For Windows Vista, Windows 7 and Windows 8 Bangla script support is automatically enabled. But if you do not see Bangla font with your Windows XP or earlier versions, you need to install complex script. These operating systems contain no support for indic scripts (combined letters) and thus no support for Bangla script. The bellow image links can help you if you find no Bangla font here.
প্রথম ধাপ: দ্যা পাবলিক পোস্ট ওয়েব প্লাটফরমে পরিচ্ছন্ন বাংলা লেখা দেখার জন্য প্রথমে প্রয়োজন ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট। ইন্টারনেট থেকে এই ফন্টটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার পর ফন্টটি আপনার কম্পিউটারে সংরক্ষিত হবে। এরপর কন্ট্রোল প্যানেল থেকে ফন্ট অপশনে প্রবেশ করুন। সংরক্ষিত বাংলা ফন্টটি কপি করে এখানে পেষ্ট করে দিন। এখন রিফ্রেশ বাটনে অথবা (F5) এ ক্লিক করুন। ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন। এবার দেখুন বাংলা লেখা দেখতে আর কোন সমস্যা হচ্ছে কিনা।
দ্বিতীয় ধাপ: কিছু এশিয়ান বাংলা লেখা দেখতে সমস্যা হলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কমপ্লেক্স স্ক্রীপ্ট ইনস্টল করতে হবে। কমপ্লেক্স স্ক্রীপ্ট ডাউনলোড করার জন্য ডাউনলোড লেখার উপর ক্লিক করুন। এরপর নির্দেশনা অনুসরন করে এটি ইনস্টল করুন। ব্রাউজারটি আবার চালু করে দেখুন বাংলা লেখা দেখতে আর কোন সমস্যা হচ্ছে কিনা।
তৃতীয় ধাপ: বাংলা ফন্টকে চিনিয়ে দেবার জন্য অনেক সময় ব্রাউজার সেটআপের প্র্রয়োজন হতে পারে। তবে বর্তমানে উইণ্ডোজ ৭ এবং উইণ্ডোজ ৮ এ কোন কিছুই করার প্রয়োজন নেই। সবকিছু বিল্টইন তৈরি করা আছে। শুধু ভাষা পরিবর্তন করে বাংলা লেখা শুরু করুন।
দ্যা পাবলিক পোস্ট প্লাটফরমে বাংলা লেখা:
দ্যা পাবলিক পোস্ট প্লাটফরমের কোন মন্তব্য বক্সে বা কোথাও বাংলা দেখার জন্যা নিচের নির্দেশনা অনুসরণ করুন।
- মন্তব্য বক্সে বা কোথাও ইংরেজীতে লেখার জন্য নতুন করে কিছু করতে হবে না। কারণ প্রাথমিকভাবে এটি ইংরেজীতে লেখার জন্যই তৈরি থাকবে। শুধুমাত্র আপনার ইনস্টল করা অভ্র বা যেকোন ইউনিকোড ভিত্তিক সফটওয়্যারের ল্যাংগুয়েজ পরিবর্তন করে বাংলা করুন এরপর টাইপ করা শুরু করুন।