- বৃক্ক, যকৃত, ফুলকা ও পাকস্থলী সর্বাধিক ক্ষতিগ্রস্থ হয়।
- মাছে ফরমালিনের মাত্রা বেশী থাকলে সে ক্ষেত্রে খাওয়ার পর মানুষের শরীর অবশ হয়ে যেতে পারে।
- মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয়।
- দৈহিক স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।
ক্রম | টাটকা ও ফরমালিন বিহীন মাছ | ফরমালিন দেয়া মাছ |
১। | ফুলকা উজ্জ্বল লাল বর্ণের হয় | ফুলকা ধূসর ও ফরমালিনের গন্ধ পাওয়া যায় |
২। | আঁইশ উজ্জ্বল হয় | আঁইশ তুলনামূলক ধূসর বর্ণের হয় |
৩। | শরীরে আঁশটে গন্ধ পাওয়া যায় | শরীরে আঁশটে গন্ধ কম পাওয়া যায় |
৪। | মাছের দেহ স্বাভাবিক নরম হয় | দেহ তুলনামূলক শক্ত হয় |
৫। | চোখ উজ্জ্বল হয় | চোখ ঘোলাটে হয় |
No qeustion this is the place to get this info, thanks y’all.