in ,

LoveLove OMGOMG CuteCute

ইউনিভার্সাল ট্র্যাভেল অ্যাডাপ্টারঃ কেনার আগে জানা দরকার

universal-travel-adapter

আজকাল সবাই ভীষণ ব্যস্ত। ব্যস্ততাই নির্ধারণ করে দেয় আপনি কোন গ্যাজেটটি কিনবেন। কারণ এই ব্যস্ততার মধ্যেও আপনাকে বহু কাজ গুছিয়ে নিতে হয়। সেজন্য হাতের কাছে সবসময় কিছু গ্যাজেট রাখতেই হবে যেগুলো সবসময় আপনার কাজ সহজ করবে। বিশেষত আপনার সঙ্গে থাকা ইলেকট্রিক ডিভাইস চার্জ দেওয়ার বিষয়টি তো কোনোভাবেই এড়ানো চলবেনা। এক্ষেত্রে ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার সবচেয়ে কার্যকর জিনিস।

ইউনিভার্সাল অ্যাডাপ্টার জিনিসটা কি?

আপনার বাড়িতে হয়ত চার্জার লাগানোর জন্য দুই পিনের প্লাগ আছে। আবার অনেক বাসায় তিন পিনের এডাপ্টার আছে। অনেক সময় দূরে কোথাও গেলে এবং তাৎক্ষনাৎ চার্জ দেয়ার প্রয়োজন হলে দেখা যায় আপনার চার্জারের সঙ্গে পোর্ট মিলছেনা। আবার ভোল্টেজ যদি ঠিকঠাক না থাকে তাহলে তো আপনার ডিভাইসেও সমস্যা হতে পারে। তাই সবসময় সঙ্গে একটি ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার রাখা ভালো।

যাদের দীর্ঘক্ষণ বাইরে থাকতে হয় অথবা ঘনঘন ট্যুরে যেতে হয় তাদের জন্য এই গ্যাজেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচরাচর এই পণ্যটি কেনার সময় আমরা অনলাইনে কোনো মডেল দেখলে কিংবা কম্পিউটার গ্যাজেট শপে গিয়ে কয়েকটা দেখেই কিনে ফেলি। এক্ষেত্রে শুধু ডিজাইনটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। এমনটা উচিত নয়। শুধু অ্যাডাপ্টার কিনে আনলেই হবে না। ইউনিভার্সাল অ্যাডাপ্টার নাম দেখে কিনলেই লাভ হবে না। সেজন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। এই যেমন-

প্রথম বিষয় : কি কি গ্যাজেট আপনার সঙ্গে থাকে

অ্যাডাপ্টার তো কিনবেন। কিন্তু কেন কিনবেন? দূরে গেলে লাগতে পারে সেজন্য? অবশ্যই না। আপনার সঙ্গে যে যে গ্যাজেট থাকে সেগুলোর কথা বিবেচনায় রেখে অ্যাডাপ্টার কিনতে হবে। অথবা দেশের বাহিরে যদি ট্রাভেল করেন তাহলে এটা কেনা এক কথায় অত্যাবশ্যক। অনেক সময় দেখা যায়, অ্যাডাপ্টার কিনে আনলেন কিন্তু সেই অ্যাডাপ্টার মোবাইল কিংবা ল্যাপটপের চার্জারের পিন ঢোকানো যাচ্ছেনা। গেলেও পরিশ্রম করতে হচ্ছে। এমনটা আপনার চার্জার পিনের জন্য স্বাস্থ্যকর তো নয়ই, অ্যাডাপ্টারের জন্যেও ভালো বলা যাবেনা। তাই দোকানে গেলে আপনার গ্যাজেটের বিষয়টি স্পস্ট করবেন এবং অনলাইনে কিনলে ইউটিউবে মডেলের নাম খোঁজ করে দেখে নেবেন। তবে ভালো ব্র্যান্ডগুলোর বেশিরভাগ অ্যাডাপ্টারেই এই সমস্যাগুলো থাকে না। তারপরও যদি আমাদের সাজেশান চান তাহলে কমেন্টে জানাতে পারেন।

দ্বিতীয় বিষয় : প্লাগের ধরনটি দেখা লাগবে না?

আপনার সঙ্গে থাকা ডিভাইসের বিষয়টি মাথায় রাখলেই প্লাগের ধরনটি নিয়ে ভাবতে হবে। এ বিষয়টি অত কঠিন কিছু নয়। আমাদের দেশে সচরাচর একই ধরনের প্লাগ ব্যবহার করা হয়। ক্ষেত্রবিশেষে কিছুটা আলাদা হতেই পারে। তবে আপনি যদি দেশের বাইরে নিয়মিত যাতায়াত করেন তাহলে ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টারের ধরন মিলিয়ে নেবেন। সচরাচর টাইপ-এ এবং টাইপ-বি এই দুই ধরনের অ্যাডাপ্টার পাওয়া যায় বাজারে। তবে প্লাগের ধরন কিন্তু একদম টাইপ-আই পর্যন্ত হতে পারে। যাহোক, অতদূর খুব কম মানুষকেই ভাবতে হয়। আপনার যদি দুধরনের অ্যাডাপ্টারই প্রয়োজন হয় তবে মাল্টি অ্যাডাপ্টার নিয়ে নিতে পারেন।

তৃতীয় বিষয় : ভোল্টেজ

এই বিষয়টি সম্ভবত আমরা সবচেয়ে কম গুরুত্ব দেই। যারা সচেতন তারা অবশ্য এই বিষয়টি জানেন। গুরুত্ব না দেওয়ার কারণ হলো, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট-এসব ডিভাইস এক রেঞ্জের ভোল্টেজ সাপোর্ট করে। তবে সব ডিভাইসে যে তা কার্যকর হবেনা তা আস্তে আস্তে মানুষ ধরতে পারছে। যেমন আজকাল স্মার্টফোনে ১৮ ওয়াটের চার্জার থাকে, ৬৪ ওয়াট থাকে আবার ১২০ ওয়াটও চলে এসেছে। এখন অ্যাডাপ্টার যদি এই ভোল্টেজ সাপোর্ট না করে তাহলে তো কোনো লাভ নেই। উল্টো আপনার ডিভাইসে চার্জ দেয়ার সময় বাড়তি চাপ পড়বে।

চতুর্থ বিষয় : কনভার্টার নাকি ট্রান্সফর্মার

অনেকে হয়তো এই বিষয়টি জানেনই না। ইউনিভার্সাল অ্যাডাপ্টার কেনার সময় আপনি কি ভোল্টেজ কনভার্টার খুঁজছেন নাকি ট্রান্সফর্মার খুঁজছেন তা জানতে হবে। এই দুটোতে আসলে ফারাক কি? ফারাক আছে। কনভার্টার অ্যাডাপ্টারগুলো একটানা ব্যবহারের জন্য তৈরি করা হয়নি। যেসব গ্যাজেট সামান্য সময়ের জন্য ব্যবহার করবেন সেসব গ্যাজেটের জন্য কনভার্টার অ্যাডাপ্টার নিতে হবে। হেয়ার ড্রায়ার, লন্ড্রি মেশিন, ইলেকট্রিক টুথব্রাশ এসব গ্যাজেটে কনভার্টার ব্যবহার করতে হয়। কনভার্টার মূলত ভোল্টেজকে আপনার গ্যাজেটের ভোল্টেজের পরিমাণ আউটপুট দিয়ে থাকে। একটানা ব্যবহারে তাই বিগড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

আর ট্রান্সফর্মার ফোন, ল্যাপটপ বা ট্যাবলেটের চার্জার হিসেবে ব্যবহার করা হয়। এমনকি ফ্রিজেও ট্রান্সফর্মার অ্যাডাপ্টার ব্যবহার করতে হয়। ট্রান্সফর্মারের কাজ কি? ট্রান্সফর্মার আপনার গ্যাজেটে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন ততটুকুই সাপ্লাই দেয়। তবে ট্রান্সফর্মার অ্যাডাপ্টার কেনার সময় লক্ষ্য রাখবেন, এই ইউনিভার্সাল অ্যাডাপ্টারের সক্ষমতা আপনার ডিভাইসের সক্ষমতা থেকে ২৫ শতাংশ বেশি যেন হয়।

শেষ কথা

সবকিছু মিলিয়ে ভেবে দেখতে গেলে একটু ঘোরের মধ্যে পড়তে হবে তা নিশ্চিত। কারণ বাজারে তো অ্যাডাপ্টারের অভাব নেই। তবে যদি আমাদের পরামর্শ চান তবে Anker, Baseus, Xiaomi, Hoco –এই কটি ব্র্যান্ডের অ্যাডাপ্টার কেনাই ভালো।

অনেকে বাজারে গিয়ে দামের নিরিখে প্রোডাক্ট কেনেন। এমনটা করা উচিত নয়। উপরে আমরা যে সাজেশান দিয়েছি সেগুলোর ভিত্তিতে নিজের সিদ্ধান্ত তৈরি করুন। সবসময় মনে রাখবেন, শুধু দাম নয় তার গুণ দেখেও পণ্য কিনতে হবে। নাহলে আখেরে পণ্যটি ফেলেই রাখতে হবে।

What do you think?

18 Points
Upvote Downvote

Written by আমিরুল আবেদিন আকাশ

পেশাগত জীবনে আমি একজন সাংবাদিক। শিক্ষাজীবন এখনও শেষ করিনি। এরইমধ্যে একটি পত্রিকায় চাকরি এবং বই অনুবাদ করছি। ইংরেজি কন্টেন্ট লেখার অভিজ্ঞতা থাকায় বাংলায় তথ্যবহুল লেখা প্রচার-প্রসারের আগ্রহ থেকেই বিভিন্ন বিষয়ে লেখালেখি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

tips-to-keep-the-kitchen-beautiful

রান্নাঘর সুন্দর রাখার ১০টি কার্যকরী টিপস

Natural way to remove dark circles under eyes

চোখের নিচের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়