১. উপকরণ
- ১ কাপ টুকরো তরমুজ
- চিনি পরিমাণমত
- বিট লবণ পরিমাণমত
- লেবুর রস
- কয়েক টুকরো পুদিনা পাতা
বড় সাইজের ৩ টুকরো তরমুজ
১/২ ইঞ্চি সাইজের আদার টুকরো
পরিবেশনের সময় পরিমাণমত কয়েক টুকরো বরফ
প্রস্তুত প্রণালী
আগের মত তরমুজের খোসা ছাড়িয়ে বিচিগুলো ফেলে ছোট ছোট টুকরো করে নিন। আদার টুকরো ভালোভাবে পরিস্কার করে নিন। এবার ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে ফেলুন। হয়ে গেল জিঞ্জার মেলন জুস! এখন ছাঁকনি দিয়ে ছেঁকে পরিমাণমত বরফ দিয়ে পরিবশন করুন।
৩. উপকরণ
- ১টা মাঝারি সাইজের তরমুজ
- দেড় লিটার পানি
- পরিমাণমত দুধ
- পরিমাণমত চিনি
- ১ কাপ টুকরো তরমুজ
- মধু পরিমাণমত
- বিটলবণ পরিমাণমত
- কয়েক টুকরো পুদিনা পাতা
- ৩/৪ কাপ পরিমাণ তরমুজের জুস
- ৮ আউন্স স্ট্রবেরি
- ১ টেবিল চামুচ লেবুর রস
- ১ টেবিল চামুচ চিনি
- ১/২ কাপ ঠাণ্ডা পানি


