করতে গিয়ে অথবা কৌতুহল বশত আপনার দু’শ বছর আগের কোনো বই দরকার। হতাশ হবেন
না। বিশ্বের কোন বিখ্যাত পুরনো লাইব্রেরীতে খোজ করতে হবে না। দিন বদলে গেছে। গুগলে সার্চ দিন। আড্রেসবারে লিখুন www.books.google.com
গুগল ছাড়া আরো অনেক অনলাইন লাইব্রেরী বা সংগ্রহশালা রয়েছে যেখান থেকে বিনমূল্যে বইয়ের সফট কপি পাওয়া যায় আবার প্রিন্টিং সংস্করণের জন্য অর্ডারও দেয়া যায়।
http://onlinebooks.library.upenn.edu